জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর চতুর্থ অধ্যায়

HSC ICT Chapter 4

চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

 

জ্ঞানমূলক প্রশ্নের উত্তর কীভাবে লিখবে?

সৃজনশীল অংশে ‘ক’ এর প্রশ্নটি স্মরণশক্তি যাচাই করার জন্য দেয়া হয়। অর্থাৎ পাঠ্য বইয়ের কোন তথ্য মুখস্থ করে এই অংশের উত্তর দিতে পারবে। উত্তরের জন্য একটি বাক্য বা প্রশ্নের চাহিদা অনুযায়ী সর্বোচ্চ তিন বাক্যের মধ্যে উত্তর দিতে হবে। এই প্রশ্নের নম্বর বরাদ্দ ১।

 

ওয়েব ডিজাইন কী? 

ওয়েব ডিজাইন হল এমন একটি প্রক্রিয়া যার সাহায্যে ওয়েবপেজের বাহ্যিক সৌন্দর্য নির্ধারণ করা হয়। অর্থাৎ এই প্রক্রিয়ায় একটি ওয়েবপেজের লেআউট, কালার, গ্রাফিক্স এবং ইন্টারেক্টিভ বৈশিষ্ট্যগুলো নির্ধারণ করা হয়।

 

ওয়েব বা www কী?

ইন্টারনেট ব্যবহার করে ওয়েবসাইট থেকে তথ্য নেয়ার প্রক্রিয়াকে বলা হয় ওয়েব। ওয়েব কে www (World Wide Web) ও বলা হয়। তিনটি  প্রযুক্তির সমন্বয়ে ওয়েব গড়ে উঠেছে। যথা-HTML, প্রটোকল ও Web browser।

 

ইন্টারনেট কী?

ইন্টারনেট হলো পৃথিবীজুড়ে বিস্তৃত অসংখ্য নেটওয়ার্কের সমম্বয়ে গঠিত একটি বিরাট নেটওয়ার্ক ব্যবস্থা। ইন্টারনেটকে যোগাযোগ ব্যবস্থাও বলা হয়।

 

ওয়েবপেজ কী? [ য. বো. 2017 ]

ওয়েবপেজ হলো HTML দ্বারা তৈরি ডকুমেন্ট যার মাধ্যমে বিভিন্ন ধরণের তথ্য ইন্টারনেটে প্রদর্শন ও কমিউনিকেশন করা যায়। 

 

ওয়েবসাইট কী?

[ রা. বো. 2019 , রা. বো. 2017 , . বো. 2017 , ঢা. বো. 2016

একই ডোমেইনের অধীনে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত এক বা একধিক ওয়েবপেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে।

 

হোম পেজ কী? [ কু. বো. 2016 ]

কোন ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথম যে পেজটি প্রদর্শিত হয় তাকে হোম পেজ বলে।

 

ওয়েব পোর্টাল কী?

[ ঢা. , দি. , য. , সি. বো. 2018 ]

ওয়েব পোর্টাল হচ্ছে বিশেষভাবে পরিকল্পিত ওয়েবসাইট যা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের লিংকের সমাহার।

 

সার্ভার কম্পিউটার কী?

সার্ভার কম্পিউটার এক ধরণের বিশেষ কম্পিউটার যা ওয়েবপেজ বা বিভিন্ন রিসোর্স মেমোরিতে সংরক্ষিত রাখে এবং ক্লায়েন্টের রিকুয়েস্ট অনুযায়ী তা সার্ভ করতে পারে।

 

ক্লায়েন্ট কম্পিউটার কী?

যে কম্পিউটার থেকে সার্ভারে সংরক্ষিত ওয়েবপেজ বা বিভিন্ন রিসোর্স একসেস করা হয় সেই কম্পিউটারকে ক্লায়েন্ট কম্পিউটার বলে।

 

আপলোড কী?

ক্লায়েন্ট বা লোকাল কম্পিউটার থেকে কোনো ফাইল ভিন্ন কম্পিউটারে বা সার্ভার কম্পিউটারে প্রেরণকে আপলোড বলে।

 

ডাউনলোড কী?

প্রয়োজনে অন্যের কম্পিউটার বা সার্ভার কম্পিউটার থেকে ফাইল নিজের কম্পিউটারে নিয়ে আসাকে ডাউনলোড বলে।

 

ব্রাউজার কী? 

[ য. বো. 2019 , দি. বো. 2017 ]

যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার এর সাহায্যে ওয়েবপেজ প্রদর্শন ও নেভিগেশন করা যায় তাকে ওয়েব ব্রাউজার বলে। 

 

সার্চ ইঞ্জিন কী?

[ কু. বো. 2019 , য. বো. 2016 ]

সার্চ ইঞ্জিন হল এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে বিভিন্ন ধরণের তথ্য ও ওয়েবসাইট ইন্টারনেটে খুজে পাওয়া যায়। 

 

স্ট্যাটিক ওয়েবসাইট কী?

যে সকল ওয়েবসাইটের তথ্য সাধারণত পরিবর্তন হয় না তাদেরকে স্ট্যাটিক ওয়েবসাইট বলা হয়।

 

ডাইনামিক ওয়েবসাইট কী?

যে সকল ওয়েবসাইটের তথ্য প্রতিনিয়ত পরিবর্তন হয় তাদেরকে ডাইনামিক ওয়েবসাইট বলা হয়।

আরো পড়ুন ::  ওয়েবসাইটের প্রকারভেদ | স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইট

 

ই-কমার্স ওয়েবসাইট কী?

যে সকল ওয়েবসাইটে পণ্য ক্রয়-বিক্রয় এবং মূল্য পরিশোধ করার ব্যবস্থা থাকে তাদেরকে ই-কমার্স ওয়েবসাইট বলা হয়। যেমন- amazon.com, alibaba.com ইত্যাদি।

 

ব্লগ ওয়েবসাইট কী?

যখন কোন ব্যক্তি কোন নির্দিস্ট এক বা একাধিক বিষয়ের উপর লেখা প্রকাশের উদ্দেশ্যে একটি ওয়েবসাইট তৈরি করে, তখন ঐ ওয়েবসাইটকে সাধারণত ব্লগিং সাইট বা ব্লগ ওয়েবসাইট বলা হয়।

 

নিউজ প্রোর্টাল কী?

চলমান সংবাদ বিশ্বের যেকোন প্রান্তে প্রচার করার জন্য যেসকল ওয়েবসাইট তৈরি করা হয় তাদেরকে নিউজ পোর্টাল বলা হয়।যেমন- bbc.com, prothomalo.com ইত্যাদি।

 

ওয়েব অ্যাড্রেস কী / URL কী? [ চ. বো. 2016 ]

URL এর পূর্ণরূপ Uniform Resource Locator। প্রতিটি ওয়েবসাইটের একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় অ্যাড্রেস রয়েছে যার সাহায্যে ইন্টারনেটে ওয়েবসাইটটি খুজে পাওয়া যায়; তাকে ওয়েব অ্যাড্রেস বা URL বলে। 

 

আইপি (IP) অ্যাড্রেস কী?

[ চ. বো. 2019 , . বো. 2017 , ব. বো. 2017 , সি. বো. 2017, দি. বো. 2016

IP Address এর পূর্ণরূপ Internet Protocol Address। ইন্টারনেট বা নেটওয়ার্কে যুক্ত প্রতিটি যন্ত্রের একটি অদ্বিতীয় সংখ্যাসূচক অ্যাড্রেস থাকে, যাকে আইপি অ্যাড্রেস বলা হয়।

আরো পড়ুন ::  আইপি এড্রেস | ওয়েব এড্রেস | URL এর বিভিন্ন অংশ

 

ডোমেইন নেম কী? [ সি. বো. 2016 ]

ডোমেইন নেম হচ্ছে একটি ওয়েবসাইটের স্বতন্ত্র বা অদ্বিতীয় টেক্সট অ্যাড্রেস যা আইপি অ্যাড্রেস কে প্রতিনিধিত্ব করে।

 

প্রোটোকল কী?

প্রোটোকল হল কতগুলো নিয়মের সমষ্টি। যেমন – http একটি প্রোটোকল যা HTML ডকুমেন্ট এক্সেস করা বা ওয়েব সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে।

 

FTP কী? [ ঢা. বো. 2019 ]

FTP (File Transfer Protocol) হল একটি স্ট্যান্ডার্ড কমিউনিকেশন প্রোটোকল যা একটি কম্পিউটার নেটওয়ার্কে সার্ভার থেকে ক্লায়েন্ট কম্পিউটারে ফাইল স্থানান্তরের জন্য ব্যবহৃত হয়।

 

HTTP কী?

[ রা. কু . চ . ব. বো. 2018 ]

HTTP (Hypertext Transfer Protocol) হল একটি স্ট্যান্ডার্ড কমিউনিকেশন প্রোটোকল যা ইন্টারনেটে সার্ভার-ক্লায়েন্ট এর মধ্যে ডেটা আদান-প্রদানে ব্যবহৃত হয়।

 

HTTPS  কী?

 

♦ ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো। 

♦ HSC ICT চতুর্থ অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।

♦ ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।

 

DNS সার্ভার কী?

DNS সার্ভার ডোমেইন নেমকে IP অ্যাড্রেসে রূপান্তর করে। DNS সার্ভার এর পূর্নরুপ Domain Name System সার্ভার।

 

ওয়েবসাইট কাঠামো কী? 

ওয়েবসাইটের কাঠামো বলতে বুঝায় ওয়েবসাইটের পেজগুলো কীভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকবে। যেমনঃ হোম পেজের সাতে সাব-পেজগুলো আবার সাব-পেজগুলো নিজেদের মধ্যে কীভাবে একে অপরের সাথে সংযুক্ত থাকবে।

আরো পড়ুন ::  ওয়েবসাইটের কাঠামো | লিনিয়ার, ট্রি, ওয়েব লিংকড ও হাইব্রিড কাঠামো

 

HTML ট্যাগ কী?

[ ব. বো. 2016 , রা. বো. 2016 ]

HTML ট্যাগ হলো এক ধরণের কীওয়ার্ড যা নির্ধারণ করে ব্রাউজার কীভাবে ওয়েবপেজের কনটেন্ট প্রদর্শন এবং ফরম্যাট করবে।

 

HTML সিনট্যাক্স কী? [ ঢা. বো. 2017 ]

HTML-এ কোড লিখার ক্ষেত্রে কিছু নিয়মনীতি অনুসরণ করে কোড লিখতে হয়, এই নিয়মনীতি গুলোকেই HTML সিনট্যাক্স বলে।

 

কন্টেইনার ট্যাগ কী?

যে সকল ট্যাগের ওপেনিং ট্যাগ, ট্যাগের বিষয়বস্তু ও ক্লোজিং ট্যাগ থাকে তাদেরকে কনটেইনার ট্যাগ বলে। যেমন: <p>…</p>, <b>…</b> ইত্যাদি।

 

এম্পটি ট্যাগ কী?

যে সকল ট্যাগের ওপেনিং ট্যাগ থাকে কিন্তু ক্লোজিং ট্যাগ থাকে না তাদেরকে এম্পটি ট্যাগ বলে। যেমন: <br>, <hr>, <img> ইত্যাদি।

 

<hr> কী? [ সি. বো. 2019 ]

HTML-এ <hr> এর পূর্ণরুপ Horizontal Rule।  ওয়েবপেজের সেকশনগুলো পৃথক করতে বা থিম্যাটিক পরিবর্তন বুঝাতে <hr> ট্যাগ ব্যবহৃত হয়।

 

HTML এলিমেন্ট কী?

ওপেনিং ট্যাগ থেকে শুরু করে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে HTML এলিমেন্ট বলে। HTML এলিমেন্ট এ ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ, ট্যাগ দুটির মাঝে কনটেন্ট, এছাড়া অ্যাট্রিবিউটও থাকতে পারে।

 

HTML অ্যাট্রিবিউট কী?

HTML অ্যাট্রিবিউট হচ্ছে HTML এলিমেন্ট এর মডিফায়ার যা ওপেনিং ট্যাগে বসে এলিমেন্ট এর বৈশিষ্ট্য বা ফাংশনালিটি নির্ধারণ করে।

 

হাইপারলিংক কী?

[ দি. বো. 2019 , ব. বো. 2019 ]

হাইপারলিংক এর মাধ্যমে একটি ওয়েবপেজের সাথে অন্য একটি ওয়েবপেজ বা ডকুমেন্ট সংযোগ করা হয়। HTML এ <a> ট্যাগ ব্যবহার করে হাইপারলিংক করা হয়।

 

ওয়েবসাইট পাবলিশিং কী?

একটি ওয়েবসাইটকে ইন্টারনেটে প্রকাশের প্রক্রিয়াকেই ওয়েবসাইট পাবলিশিং বলা হয়ে থাকে। এজন্য ওয়েবসাইট তৈরি করার পর সেটিকে সার্ভারে সংরক্ষন করতে হয় এবং এটিকে সনাক্ত করার জন্য ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হয়।

আরো পড়ুন ::  ওয়েবসাইট পাবলিশিং | ওয়েবসাইট পাবলিশিং এর ধাপসমূহ

 

ওয়েবসাইট হোস্টিং কী?

একটি ডোমেইন এর অধীনে ওয়েবসাইটকে কোন ওয়েব-সার্ভারে আপলোড (হোস্ট) করাকে ওয়েবসাইট হোস্টিং বলা হয়।

 

SEO কী?

পাবলিশকৃত ওয়েবসাইটটি আরো বেশি প্রচারমুখী করার জন্য ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করতে হয়। একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করার প্রক্রিয়াকে SEO বলা হয়। SEO এর পূর্ণরূপ Search Engine Optimization।

 

ISP কী?

যে সকল কোম্পানি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন সার্ভিস প্রদান করে তাদেরকে ISP বলা হয়। ISP এর পূর্ণরূপ Internet Service Provider।

 

চতুর্থ অধ্যায়ের সকল ভিডিও টিউটোরিয়াল

 


Written by,

Spread the love

4 thoughts on “জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর চতুর্থ অধ্যায়

  1. ক্লায়েন্ট সার্ভার কী?
    ওয়েব পোর্টাল কী?

  2. ক্লায়েন্ট সার্ভার কী?
    ওয়েব পোর্টাল কী?

  3. ওয়েবে ইমেইল এর লিঙ্ক গুরুত্বপূর্ণ কেনো..?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *