পঞ্চম অধ্যায় পাঠ-১৩ সাধারণ গাণিতিক সমস্যা সম্পর্কিত প্রোগ্রামসমূহ।

এই পাঠ শেষে যা যা শিখতে পারবে-

  • ১। দুইটি সংখ্যা ইনপুট নিয়ে যোগফল নির্নয় করার জন্য ‘সি’ প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করতে পারবে।
  • ২। দুইটি সংখ্যা ইনপুট নিয়ে বিয়োগফল নির্নয় করার জন্য ‘সি’ প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করতে পারবে।
  • ৩। দুইটি সংখ্যা ইনপুট নিয়ে গুণফল নির্নয় করার জন্য ‘সি’প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করতে পারবে।
  • ৪। দুইটি সংখ্যা ইনপুট নিয়ে ভাগফল নির্নয় করার জন্য ‘সি’ প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম তৈরি করতে পারবে।
  • ৫। সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রুপান্তরের প্রোগ্রাম তৈরি করতে পারবে।
  • ৬। ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় রুপান্তরের প্রোগ্রাম তৈরি করতে পারবে।
  • ৭। ত্রিভুজের ভুমি ও উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম তৈরি করতে পারবে।
  • ৮। ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a,b এবং c দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম তৈরি করতে পারবে।
  • ৯। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্নয় করার প্রোগ্রাম তৈরি করতে পারবে।
  • ১০। বৃত্তের ক্ষেত্রফল নির্নয় করার প্রোগ্রাম তৈরি করতে পারবে।

 

১। দুইটি সংখ্যা ইনপুট নিয়ে যোগফল নির্নয় করার জন্য ‘সি’ প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম। 

#include<stdio.h>
#include<conio.h>
main() 
{
  int a, b, c;
  printf(“ Enter Two numbers: “);
  scanf(“%d %d”,&a,&b);
  c = a+b;
  printf("Summation = %d",c);
  getch();
}

অ্যালগোরিদম ও ফ্লোচার্ট দেখার জন্য ক্লিক কর 

অনুশীলনঃ পাঁচটি সংখ্যা ইনপুট নিয়ে যোগফল নির্নয় করার প্রোগ্রাম তৈরি কর।

 

২। দুইটি সংখ্যা ইনপুট নিয়ে বিয়োগফল নির্নয় করার জন্য সি প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম। 

#include<stdio.h>
#include<conio.h>
main()
{
    int a, b, c;
    printf(“ Enter Two numbers: “);
    scanf(“%d %d”,&a,&b);
    c = a-b;
    printf("Subtraction= %d",c);
    getch();
}

অ্যালগোরিদম ও ফ্লোচার্ট দেখার জন্য ক্লিক কর 

 

৩। দুইটি সংখ্যা ইনপুট নিয়ে গুণফল নির্নয় করার জন্য সি প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম।

#include<stdio.h>
#include<conio.h>
main()
{
    int a, b, c;
    printf(“ Enter Two numbers: “);
    scanf(“%d %d”,&a,&b);
    c= a*b;
    printf("Multiplication= %d", c);
    getch();
}

অ্যালগোরিদম ও ফ্লোচার্ট দেখার জন্য ক্লিক কর 

আরো পড়ুন ::  সার্বজনীন গেট (NOR, NAND) ও বিশেষ গেট (XOR, XNOR)

অনুশীলনঃ পাঁচটি সংখ্যা ইনপুট নিয়ে গুণফল নির্নয় করার প্রোগ্রাম তৈরি কর।

 

৪। দুইটি সংখ্যা ইনপুট নিয়ে ভাগফল নির্নয় করার জন্য সি প্রোগ্রামিং ভাষায় একটি প্রোগ্রাম।

#include<stdio.h>
#include<conio.h>
main()
{
    int a, b;
    float c;
    printf("Enter Two numbers: ");
    scanf("%d %d",&a,&b);
    c= a/b;
    printf("Division= %f",c);
    getch();
}

অ্যালগোরিদম ও ফ্লোচার্ট দেখার জন্য ক্লিক কর 

অনুশীলনঃ পাঁচটি সংখ্যা ইনপুট নিয়ে তাদের গড় নির্নয় করার প্রোগ্রাম তৈরি কর।

 

৫। সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে ফারেনহাইট স্কেলের তাপমাত্রায় রুপান্তরের প্রোগ্রাম। 

তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক- C/5 = F-32 / 9 = K-273 / 5

#include<stdio.h>
#include<conio.h>
main()
{
    int c, f;
    printf("Enter celcious temperature :");
    scanf("%d",&c);
    f=9*c/5+32;
    printf("Ferhenheight temperature:%d”,f);
    getch();
}

অ্যালগোরিদম ও ফ্লোচার্ট দেখার জন্য ক্লিক কর 

অনুশীলনঃ সেলসিয়াস স্কেলের তাপমাত্রাকে কেলভিন স্কেলের তাপমাত্রায় রুপান্তরের প্রোগ্রাম তৈরি কর।

 

৬। ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে সেলসিয়াস স্কেলের তাপমাত্রায় রুপান্তরের প্রোগ্রাম। 

তাপমাত্রা পরিমাপের বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক- C/5 = F-32 / 9 = K-273 / 5

#include<stdio.h>
#include<conio.h>
main()
{
    int c, f;
    printf("Enter Ferenheight temperature :");
    scanf("%d",&f);
    c=5*(f-32)/9;
    printf("Celcious temperature:%d”,c);
    getch();
}

অ্যালগোরিদম ও ফ্লোচার্ট দেখার জন্য ক্লিক কর 

অনুশীলনঃ ফারেনহাইট স্কেলের তাপমাত্রাকে কেলভিন তাপমাত্রায় রুপান্তরের প্রোগ্রাম তৈরি কর।

 

৭। ত্রিভুজের ভুমি ও উচ্চতা দেওয়া থাকলে ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম লেখ।

#include<stdio.h>
#include<conio.h>
main()
{
    int b,h;
    float area;
    printf("Enter Base & Height:");
    scanf("%d %d",&b,&h);
    area=.5*b*h;
    printf("\nThe area is %.2f",area);
    getch();
 }

অ্যালগোরিদম ও ফ্লোচার্ট দেখার জন্য ক্লিক কর 

 

৮। ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a,b এবং c দেওয়া আছে। ত্রিভুজের ক্ষেত্রফল বের করার প্রোগ্রাম।

#include<stdio.h>
#include<conio.h>
#include<math.h>
main()
{
    int a, b, c;
    float s, area;
    printf("Enter three integer values:");
    scanf("%d %d %d", &a,&b,&c);
    s = (a + b + c)/2;
    area = sqrt(s*(s-a)*(s-b)*(s-c));
    printf("Area of triangle is = %f", area);
    getch();
}

অ্যালগোরিদম ও ফ্লোচার্ট দেখার জন্য ক্লিক কর 

আরো পড়ুন ::  লিপ-ইয়ার | ল.সা.গু. | গ.সা.গু. | ছোট/বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট

 

৯। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্নয় করার প্রোগ্রাম।

#include<stdio.h>
#include<conio.h>
main()
{
    int l,w,area;
    printf("Enter the length & width: ");
    scanf("%d %d",&l,&w);
    area=l*w;
    printf("\nThe area is %d",area);
    getch();
}

অনুশীলনঃ সামান্তরিকের ক্ষেত্রফল নির্নয়ের প্রোগ্রাম লেখ।

অনুশীলনঃ বর্গের ক্ষেত্রফল নির্নয়ের প্রোগ্রাম লেখ।

অ্যালগোরিদম ও ফ্লোচার্ট দেখার জন্য ক্লিক কর 

 

১০। বৃত্তের ক্ষেত্রফল নির্নয় করার প্রোগ্রাম।

#include<stdio.h>
#include<conio.h>
main ( )
{
    int r;
    float area;
    printf ("Enter integer value for radius:");
    scanf ("%d", &r) ;
    area = 3.1416*r*r;
    printf("\n Area of circle =%f", area);
    getch();
}

 

প্রশ্নের ধরণঃ

  • ১। কোন অ্যালগোরিদম বা ফ্লোচার্ট দেওয়া থাকলে তার প্রোগ্রাম লিখতে হতে পারে।
  • ২। কোন প্রোগ্রাম দেওয়া থাকবে তার ভূল নির্নয় এবং সমাধান করতে হতে পারে।

পাঠ মূল্যায়ন-  

 


Written by,

Spread the love

3 thoughts on “পঞ্চম অধ্যায় পাঠ-১৩ সাধারণ গাণিতিক সমস্যা সম্পর্কিত প্রোগ্রামসমূহ।

  1. কন্সটেন্ট কী ওয়ার্ড ব্যবহার করে একটি বৃওের length and width কেলকুলেশন করার সি প্রোগ্রাম টা দিবেন দয়া করে। উপকৃত হবো। ধন্যবাদ।

  2. বর্গক্ষেএের প্রোগ্রামটি দিলে উপকার হতো স্যার ❤️

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *