English Language

ইংরেজি ভাষায় Articles (পদাশ্রিত নির্দেশক) এর ব্যবহার।

ইংরেজি ভাষায় Articles (পদাশ্রিত নির্দেশক) এর ব্যবহার।
Articles (a, an, the) যা common noun এর পূর্বে বসে noun কে নির্দিস্ট বা অনির্দিস্ট চিহ্নিত করে। Articles দুই প্রকারঃ 1. Indefinite article [ a, an ] 2. Definite article [ the ]   Indefinite articles [ a, an ] : A অথবা an শুধুমাত্র singular countable noun এর পূর্বে বসে। যাদের অর্থ এক বোঝায়। A অথবা an সাধারণ কোন স্টেটমেন্টে ব্যবহৃত হয়, এছাড়া বাক্যে কোন সাবজেক্টকে প্রথম প্রকাশ করার জন্যও ব্যবহৃত হয়। যেমন: A football is round. ( সাধারণ অর্থে A ব্যবহৃত হয়েছে। কারণ সকল football কে বুঝানো হয়েছে। ) সাধারণত কোন word যদি vowel sound দ্বারা শুরু হয় তাহলে তার পূর্বে an বসে এবং কোন word যদ...
Read More

ইংরেজিতে দৈনিক কথোপকথন-২ কোন কিছুর ঠিকানা বা পথ জানতে চাওয়া।

Raju: Hi Tina.( এই টিনা) Tina: Hey Raju. What are you looking for? (এই রাজু। কি খুঁজছ?) Raju: I’m looking for the ATM booth. Can you tell me where it is? ( আমি এটিএম বুথ খুঁজছি। তুমি কি বলতে পার কোথায় এটা?) Tina: Sure, it’s over there. ( অবশ্যই, ওইখানে।) Raju: Where? I can’t see. ( কোথায়? আমি দেখতে পারছিনা।) Tina: Across the street. (রাস্তার ওপারে।) Raju: Oh, I have seen. Thanks. (ও, দেখতে পেয়েছি। ধন্যবাদ।) Tina: It’s ok. (ঠিক আছে।) Raju: Hey Tina I need more help from you. (টিনা তোমার কাছ থেকে আমার আরো সাহায্য প্রয়োজন।) Tina: Sure, tell me how I can help you. (নিশ্চ...
Read More

ইংরেজি ভাষায় Simple, Compound এবং Complex sentence

গঠন ভেদে ইংরেজি ভাষায় Sentence তিন প্রকার। যথা - 1.Simple sentence (সরল বাক্য) 2.Compound sentence (যৌগিক বাক্য) 3.Complex sentence (জটিল বাক্য) Simple sentence: যে Sentence এ একটি মাত্র Subject এবং একটি মাত্র finite verb (সমাপিকা ক্রিয়া ) থাকে, তাকে Simple sentence বলে। এ ছাড়া Simple sentence, Inspite of, Because of, Being ইত্যাদির সাহায্যে গঠিত হয়। I read a book. N.B. সমাপিকা ক্রিয়ার Object থাকে কিন্তু অসমাপিকা ক্রিয়ার Object থাকে না। অর্থাৎ সমাপিকা ক্রিয়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে কিন্তু অসমাপিকা ক্রিয়া সম্পুর্ন অর্থ প্রকাশ করতে পারে না। I read a book. I rea...
Read More

IELTS পরীক্ষার কিছু Frequently Asked Questions (FAQ)

# British English এবং American English এর মধ্যে কোনটি IELTS পরীক্ষায় ব্যবহার করা উচিৎ? যে কোন একটি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ হয় British English অথবা American English। তবে একি পরীক্ষায় দুই ধরণের ইংরেজি ব্যবহার করা যাবে না। # IELTS পরীক্ষা কতক্ষণ সময়ের জন্য হয়? IELTS পরীক্ষা সাধারণত দুই দিনে সম্পন্ন হয়। listening, reading, writing এই তিনটি সেকশনের পরীক্ষা ক্রমান্বয়ে একদিনে হয়ে থাকে। এই তিনটি সেকশনের জন্য যথাক্রমে listening এর জন্য ৪০ মিনিট,reading এর জন্য ১ ঘন্টা, writing এর জন্য ১ ঘন্টা এবং id ভেরিফিকেশনের জন্য ১ ঘন্টা সময় লাগে।অপরদিকে speaking সেকশনটি সাধারণত তিন দিন পূর্বে বা পরে হ...
Read More

IELTS এর প্রাথমিক ধারণা

IELTS এর পূর্ণরূপ হল International English Language Testing System । এটি ইংরেজি ভাষায় দক্ষতা যাচাইয়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি টেস্টিং পদ্ধতি। যেসব প্রার্থী  অধ্যয়ন বা কাজের জন্য বিভিন্ন দেশে যান এবং সেখানে যোগাযোগের ভাষা যদি ইংরেজি হয়, তাহলে তাদের ইংরেজি ভাষার উপর দক্ষতা প্রমাণের জন্য IELTS পরীক্ষা  দেওয়ার প্রয়োজন হয়। IELTS যৌথভাবে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় (কেমব্রিজ ESOL), ব্রিটিশ কাউন্সিল এবং IDP: IELTS Australia দ্বারা পরিচালিত হয়। অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, ইউকে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ  অনেক দেশের বিশ্ববিদ্যালয় এবং নিয়োগকর্তাদের দ্বারা IELTS স্বীকৃত। এটি পেশাদা...
Read More

ইংরেজি ভাষায় প্রশ্নবোধক বাক্য তৈরি করার কৌশল।

দৈনন্দিন জীবনে ইংরেজি ভাষায় কথা বলার সময় অসংখ্য প্রশ্নবোদক বাক্য তৈরি করতে হয়। কিভাবে সহজে প্রশ্নবোদক বাক্য তৈরি করা যায় তার কিছু কৌশল দেখবো। এই টপিকটি পড়ার পূর্বে  complement & modifier পড়ে নিন। Yes/No questions এই ধরণের প্রশ্নবোদক বাক্যের উত্তর সাধারণত হ্যাঁ বা না হয়ে থাকে। এই ধরণের বাক্য তৈরি করার জন্য নিমোক্ত ফর্মুলাটি ব্যবহার করা হয়- Auxiliary verb + subject + verb + …….. List of auxiliary verbs Be(am, is, are, was, were, being) Do(did, does, doing) Have(had, has, having) Can, could, may, might, shall, should, will, would, must  উদাহরণঃ Is he going to scho...
Read More

ইংরেজি ভাষায় number এবং person.

Definition: Grammar এ যে কোন ব্যক্তি, বস্তু, বা প্রাণীর সংখ্যাকে number (বচন) বলে। Note: Number শুধুমাত্র noun ও pronoun এর হতে পারে, অন্য কোন parts of speech এর number হয় না। Number (বচন) এর প্রকারভেদঃ ১। Singular Number (একবচন) ২। Plural Number (বহুবচন) Singular Number: যে noun বা pronoun দিয়ে একটিমাত্র ব্যক্তি, বস্তু, স্থান, ধারণা ইত্যাদি বুঝায় তাকে Singular Number বলে। যেমনঃ boy (বালক), pen(কলম), toy(খেলনা) ইত্যাদি। Plural Number: যে noun বা pronoun দিয়ে দুই বা ততোধিক ব্যক্তি, বস্তু, স্থান, ধারণা ইত্যাদি বুঝায় তাকে Plural Number বলে। যেমনঃ boys (বালকগুলো ), pens (কলমগু...
Read More

ইংরেজি ভাষায় Tense বা কাল।

Definition: কোন কাজ সংঘটিত হওয়ার সময়কে Tense (কাল) বলে। Tense কে “Soul of English language” বলা হয়। Tense প্রধানত তিন প্রকার। যথাঃ Present Tense (বর্তমান কাল): কোন কাজ বর্তমানে হয় বা হচ্ছে এরুপ বুঝালে  এর কালকে Present Tense বলে।যেমনঃ আমি স্কুলে যাই - I go to school. আমি স্কুলে যাচ্ছি – I am going to school. Past Tense (অতীত কাল): কোন কাজ অতীত কালে সম্পন্ন হয়েছিল বা হচ্ছিল এরুপ বুঝালে এর কালকে Past Tense বলে। যেমনঃ আমি স্কুলে গিয়েছিলাম - I went to school. আমি স্কুলে যাচ্ছিলাম – I was going to school. Future Tense (ভবিষ্যত কাল): কোন কাজ ভবিষ্যৎ কালে সম্পন্ন হবে বা হতে থ...
Read More

ইংরেজি ভাষায় Subject-Verb Agreement।

Subject-Verb Agreement : একটি sentence এ verb সবসময় subject কে অনুসরণ করে। অর্থাৎ subject এর number এবং person এর উপর ভিত্তি করে verb বসে। singular subject এর জন্য singular verb হয় এবং plural subject এর জন্য plural verb হয়। নিচের উদাহরণ দুটি লক্ষ করুণ- He is reading a book in the room. They are reading the books in the room. প্রথম sentence এর subject টি third person, singular number  তাই verb "is" agree করেছে। কিন্তু দ্বিতীয় sentence এর subject টি third person, plural number তাই verb "are" agree করেছে। অর্থাৎ sentence দুটিতে subject এর number এবং person এর উপর ভিত্তি করে verb বসেছে।...
Read More

ইংরেজি ভাষায় একটি সাধারণ sentence তৈরি করার স্ট্রাকচার।

যে কোন ভাষায় কথা বলার জন্য আমাদের অসংখ্য বাক্য গঠন করতে হয়। ভিন্ন ভিন্ন ভাষায় বাক্য গঠন প্রক্রিয়া ভিন্ন ভিন্ন। বাংলা এবং ইংরেজি ভাষায় দুটি বাক্যের উদাহরণ  লক্ষ করুণ- আমি তোমাকে ভালবাসি (কর্তা + কর্ম + ক্রিয়া) I love you (Subject + Verb + Object) অর্থাৎ দুটি ভিন্ন ভাষায় বাক্যের গঠন প্রক্রিয়া ভিন্ন।  চলুন দেখে নেই ইংরেজি ভাষায় কিভাবে একটি সাধারণ বাক্য গঠন করা যায়। নিচের স্ট্রাকচারটি লক্ষ করুণ- Subject + Verb + Complement + Modifier  প্রত্যেকটি অংশের বিস্তারিত আলোচনা-  Subject: Subject হল কোন ব্যাক্তি বা বস্তু যা একটি বাক্যের ক্রিয়া সম্পাদন করে থাকে এবং এটি verb এর পূর্বে বসে। প্র...
Read More

ইংরেজিতে দৈনিক কথোপকথন-১ কারো নাম জানতে চাওয়া।

Raju:  Excuse me, what's your name? (মাফ করবেন, আপনার নাম কি?) Tina: My name is Tina. What’s yours? (আমার নাম টিনা। আপনার নাম কি? ) Raju: I am Raju. (আমার নাম রাজু ) Tina: You speak English very well. (আপনি খুব ভালো ইংরেজী বলেন। ) Raju: Thank you. ( ধন্যবাদ। ) Tina: Do you know what time it is? ( আপনি কি জানেন এখন কয়টা বাজে? ) Raju: Sure. It’s 5:10PM. ( হাঁ। এখন পাঁচটা বেজে দশ। ) Tina: What did you say? ( কি বললেন? ) Raju: I said it’s 5:10PM. (আমি বললাম এখন পাঁচটা বেজে দশ। ) Tina: Thanks. ( ধন্যবাদ। ) Raju: You are welcome. (না, এটা কিছু না। )  
Read More