অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তরসমূহ : দ্বিতীয় অধ্যায়

HSC ICT Chapter 2

অনুধাবনমূলক প্রশ্নের উত্তর কীভাবে লিখবে?

‘অনুধাবন’ বলতে কোন বিষয়ের অর্থ বোঝার সক্ষমতাকে বোঝায়। এটি হতে পারে কোন তথ্য, নীতিমালা, সূত্র, নিয়ম, পদ্ধতি, প্রক্রিয়া ইত্যাদি বুঝতে পারার সক্ষমতা।

অনুধাবন স্তর হলো চিন্তন-দক্ষতার দ্বিতীয় স্তর। এই প্রশ্নটি ‘খ’ তে দেয়া থাকে। এধরণের প্রশ্নে সরাসরি পাঠ্যবইয়ের অনুরূপ বিবরণ জানতে চাওয়া হয় না।  তাই শিক্ষার্থীকে বিষয়বস্তু সম্পর্কে নিজের ভাষায় ব্যাখ্যা বা বর্ণনা করতে হবে।

অনুধাবনমূলক প্রশ্নের নম্বর থাকবে ২। এর মধ্যে জ্ঞানের জন্য ১ ও অনুধাবনের জন্য ১।

অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দুই প্যারায় লেখা ভালো। যার প্রথম প্যারায় জ্ঞান অংশের উত্তর ও দ্বিতীয় প্যারায় অনুধাবন অংশের উত্তর।

অনুধাবনমূলক প্রশ্নের উত্তর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে সর্বোচ্চ পাঁচটি বাক্যে উত্তর লিখতে হবে। তবে এর সামান্য কম-বেশি হলে কোন অসুবিধা নেই।

এক্ষেত্রে কোনভাবেই প্রশ্নের উত্তরে অপ্রাসঙ্গিক কথা, অপ্রয়োজনীয় তথ্য বা বাহুল্যদোষ করা যাবে না।


২০১৯, ২০১৮, ২০১৭ ও ২০১৬ সালের বোর্ড প্রশ্নসমূহ

 

  1. ব্যান্ডউইথ 58 kbps বলতে কী বোঝায়?
  2. 9600bps ব্যাখ্যা কর। [ঢা. বোর্ড-২০১৭]
  3. 9600kbps ব্যাখ্যা কর।
  4. 1.4 Mbps কোন ব্যান্ডকে নির্দেশ করে-ব্যাখ্যা কর।
  5. 1.4 kbps কোন ব্যান্ডকে নির্দেশ করে-ব্যাখ্যা কর।
  6. ব্যান্ডউইথ 7.5 kbps ব্যাখ্যা কর।
  7. মোবাইল ফোনের ব্যান্ডউইথ ব্যাখ্যা কর।
  8. টেলিগ্রাফির ব্যান্ডউইথ ব্যাখ্যা কর।
  9. কী-বোর্ড থেকে কম্পিউটারে ডেটা স্থানান্তরের ব্যান্ডউইথ বুঝিয়ে লেখ।  [ঢা. দি. য. সি. বোর্ড-২০১৮]
  10. ক্যারেক্টার বাই  ক্যারেক্টার ডেটা ট্রান্সমিট পদ্ধতি ব্যাখ্যা কর।
  11. অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনে সময় বেশি লাগে কেন? ব্যাখ্যা কর। [চ. বোর্ড-২০১৭]
  12. কী-বোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণের মেথড ব্যাখ্যা কর।
  13. “সমান বিরতিতে ডেটা ট্রান্সমিশন করা যায়”-ব্যাখ্যা কর।
  14. ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস সুবিধাজনক- ব্যাখ্যা কর। [ঢা. বোর্ড-২০১৯]
  15. সিনক্রোনাস ট্রান্সমিশনে প্রাইমারি মেমোরির প্রয়োজন কেন?
  16. ওয়েবসাইট থেকে কোন ফাইল ডাউনলোডের ডেটা ট্রান্সমিশন মেথড ব্যাখ্যা কর।
  17. ফেসবুক লাইভের ডেটা ট্রান্সমিশন মেথড ব্যাখ্যা কর।
  18. ভিডিও কলের ডেটা ট্রান্সমিশন মেথড ব্যাখ্যা কর।
  19. ডেটা ব্লক/ফ্রেম/প্যাকেট আকারে ট্রান্সমিট করা যায়- ব্যাখ্যা কর।
  20. ভিডিও ডেটা ট্রান্সমিশনে আইসোক্রোনাস মেথড উপযুক্ত কেন?
  21. ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর। [রা. কু. চ. ব. বোর্ড-২০১৮] 
  22. মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর। [দি. বোর্ড-২০১৯, য. বোর্ড-২০১৭, ঢা. বোর্ড-২০১৬]  
  23. কী-বোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণের মোড ব্যাখ্যা কর।
  24. “ডেটা আদান-প্রদান একই সময়ে সম্ভব”- ব্যাখ্যা কর। [কু. বোর্ড-২০১৭]  
  25. শ্রেণিকক্ষের পাঠদানকে কোন ট্রান্সমিশন মোডের সাথে তুলনা করা যায়? ব্যাখ্যা কর।
  26. ওয়াকিটকিতে যুগপৎ কথা বলা ও শোনা সম্ভব নয় কেন? ব্যাখ্যা কর।  [ব. বোর্ড-২০১৭]  
  27. ওয়াকিটকির ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর।
  28. রেডিও এর ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর।
  29. কোন ট্রান্সমিশনে একই সঙ্গে উভয় দিকে ডেটা আদান-প্রদান করা যায়? ব্যাখ্যা কর। [য. বোর্ড-২০১৬] 
  30. পয়েন্ট-টু-পয়েন্ট ডেটা ট্রান্সমিশন ব্যাখ্যা কর।
  31. পয়েন্ট-টু-মাল্টিপয়েন্ট ডেটা ট্রান্সমিশন ব্যাখ্যা কর।
  32. পয়েন্ট-টু-সিলেক্টেড-মাল্টিপয়েন্ট ডেটা ট্রান্সমিশন ব্যাখ্যা কর।
  33. মাল্টিপয়েন্ট-টু-পয়েন্ট ডেটা ট্রান্সমিশন করা হয় না কেন?
  34. মাল্টিপয়েন্ট-টু-মাল্টিপয়েন্ট ডেটা ট্রান্সমিশন করা হয় না কেন?
  35. কোন ওয়েবসাইট ব্রাউজিং এর ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা কর।
  36. ব্রডকাস্ট ও মাল্টিকাস্ট মোডের মধ্যে পার্থক্য লিখ।
  37. ব্রডকাস্ট সবসময় সিমপ্লেক্স-ব্যাখ্যা কর।
  38. ডেটা চলাচলের দ্রুততম মাধ্যমটির বর্ণনা দাও। [চ. বোর্ড-২০১৭]   
  39. ডেটা চলাচলের ক্ষেত্রে কোন ক্যাবল অধিক কার্যকর-ব্যাখ্যা কর।
  40. টুইস্টেড পেয়ার ক্যাবলে টুইস্ট ব্যবহারের কারণ ব্যাখ্যা কর।
  41. ডেটা পরিবহনে ফাইবার অপটিক ক্যাবল নিরাপদ কেন?  [ব. বোর্ড-২০১৬]
  42. “ডেটা ট্রান্সমিশনে আলোকে রশ্মি পরিবাহী তার উত্তম”-ব্যাখ্যা কর।  [চ. বোর্ড-২০১৬]  
  43. ফাইবার অপটিক ক্যাবলে দ্রুত গতিতে ডেটা আদান-প্রদান করে-ব্যাখ্যা কর। [দি. বোর্ড-২০১৬]  
  44. “ফাইবার অপটিক ক্যাবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয়”- ব্যাখ্যা কর।  [দি. বোর্ড-২০১৭] 
  45. “আলোর গতিতে ডেটা ট্রান্সমিশন সম্ভব”-ব্যাখ্যা কর। [রা. বোর্ড-২০১৬]
  46. “আলোক সিগন্যালে ডেটা স্থানান্তরের মাধ্যমটি ব্যাখ্যা কর। [য. বোর্ড-২০১৯]    
  47. ফাইবার অপটিক ক্যাবল ই.এম.আই (EMI) মুক্ত কেন? [রা. বোর্ড-২০১৭]  
  48. চৌম্বক প্রভাবমুক্ত ক্যাবলটি বুঝিয়ে লিখ। [সি. বোর্ড-২০১৯]   
  49. ফাইবার অপটিক ক্যাবল U আকারে বাকানো যায় না কেন?
  50. আলোর গতির ন্যায় ডেটা প্রেরণের জন্য ব্যবহৃত ক্যাবলটি ব্যাখ্যা কর। [কু. বোর্ড-২০১৬] 
  51. ফাইবার অপটিক ক্যাবলের ব্যান্ডউইথ বুঝিয়ে লেখ। [সি. বোর্ড-২০১৭]    
  52. আলোর পুর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন সম্ভব-ব্যাখ্যা কর।
  53. নন-মেটালিক ক্যাবল মাধ্যমটি ব্যাখ্যা কর।  [চ. বোর্ড-২০১৯]   
  54. ফাইবার অপটিক ক্যাবল তৈরিতে মাল্টিকম্পোনেন্ট কাঁচ ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা কর।
  55. যে ক্যাবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয়- ব্যাখ্যা কর। [সি. বোর্ড-২০১৬] 
  56. কোন ধরণের যোগাযোগ ব্যবস্থায় ট্রান্সমিটার এবং রিসিভার মুখোমুখি থাকে?
  57. মোবাইল ফোনে মাইক্রোওয়েব বা ইনফ্রারেড ব্যবহৃত হয় না কেন?
  58. বর্তমানে টিভির রিমোটে ইনফ্রারেডের পরিবর্তে রেডিও ওয়েব ব্যবহৃত হয় কেন?
  59. স্যাটেলাইটে ব্যবহৃত ওয়েভ ব্যাখ্যা কর। [রা. বোর্ড-২০১৯] 
  60. “স্বল্প দূরত্বে বিনা খরচে ডেটা স্থানান্তর সম্ভব”- ব্যাখ্যা কর। [সি. বোর্ড-২০১৭]   
  61. Bluetooth প্রযুক্তি WPAN এর জন্য উপযুক্ত -ব্যাখ্যা কর।
  62. WiFi  পাসওয়ার্ড এর প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর।
  63. WiFi  জোনে ডেটা নিরাপত্তা ব্যবস্থা কিভাবে করা যায়?
  64. WiFi প্রযুক্তি WLAN নেটওয়ার্কের জন্য উপযুক্ত- ব্যাখ্যা কর।
  65. WiFi ও WiMAX এর মধ্যে পার্থক্য লিখ।
  66. WiMAX প্রযুক্তি WMAN এর জন্য উপযুক্ত -ব্যাখ্যা কর।
  67. কোন ক্ষেত্রে Wi-Fi এর পরিবর্তে WiMAX ব্যবহার করা যুক্তিযুক্ত–ব্যাখ্যা কর।
  68. IEEE 802.16 স্ট্যান্ডার্ডের প্রযুক্তিটি বুঝিয়ে লিখ। [সি. বোর্ড-২০১৯] 
  69. 2G ও 3G এর মধ্যে কোনটি বেশি সুবিধাজনক? ব্যাখ্যা কর।
  70. 4G এর গতি 3G এর প্রায় ৫০ গুণ বেশি- ব্যাখ্যা কর।  [মা. বোর্ড-২০১৯] 
  71. ৩য় প্রজন্মের মোবাইলের সাহায্যে ইন্টারনেট ব্যবহার করা যায়-বুঝিয়ে লেখ। [ঢা. দি. য. সি. বোর্ড-২০১৮]  
  72. এক সময় মোবাইল ইন্টারনেটে সর্বোচ্চ ১৭১.২ kbps গতি পাওয়া যেত – ব্যাখ্যা কর।  [মা. বোর্ড-২০১৯]
  73. কোন নেটওয়ার্কিং প্রযুক্তি সবচেয়ে নির্ভরযোগ্যভাবে ডেটা আদান প্রদান করতে পারে এবং কেন?
  74. নেটওয়ার্ক সংগঠন বলতে কী বুঝ?
  75. শুধু মডুলেশন বা শুধু ডিমডুলেশন ডেটা ট্রান্স মিশনে কার্যকর পদ্ধতি হতে পারে না- ব্যাখ্যা কর।
  76. “তথ্য আদান-প্রদানে মডেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে”-ব্যাখ্যা কর।
  77. সুইচ ও হাবের মধ্যে কোনটি অধিকতর সুবিধাজনক? ব্যাখ্যা কর।
  78. ‘হাবের চেয়ে সুইচ উত্তম’ – ব্যাখ্যা কর। [কু. বোর্ড-২০১৯]  
  79. হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করলে কি সুবিধা পাওয়া যায়- ব্যাখ্যা কর। [মা. বোর্ড-২০১৭]  
  80. হাব ও সুইচের মধ্যে পার্থক্য লিখ।
  81. দুর্বল সিগন্যালকে শক্তিশালী করার উপায়-ব্যাখ্যা কর।
  82. কোন ক্ষেত্রে গেইটওয়ে অধিক কার্যকরি-ব্যাখ্যা কর।
  83. রাউটার ও গেটওয়ের মধ্যে পার্থক্য লিখ।
  84. কোন ডিভাইসটি নেটওয়ার্কের প্রটোকল ট্রান্সলেশন সুবিধা দেয়? ব্যাখ্যা কর।
  85. MAC অ্যাড্রেস ব্যবহারের কারণ ব্যাখ্যা কর।
  86. “ট্রি টপোলজি হলো একাধিক সংযুক্ত স্টার টপোলজি”-ব্যাখ্যা কর।
  87. “মেশ টপোলজি নির্ভরযোগ্য”-ব্যাখ্যা কর।
  88. মেশ টপোলজি কোন ক্ষেত্রে বেশী উপযোগী-ব্যাখ্যা কর।
  89. যে টপোলজিতে সবগুলো কম্পিউটারের সাথে সবগুলো কম্পিউটার সংযুক্ত তা ব্যাখ্যা কর। [রা. বোর্ড-২০১৯] 
  90. কোন টপোলজিতে নোডসমূহ পরস্পর তুলনামূলকভাবে দ্রুতগতিতে ডেটা আদান-প্রদান করতে পারে। ব্যাখ্যা কর। [ব. বোর্ড-২০১৯] 
  91. “অনলাইনে কম্পিউটিং সেবা পাওয়া/দেওয়া সম্ভব”-ব্যাখ্যা কর।
  92. নিরাপদ ডেটা সংরক্ষণে ক্লাউড কম্পিউটিং উত্তম-ব্যাখ্যা কর। [দি. বোর্ড-২০১৯] 
  93. ক্লাউড কম্পিউটিংয়ে নিরাপত্তা তুলনামূলকভাবে কম-ব্যাখ্যা কর। [ব. বোর্ড-২০১৯]
  94. স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট ও রক্ষণাবেক্ষণ করা যায় কীভাবে তা ব্যাখ্যা কর। [রা. কু. চ. ব. বোর্ড-২০১৮]  
আরো পড়ুন ::  অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর সমূহ : চতুর্থ অধ্যায়

 


Written by,

Spread the love

9 thoughts on “অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তরসমূহ : দ্বিতীয় অধ্যায়

  1. ধন্যবাদ আপনাদেরকে।পারলে আরো তথ্য অন্যান্য বিষয় দিবেন।

  2. কীবোর্ড থেকে কম্পিউটারের ডেটা স্থানান্তরের ব্যান্ডউইথ লিখ

  3. প্রতিফলন প্রক্রিয়ায় ডেটা স্তাথানান্তর সম্ভব. ব্যাখা কর..

    স্যার এই প্রশ্নের উত্তর টা বলে দিলে ভাল হত..!!

  4. ফাইবার অপটিক্যাল ক্যাবলকে U আকারে বাকানো যায় না কেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *