লজিক ফাংশন থেকে সার্কিট এবং সার্কিট থেকে লজিক ফাংশন

Circuit

এই পাঠ শেষে যা যা শিখতে পারবে-

১। লজিক ফাংশন থেকে লজিক সার্কিট তৈরি/বাস্তবায়ন করতে পারবে।

২। লজিক সার্কিট থেকে লজিক ফাংশন তৈরি/বাস্তবায়ন করতে পারবে।

 

Go for English Version

 

লজিক ফাংশন থেকে লজিক সার্কিট তৈরি বা বাস্তবায়ন: 

  • লজিক ফাংশনটি শুধুমাত্র মৌলিক গেইটের সাহায্যে বাস্তবায়ন করতে হতে পারে।
  • লজিক ফাংশনটি শুধুমাত্র সার্বজনীন গেইটের সাহায্যে বাস্তবায়ন করতে হতে পারে।
  • লজিক ফাংশনটি যেকোন প্রকার গেইট ব্যবহার করে বাস্তবায়ন করতে হতে পারে।
  • লজিক ফাংশনটি সরলীকরণ করে তারপর মৌলিক বা সার্বজনীন গেইট দ্বারা বাস্তবায়ন করতে হতে পারে।

 

লজিক ফাংশনটি মৌলিক গেইটের সাহায্যে বাস্তবায়ন করতে নিমোক্ত নিয়ম বা ক্রম মানা হয়ঃ

  • যদি ফাংশনটি সরল করতে হয়, তাহলে প্রথমেই সরল করতে হবে।
  • ফাংশনে যতগুলো চলক থাকবে তাদের প্রত্যেকটির জন্য কমন লাইন আঁকতে হবে।
  • বামদিক থেকে ফাংশনের মৌলিক অপারেশনগুলো NOT, AND, OR এর কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করতে হবে। এক্ষেত্রে বন্ধনীর “()” ভিতরের কাজগুলো প্রায়োরিটি দিতে হবে।

 

ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো। 

HSC ICT তৃতীয় অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।

ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।

 

উদাহরণ-১ঃ নিচের ফাংশনটি শুধুমাত্র মৌলিক গেইটের সাহায্যে বাস্তবায়ন কর।

বুলিয়ান ফাংশন

সমাধানঃ 

বুলিয়ান ফাংশনের সার্কিট বাস্তবায়ন

 

 

 

 

 

 

 

 

 

 

উদাহরণ-২ঃ নিচের ফাংশনটির সার্কিট বাস্তবায়ন কর।

লজিক ফাংশন

সমাধানঃ 

ফাংশন বাস্তবায়ন

 

 

HSC ICT তৃতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকসমূহ

সংখ্যা পদ্ধতি এর টপিকসমূহঃ  

ডিজিটাল ডিভাইস এর টপিকসমূহঃ 

আরো পড়ুন ::  অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তরসমূহ : তৃতীয় অধ্যায়

 

 

লজিক সার্কিট থেকে লজিক ফাংশন তৈরি/বাস্তবায়নঃ

  • লজিক সার্কিট থেকে লজিক ফাংশন নির্নয় করে তা সরল করতে হতে পারে।
  • লজিক সার্কিট থেকে সরলীকৃত ফাংশন নির্নয় এবং তা মৌলিক বা সার্বজনীন গেইট দ্বারা বাস্তবায়ন করতে হতে পারে।

 

উদাহরণ-১ঃ নিমোক্ত সার্কিটির সরলীকৃত ফাংশন নির্ণয় কর।

সার্কিটের আউটপুট ফাংশন

সমাধানঃ 

সার্কিটের আউটপুট ফাংশন সরলীকরণ

 

উদাহরণ-২ঃ নিমোক্ত সার্কিটির সরলীকৃত ফাংশন বাস্তবায়ন কর।

লজিক সার্কিট

সমাধানঃ 

সরলীকৃত ফাংশন

সরলীকৃত ফাংশন বাস্তবায়ন করে পাই-

সরলীকৃত ফাংশন বাস্তবায়ন

 

HSC ICT এর সকল অধ্যায়

 

পাঠ মূল্যায়ন- 

 


Written by,

Spread the love

One thought on “লজিক ফাংশন থেকে সার্কিট এবং সার্কিট থেকে লজিক ফাংশন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *