সিরিজ বা ধারার যোগফল নির্ণয় সম্পর্কিত অ্যালগোরিদম ও ফ্লোচার্ট

ধারার যোগফল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট

এই পাঠ শেষে যা যা শিখতে পারবে- 

১। ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা দেখানোর অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরি করতে পারবে।

২। ১ থেকে n পর্যন্ত সংখ্যা দেখানোর অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরি করতে পারবে।

৩। ১ থেকে ১০ এর মধ্যে অবস্থিত বিজোড় সংখ্যাগুলো দেখানোর অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরি করতে পারবে।

৪। ১ থেকে n এর মধ্যে অবস্থিত বিজোড়  সংখ্যাগুলো দেখানোর অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরি করতে পারবে।

৫। ১ থেকে ১০ এর মধ্যে অবস্থিত জোড় সংখ্যাগুলো দেখানোর অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরি করতে পারবে।

৬। ১ থেকে n এর মধ্যে অবস্থিত জোড়  সংখ্যাগুলো দেখানোর অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরি করতে পারবে।

৭। ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা গুলোর যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরি করতে পারবে। অথবা

১+২+৩+ – – – – -+১০০ ধারার যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরি করতে পারবে।

৮। ১ থেকে n পর্যন্ত সংখ্যা গুলোর যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরি করতে পারবে। অথবা

১+২+৩+ – – – – -+n ধারার যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরি করতে পারবে।

৯। ১ থেকে ১০০ এর মধ্যে অবস্থিত বিজোড়  সংখ্যা গুলোর যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরি করতে পারবে। অথবা

১+২+৫+ – – – – -+১০০ ধারার যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরি করতে পারবে।

১০। ১ থেকে n এর মধ্যে অবস্থিত বিজোড়  সংখ্যা গুলোর যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরি করতে পারবে। অথবা

১+৩+৫+ – – – – -+ n ধারার যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরি করতে পারবে।

১১। ১ থেকে ১০০ এর মধ্যে অবস্থিত জোড়  সংখ্যা গুলোর যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরি করতে পারবে। অথবা

২+৪+৬+ – – – – -+১০০ ধারার যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরি করতে পারবে।

১২। ১ থেকে n এর মধ্যে অবস্থিত জোড়  সংখ্যা গুলোর যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরি করতে পারবে। অথবা

২+৪+৬+ – – – – -+ n ধারার যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট তৈরি করতে পারবে।

 

১। ১ থেকে ১০ পর্যন্ত সংখ্যা দেখানোর অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। অথবা 

    ১  ২  ৩  ৪  ৫  ৬  ৭  ৮  ৯  ১০ ক্রম প্রদর্শনের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট।

অ্যালগোরিদমঃ

ধাপ-১: শুরু ।

ধাপ-২: i চলকের মান ১ দ্বারা সূচনা করি।

ধাপ-৩: যদি i ≤ 10 হয়, তাহলে ৪নং ধাপে যাই, অন্যথায় ৬নং ধাপে যাই।

আরো পড়ুন ::  কোড | BCD, EBCDIC, ASCII, ইউনিকোড

ধাপ-৪: i চলকের মান প্রদর্শন।

ধাপ-৫: i চলকের মান ১ বৃদ্ধি করি এবং পুনরায় ৩নং ধাপে যাই।

ধাপ-৬: শেষ।

ফ্লোচার্টঃ

১  ২  ৩  ৪  ৫  ৬  ৭  ৮  ৯  ১০ ক্রম প্রদর্শনের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট।

প্রোগ্রাম দেখতে ক্লিক কর

 

২। ১ থেকে n পর্যন্ত সংখ্যা দেখানোর অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। অথবা 

     ১  ২  ৩  ৪  ৫  – – – – – n ক্রম প্রদর্শনের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট।

অ্যালগোরিদমঃ

ধাপ-১: শুরু।

ধাপ-২: n চলকের মান গ্রহণ।

ধাপ-৩: i চলকের মান ১ দ্বারা সূচনা করি।

ধাপ-৪: যদি i ≤ n হয়, তাহলে ৫নং ধাপে যাই, অন্যথায় ৭নং ধাপে যাই।

ধাপ-৫: i চলকের মান প্রদর্শন।

ধাপ-৬: i চলকের মান ১ বৃদ্ধি করি এবং পুনরায় ৪নং ধাপে যাই।

ধাপ-৭: শেষ।

ফ্লোচার্টঃ

১  ২  ৩  ৪  ৫  - - - - - n ক্রম প্রদর্শনের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট

প্রোগ্রাম দেখতে ক্লিক কর

 

৩। ১ থেকে ১০ এর মধ্যে অবস্থিত বিজোড় সংখ্যাগুলো দেখানোর অ্যালগোরিদম ও ফ্লোচার্ট । অথবা 

    ১  ৩  ৫  ৭  ৯  ক্রম প্রদর্শনের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট।

অ্যালগোরিদমঃ

ধাপ-১: শুরু।

ধাপ-২: i চলকের মান ১ দ্বারা সূচনা করি।

ধাপ-৩: যদি i ≤ 10 হয়, তাহলে ৪নং ধাপে যাই, অন্যথায় ৬নং ধাপে যাই।

ধাপ-৪: i চলকের মান প্রদর্শন।

ধাপ-৫: i চলকের মান ২ বৃদ্ধি করি এবং পুনরায় ৩নং ধাপে যাই।

ধাপ-৬: শেষ।

ফ্লোচার্টঃ

১  ৩  ৫  ৭  ৯  ক্রম প্রদর্শনের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট

প্রোগ্রাম দেখতে ক্লিক কর

 

৪। ১ থেকে n এর মধ্যে অবস্থিত বিজোড়  সংখ্যাগুলো দেখানোর অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। অথবা 

   ১  ৩  ৫  ৭ – – –n ক্রম প্রদর্শনের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট।

অ্যালগোরিদমঃ

ধাপ-১: শুরু।

ধাপ-২:n চলকের মান গ্রহণ।

ধাপ-৩: i চলকের মান ১ দ্বারা সূচনা করি।

ধাপ-৪: যদি i ≤ n হয়, তাহলে ৫নং ধাপে যাই, অন্যথায় ৭নং ধাপে যাই।

ধাপ-৫: i চলকের মান প্রদর্শন।

ধাপ-৬: i চলকের মান ২ বৃদ্ধি করি এবং পুনরায় ৪নং ধাপে যাই।

ধাপ-৭: শেষ।

ফ্লোচার্টঃ

১  ৩  ৫  ৭ - - -n ক্রম প্রদর্শনের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট

প্রোগ্রাম দেখতে ক্লিক কর

 

৫। ১ থেকে ১০ এর মধ্যে অবস্থিত জোড় সংখ্যাগুলো দেখানোর অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। অথবা

    ২  ৪  ৬  ৮  ১০ ক্রম প্রদর্শনের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট।

অ্যালগোরিদমঃ

ধাপ-১: শুরু।

ধাপ-২: i চলকের মান ২ দ্বারা সূচনা করি।

ধাপ-৩: যদি i ≤ 10 হয়, তাহলে ৪নং ধাপে যাই, অন্যথায় ৬নং ধাপে যাই।

ধাপ-৪: i চলকের মান প্রদর্শন।

ধাপ-৫: i চলকের মান ২ বৃদ্ধি করি এবং পুনরায় ৩নং ধাপে যাই।

ধাপ-৬: শেষ।

ফ্লোচার্টঃ

২  ৪  ৬  ৮  ১০ ক্রম প্রদর্শনের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট

প্রোগ্রাম দেখতে ক্লিক কর

 

৬। ১ থেকে n এর মধ্যে অবস্থিত জোড়  সংখ্যাগুলো দেখানোর অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। অথবা 

২  ৪  ৬ – – – n ক্রম প্রদর্শনের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট।

অ্যালগোরিদমঃ

আরো পড়ুন ::  টেবিল তৈরি করার HTML কোড

ধাপ-১: শুরু।

ধাপ-২: n চলকের মান গ্রহণ।

ধাপ-৩: i চলকের মান ২ দ্বারা সূচনা করি।

ধাপ-৪: যদি i ≤ n হয়, তাহলে ৫নং ধাপে যাই, অন্যথায় ৭নং ধাপে যাই।

ধাপ-৫: i চলকের মান প্রদর্শন।

ধাপ-৬: i চলকের মান ২ বৃদ্ধি করি এবং পুনরায় ৪নং ধাপে যাই।

ধাপ-৭: শেষ।

ফ্লোচার্টঃ

২  ৪  ৬ - - - n ক্রম প্রদর্শনের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট

প্রোগ্রাম দেখতে ক্লিক কর

 

 

৭। ১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যা গুলোর যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট।  অথবা 

+২+৩+ – – – – -+১০০ ধারার যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট।

অ্যালগোরিদমঃ

ধাপ-১: শুরু।

ধাপ-২: i চলকের মান 1 দ্বারা এবং sum চলকের মান ০ দ্বারা  সূচনা করি।

ধাপ-৩: যদি i ≤ 100 হয়, তাহলে ৪নং ধাপে যাই, অন্যথায় ৬নং ধাপে যাই।

ধাপ-৪: sum = sum + i নির্ণয়।

ধাপ-৫: i চলকের মান 1 বৃদ্ধি করি এবং পুনরায় ৩নং ধাপে যাই।

ধাপ-৬: sum চলকের মান প্রদর্শন।

ধাপ-৭: শেষ।

ফ্লোচার্টঃ

১+২+৩+ – – -+১০০ ধারার যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট

প্রোগ্রাম দেখতে ক্লিক কর

 

৮। ১ থেকে n পর্যন্ত সংখ্যা গুলোর যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। অথবা 

+২+৩+ – – – – -+n ধারার যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট।

অ্যালগোরিদমঃ

ধাপ-১: শুরু।

ধাপ-২: n চলকের মান গ্রহণ করি।

ধাপ-৩: i চলকের মান 1 দ্বারা এবং sum চলকের মান ০ দ্বারা  সূচনা করি।

ধাপ-৪: যদি i ≤ n হয়, তাহলে ৫নং ধাপে যাই, অন্যথায় ৭নং ধাপে যাই।

ধাপ-৫: sum = sum + i নির্ণয়।

ধাপ-৬: i চলকের মান 1 বৃদ্ধি করি এবং পুনরায় ৪নং ধাপে যাই।

ধাপ-৭: sum চলকের মান প্রদর্শন।

ধাপ-৮: শেষ।

ফ্লোচার্টঃ

১+২+৩+ – – +n ধারার যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট

প্রোগ্রাম দেখতে ক্লিক কর

 

৯। ১ থেকে ১০০ এর মধ্যে অবস্থিত বিজোড়  সংখ্যা গুলোর যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট।  অথবা 

১+৩+৫+ – – – – -+১০০ ধারার যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট।

অ্যালগোরিদমঃ

ধাপ-১: শুরু।

ধাপ-২: i চলকের মান 1 দ্বারা এবং sum চলকের মান ০ দ্বারা  সূচনা করি।

ধাপ-৩: যদি i ≤ 100 হয়, তাহলে ৪নং ধাপে যাই, অন্যথায় ৬নং ধাপে যাই।

ধাপ-৪: sum = sum + i নির্ণয়।

ধাপ-৫: i চলকের মান ২ বৃদ্ধি করি এবং পুনরায় ৩নং ধাপে যাই।

ধাপ-৬: sum চলকের মান প্রদর্শন।

ধাপ-৭: শেষ।

ফ্লোচার্টঃ

১+৩+৫+ – – +১০০ ধারার যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট

প্রোগ্রাম দেখতে ক্লিক কর

 

১০। ১ থেকে ১০০ এর মধ্যে অবস্থিত জোড়  সংখ্যা গুলোর যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট। অথবা

+৪+৬+ – – – – -+১০০ ধারার যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট।

অ্যালগোরিদমঃ

আরো পড়ুন ::  পঞ্চম অধ্যায় পাঠ-৯ 'সি' প্রোগ্রামিং ভাষার প্রাথমিক ধারণা।

ধাপ-১: শুরু।

ধাপ-২: i চলকের মান ২ দ্বারা এবং sum চলকের মান ০ দ্বারা  সূচনা করি।

ধাপ-৩: যদি i ≤ 100 হয়, তাহলে ৪নং ধাপে যাই, অন্যথায় ৬নং ধাপে যাই।

ধাপ-৪: sum = sum + i নির্ণয়।

ধাপ-৫: i চলকের মান ২ বৃদ্ধি করি এবং পুনরায় ৩নং ধাপে যাই।

ধাপ-৬: sum চলকের মান প্রদর্শন।

ধাপ-৭: শেষ।

ফ্লোচার্টঃ

২+৪+৬+ – – +১০০ ধারার যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট

প্রোগ্রাম দেখতে ক্লিক কর

 

 

নিজে সমাধান কর

১। ৫  ৯  ১৩  ১৭ – – – – n ধারাটি তৈরির অ্যালগোরিদম ও ফ্লোচার্ট।

২। ১  ৪  ৯  ১৬ ২৫ – – – – n ধারাটি তৈরির অ্যালগোরিদম ও ফ্লোচার্ট।

৩। ১  ৮ ২৭ ৬৪ – – – – n ধারাটি তৈরির অ্যালগোরিদম ও ফ্লোচার্ট।

৪। ১  ৪  ২৭  ২৫৬ – – – – n ধারাটি তৈরির অ্যালগোরিদম ও ফ্লোচার্ট।

৫। ১ থেকে n এর মধ্যে অবস্থিত বিজোড়  সংখ্যা গুলোর যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট।

অথবা  ১+৩+৫+- – – – -+ n ধারার যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট।

৬। ১ থেকে n এর মধ্যে অবস্থিত জোড়  সংখ্যা গুলোর যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট।

অথবা ২+৪+৬+ – – – – -+ n ধারার যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট।

৭। ১+২+৩+৪+ – – – – -+ n ধারার যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট।

৮। ১+২+৩+৪+- – – – -+ n ধারার যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট।

৯। ১+২+৩+৪+ – – – – -+ nn ধারার যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট।

 

 

পাঠ মূল্যায়ন- 

১। প্রশ্নে উদ্দীপক হিসেবে যেকোন অ্যালগোরিদম দেওয়া থাকবে তার ফ্লোচার্ট আঁকতে বলতে পারে।

২। প্রশ্নে উদ্দীপক হিসেবে যেকোন ফ্লোচার্ট দেওয়া থাকবে তার অ্যালগোরিদম লিখতে বলতে পারে।

৩। প্রশ্নে উদ্দীপক হিসেবে যেকোন প্রোগ্রাম দেওয়া থাকবে তার ফ্লোচার্ট আঁকতে বলতে পারে।

৪। প্রশ্নে উদ্দীপক হিসেবে যেকোন প্রোগ্রাম দেওয়া থাকবে তার অ্যালগোরিদম লিখতে বলতে পারে।

 


Written by,

Spread the love

2 thoughts on “সিরিজ বা ধারার যোগফল নির্ণয় সম্পর্কিত অ্যালগোরিদম ও ফ্লোচার্ট

  1. sir please 7 no dharar algoridom er akta solution din. Ajk hsc exm e aita asche. Solve ta dile onk upokar hbe.

  2. ১^২+২^২+৩^২+৪^২+ – – – – -+ n*২ ধারার যোগফল নির্নয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *