ইংরেজি ভাষায় একটি সাধারণ sentence তৈরি করার স্ট্রাকচার।

যে কোন ভাষায় কথা বলার জন্য আমাদের অসংখ্য বাক্য গঠন করতে হয়। ভিন্ন ভিন্ন ভাষায় বাক্য গঠন প্রক্রিয়া ভিন্ন ভিন্ন। বাংলা এবং ইংরেজি ভাষায় দুটি বাক্যের উদাহরণ  লক্ষ করুণ-

  • আমি তোমাকে ভালবাসি (কর্তা + কর্ম + ক্রিয়া)
  • I love you (Subject + Verb + Object)

অর্থাৎ দুটি ভিন্ন ভাষায় বাক্যের গঠন প্রক্রিয়া ভিন্ন।  চলুন দেখে নেই ইংরেজি ভাষায় কিভাবে একটি সাধারণ বাক্য গঠন করা যায়। নিচের স্ট্রাকচারটি লক্ষ করুণ-

Subject + Verb + Complement + Modifier 

প্রত্যেকটি অংশের বিস্তারিত আলোচনা- 

Subject: Subject হল কোন ব্যাক্তি বা বস্তু যা একটি বাক্যের ক্রিয়া সম্পাদন করে থাকে এবং এটি verb এর পূর্বে বসে। প্রতিটি বাক্যে অবশ্যই একটি Subject থাকতে হবে। নিচের উদাহরণটি লক্ষ করুণ-

Raju bought a new car at the shopping mall yesterday.

উপরের বাক্যে  Subject হল Raju । কারণ বাক্যে Raju  ক্রিয়া সম্পাদন করেছে।

 

Verb: Verb একটি বাক্যে ক্রিয়া নির্দেশ করে। প্রতিটি বাক্যে অবশ্যই একটি Verb থাকতে হবে। বাক্যের Verb টি সবসময় Subject কে অনুসরণ করে। নিচের উদাহরণটি লক্ষ করুণ-

Raju bought a new car at the shopping mall yesterday.

উপরের বাক্যে  Verb হল bought। কারণ বাক্যে bought ক্রিয়া নির্দেশ করেছে।

Complement: Complement বাক্যের Verb কে সম্পন্ন করে। একটি বাক্যে Complement অপরিহার্য নয়। অর্থাৎ  Complement  থাকতেও পারে নাও পারে। বাক্যের Subject কে what অথবা whom দ্বারা question করলে যে উত্তর পাওয়া যায় তাই Complement। নিচের উদাহরণ দুটি লক্ষ করুণ-

  • Raju bought a new car at the shopping mall yesterday.
  • Raju called Tina yesterday.

উপরের বাক্য দুটির Subject Raju কে what এবং whom দ্বারা question করলে যথাক্রমে a new car এবং Tina উত্তর পাওয়া যায় তাই a new car এবং Tina হল বাক্য দুটির Complement ।

 

Modifier: বাক্যের Verb বা ক্রিয়া কখন, কোথায় এবং কিভাবে সম্পন্ন হয় তা Modifier নির্দেশ করে। অর্থাৎ বাক্যের Verb বা ক্রিয়া কে when, where এবং how দ্বারা question করলে যে উত্তর পাওয়া যায় তাই Modifier। একটি বাক্যে Modifier অপরিহার্য নয়। অর্থাৎ  Modifier থাকতেও পারে নাও পারে। নিচের উদাহরণটি লক্ষ করুণ-

  • Raju bought a new car at the shopping mall yesterday.
আরো পড়ুন ::  ইংরেজি ভাষায় number এবং person.

উপরের বাক্যটির Verb কে where এবং when দ্বারা question করলে যথাক্রমে at the shopping mall এবং yesterday উত্তর পাওয়া যায় তাই at the shopping mall এবং yesterday হল বাক্যটির Modifier। উল্লেখ্য যদি বাক্যে একাদিক Modifier থাকে তাহলে সময় নির্দেশক Modifier টি সবার শেষে বসে। যেমন- উপরের বাক্যে দুটি Modifier আছে এবং সময় নির্দেশক Modifier টি সবার শেষে বসছে।

স্ট্রাকচারটি অনুসরণ করে নিজে নিজে দৈনন্দিন ব্যবহিত কিছু বাক্য গঠন করার চেষ্টা করুণ এবং তা লেখা ও বলার মাধ্যমে অনুশীলন করুণ।

 

Spread the love

One thought on “ইংরেজি ভাষায় একটি সাধারণ sentence তৈরি করার স্ট্রাকচার।

  1. Thanks a lot honourable sir, I need your help. i want to learn speak in english fluently, but i cant. what can i do ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *