সার্বজনীন গেট

NOR গেটের সকল ইনপুট একই হলে গেটটি মৌলিক গেট হিসেবে কাজ করে -ব্যাখ্যা কর।

NOR গেটের সকল ইনপুট একই হলে গেটটি মৌলিক গেট হিসেবে কাজ করে -ব্যাখ্যা কর।
“NOR গেটের সকল ইনপুট একই হলে গেটটি মৌলিক গেট হিসেবে কাজ করে”-ব্যাখ্যা কর। [ঢা. দি. য. সি. বো. - ২০১৮]   NOR গেটে কমপক্ষে ২টি ইনপুট থাকে। দুটি ইনপুটই A হলে আউটপুট ফাংশন হবে- উপরিউক্ত NOR গেটের দুটি ইনপুটই A এবং আউটপুট A এর পূরক; যা মৌলিক গেট NOT এর মতো কাজ করছে। সুতরাং বলা যায়, NOR গেটের সকল ইনপুট একই হলে গেটটি মৌলিক গেট অর্থাৎ NOT গেট হিসেবে কাজ করে।   [irp posts="795" name="NAND ও NOR গেটের সার্বজনীনতা প্রমাণ।"]   এই প্রশ্নসমূহের উত্তর হুবহু মুখস্ত করবে না। নমুনা প্রশ্ন ও উত্তর দেয়া হয়েছে যাতে বুঝতে পারো কীভাবে প্রশ্ন হয় এবং কীভাবে উত্তর করতে হবে। ...
Read More

পাঁচ ইনপুটের AND গেট বাস্তবায়নে কয়টি NAND গেট প্রয়োজন? ব্যখ্যা কর।

পাঁচ ইনপুটের AND গেট বাস্তবায়নে কয়টি NAND গেট প্রয়োজন? ব্যখ্যা কর।
পাঁচ ইনপুটের AND গেট বাস্তবায়নে কয়টি NAND গেট প্রয়োজন? ব্যখ্যা কর। [সি. বো.- ২০১৯]   AND গেটের ক্ষেত্রে পাঁচটি ইনপুট A, B, C, D ও E হলে আউটপুট ফাংশন হবে F = A.B.C.D.E ফাংশনটির সার্কিট NAND গেট দিয়ে বাস্তবায়ন নিম্নরূপ: উপরোক্ত সার্কিট হতে দেখা যায়, পাঁচ ইনপুটের AND গেট বাস্তবায়নে ২টি NAND গেট প্রয়োজন।   [irp posts="795" name="NAND ও NOR গেটের সার্বজনীনতা প্রমাণ।"]   এই প্রশ্নসমূহের উত্তর হুবহু মুখস্ত করবে না। নমুনা প্রশ্ন ও উত্তর দেয়া হয়েছে যাতে বুঝতে পারো কীভাবে প্রশ্ন হয় এবং কীভাবে উত্তর করতে হবে।   [irp posts="8258" name="অনুধাবনমূলক প্র...
Read More

NAND গেট দিয়ে OR গেট বাস্তবায়ন কর। দি. বো. – ২০১৯

NAND গেট দিয়ে OR গেট বাস্তবায়ন কর। দি. বো. – ২০১৯
NAND গেট দিয়ে OR গেট বাস্তবায়ন কর। [দি. বো.- ২০১৯]   OR গেটের ক্ষেত্রে ইনপুট A ও B হলে আউটপুট ফাংশন হবে F = A+B ফাংশনটির সার্কিট NAND গেট দিয়ে বাস্তবায়ন নিম্নরূপ:   [irp posts="795" name="NAND ও NOR গেটের সার্বজনীনতা প্রমাণ।"]   এই প্রশ্নসমূহের উত্তর হুবহু মুখস্ত করবে না। নমুনা প্রশ্ন ও উত্তর দেয়া হয়েছে যাতে বুঝতে পারো কীভাবে প্রশ্ন হয় এবং কীভাবে উত্তর করতে হবে।   [irp posts="8258" name="অনুধাবনমূলক প্রশ্নের উত্তর কীভাবে লিখবে?"]   ♦ ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো।  ♦ HSC ICT তৃতীয় অধ্যায়ের নোট পেতে ক্লি...
Read More