ইংরেজিতে দৈনিক কথোপকথন-২ কোন কিছুর ঠিকানা বা পথ জানতে চাওয়া।

Raju: Hi Tina.( এই টিনা)

Tina: Hey Raju. What are you looking for? (এই রাজু। কি খুঁজছ?)

Raju: I’m looking for the ATM booth. Can you tell me where it is? ( আমি এটিএম বুথ খুঁজছি। তুমি কি বলতে পার কোথায় এটা?)

Tina: Sure, it’s over there. ( অবশ্যই, ওইখানে।)

Raju: Where? I can’t see. ( কোথায়? আমি দেখতে পারছিনা।)

Tina: Across the street. (রাস্তার ওপারে।)

Raju: Oh, I have seen. Thanks. (ও, দেখতে পেয়েছি। ধন্যবাদ।)

Tina: It’s ok. (ঠিক আছে।)

Raju: Hey Tina I need more help from you. (টিনা তোমার কাছ থেকে আমার আরো সাহায্য প্রয়োজন।)

Tina: Sure, tell me how I can help you. (নিশ্চয়ই, আমাকে বলো আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি।)

Raju: Do you know where the JK mall is? (তুমি কি জানো জেকে মল কোথায়?)

Tina: It’s close to the airport. (ইহা বিমান বন্দরের পাশেই।)

Raju: Is it far from here? (এখান থেকে কি অনেক দূরে?)

Tina: No, it’s not far. (না বেশি দূর নয়।)

Raju: How far is it? (কত দূর?)

Tina: About a mile and half. (দেড় মাইলের মত।)

Raju: How long does it take to get there? (ওখানে যেতে কতক্ষণ লাগে।)

Tina: 10 minutes or so. (দশ মিনিটের মত।)

Raju: Do you know the address?

Tina: Yes, the address is J/127 Main street.

Raju: Thanks. (ধন্যবাদ।)

Tina: Welcome. Do you need any more help? (ঠিক আছে। তোমার কি আরো কোন সাহায্য লাগবে?)

Raju: Do you know if there is a public toilet around here? (তুমি কি জানো আশে-পাশে কোন পাবলিক টয়লেট আছে কিনা?)

Tina: Sorry, I don’t know. But you can go to the bus stand. There is a toilet there. (দুঃখিত, আমি জানি না। তবে তুমি বাস স্ট্যান্ডে যেতে পার। সেখানে একটি টয়লেট আছে।)

আরো পড়ুন ::  IELTS পরীক্ষার কিছু Frequently Asked Questions (FAQ)

Raju: How to get there? (সেখানে কিভাবে যাওয়া যায়?)

Tina: Go straight about half KM and then turn left, the bus stand will be on the right. (অর্ধ কিলোমিটারের জন্য সোজা যাও, তারপর বা দিকে ঘুরবে, বাস স্ট্যান্ড তোমার ডানে থাকবে।)

Raju: Ok, I see. Thanks a lot. Bye. (আচ্ছা, আমি দেখছি।তোমাকে অনেক ধন্যবাদ। দেখা হবে।)

Tina: Bye bye . (আবার দেখা হবে।)

 

Spread the love

One thought on “ইংরেজিতে দৈনিক কথোপকথন-২ কোন কিছুর ঠিকানা বা পথ জানতে চাওয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *