HSC ICT Chapter 1 MCQ বোর্ড প্রশ্ন সমাধান

MCQ Question

HSC ICT Chapter 1 এর ২০২৩, ২০১৯, ২০১৮, ২০১৭ ও ২০১৬ সালের বোর্ড প্রশ্ন সহ গুরুত্বপূর্ণ MCQ সমাধান। এই প্রশ্নগুলো বুঝে সমাধান করলে ভালো একটি প্রস্তুতি হবে বলে আশা করছি।  

 

 তথ্য প্রযুক্তি বলতে সাধারণত কোনটি বুঝায়?

ক) পৃথিবীকে একটি গ্রাম হিসেবে বিবেচনা করা

খ) শব্দকে ডিজিটাল ফরমেটে ইলেকট্রনিক ডেটায় রূপান্তর

গ) ডেটা প্রসেসিং এর মাধ্যমে কাজের ফলাফল দেয়া

ঘ) তথ্য সংরক্ষণ ও ব্যবহার করার প্রযুক্তি

 

তথ্য ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটিয়েছে কোনটি?

ক) আধুনিক ডিজিটাল ইলেকট্রনিক্স প্রযুক্তি

খ) লোকাল এরিয়া নেটওয়ার্কের ব্যবহার

গ) ইন্টার-অ্যাকটিভ টেলিযোগাযোগ প্রযুক্তির ব্যবহার

ঘ) ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল ব্যবহার

 

 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে –

i. বই পড়া যায়

ii. ব্যাংকের লেনদেন করা যায়

iii. গেইম খেলা যায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii         খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

 

তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অন্তর্গত বিষয়-

i. তথ্যসমূহ সংরক্ষণ

ii.তথ্যসমূহ প্রক্রিয়াজাতকরণ

iii. তথ্যসমূহ ইনপুট দেওয়া

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii         খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

 

বিশ্বগ্রাম কী?

ক) তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্ব

খ) বিশ্বের গ্রামাঞ্চল

গ) একটি গ্রাম

ঘ) প্রযুক্তিহীন বিশ্ব

 

নিচের কোনটি বিশ্বগ্রামের মূল উপাদান?

ক) ইন্টারনেট

খ) জেট বিমান

গ) সুপার কম্পিউটার

ঘ) আন্তর্জাতিক হাইওয়ে

 

মার্শাল ম্যাকলুহান ছিলেন-

ক) কৃষিবিদ

খ) দার্শনিক

গ) রসায়নবিদ

ঘ) প্রযুক্তিবিদ

 

কোনটি বিশ্বগ্রাম প্রতিষ্ঠার চিন্তাধারাকে উদ্বুদ্ধ করে?

ক) ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার উন্নতি

খ) ইন্টারনেটের মাধ্যমে শিল্প ব্যবস্থার উন্নতি

গ) ইন্টারনেটের চিকিৎসা ব্যবস্থার উন্নতি

ঘ) ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নতি

 

যে কোনো সভা কার্যক্রম বিশ্বগ্রামের অফিসে করতে হলে প্রয়োজন হবে-

i. ভিডিও কনফারেন্সিং সফ্টওয়্যার

ii. অডিও কনফারেন্সিং সফ্টওয়্যার

iii. সিমুলেশন সফটওয়্যার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

ভিডিও কনফারেন্সিংয়ের জন্য কোনটি প্রয়োজনীয় নয়?

ক) ওয়েবক্যাম

খ) ভিডিও ক্যাপচার কার্ড

গ) মাইক্রোফোন

ঘ) কার্ড রিডার

 

কোনটি আবিষ্কারের ফলে বিশ্বব্যাপী যোগাযোগ সহজ হয়েছে?

ক) কম্পিউটার

খ) টেলিফোন

গ) কৃত্রিম উপগ্রহ

ঘ) টেলিগ্রাফ

 

নিচের কোনটি গ্লোবাল আউটসোর্সিং মার্কেট প্লেস?

ক) আপওয়ার্ক

খ) যমুনা

গ) ওয়ার্কার

ঘ) ই-ওয়ার্ক

 

আউটসোর্সিং বলতে কী বুঝায়?

ক) অন্য দেশের কর্মী দ্বারা অনলাইনে কাজ করানো

খ) বহির্গমন

গ) চাকরী খোঁজার কেন্দ্র

ঘ) অন্য দেশে গবেষণার সুযোগ

 

গ্লোবাল আউটসোর্সিং মার্কেটপ্লেস-

i. ফ্রিল্যান্সার ডট কম

ii. আপওয়ার্ক

iii. ফাইবার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

ইন্টারনেটের সাহায্যে করা যায় –

i. পাঠ্য বিষয়ে সহায়তা

ii. ভর্তি কার্যক্রম সম্পন্ন

iii. অনলাইনে ক্লাস

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর সুবিধা ভোগ করবে কারা? 

[কু. বো. ২০২৩]

i. প্রতিরক্ষা বাহিনী

ii. অনলাইন ব্যাংকিং

iii. টেলিমেডিসিন

নিচের কোনটি সঠিক?

ক) i      খ) ii

গ) iii     ঘ) i, ii ও iii

 

দূরশিখন শিক্ষা ব্যবস্থার মাধ্যমে ছাত্রছাত্রীরা-

i. বাড়ির কাজ ইন্টারনেটের সহায়তায় জমা দিতে পারবে

ii. বিভিন্ন রকম অনলাইন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে

iii. শিক্ষকের লেকচার নোটগুলো ওয়েবসাইটে দেখতে পারবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

রোগী দূরের ডাক্তারের কাছ থেকে সেবা পেতে পারে কোনটির মাধ্যমে? 

ক) ভিডিও কনফারেন্স

খ) অনলাইন চ্যাটিং

গ) টেলিমেডিসিন

ঘ) ভয়েস কল

 

বর্তমান ব্যবসা-বাণিজ্যের চাবিকাঠি হল –

ক) ই-কমার্স

খ) ই-মেইল

গ) ইনল্যান্ড কমার্স

ঘ) ইন্টারনাল কমার্স

 

ই-কমার্সের সাথে সম্পর্কিত শব্দ হলো-

i. ক্রেডিট কার্ড

ii. ডেবিট কার্ড

iii. আইডেন্টিটি কার্ড

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

২৪ ঘণ্টা ব্যাংকিং সুবিধা পাওয়া যায় কোন প্রযুক্তির মাধ্যমে?

ক) MICR

খ) Fast-Track

গ) Fast-Cash

ঘ) ATM

ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো। 

HSC ICT প্রথম অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।

ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।

 

প্রশাসনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারকে কী বলা হয়?

ক) G-Governance

খ) I-Governance

গ) E-Governance

ঘ) T-Governance

 

অফিসে আইসিটি ব্যবহারের কারণ হলো-

i. নির্ভুলভাবে কাজ করা

ii. আভিজাত্য প্রকাশ

iii. দ্রুত কাজ করা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

কোনটির কল্যাণে ঘরে বসেই বিশ্বকে হাতের মুঠোয় পাওয়া যাচ্ছে?

ক) ইন্টারনেট

খ) টেলিভিশন

গ) টেলিফোন

ঘ) মোবাইল ফোন

 

কোন মাধ্যম ব্যবহারে শিক্ষার্থীরা ঘরে বসে সব ধরনের শিক্ষা লাভ করতে পারে?

ক) কম্পিউটার

খ) রেডিও

গ) অনলাইন

ঘ) টিভি

 

ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরণের ছবি দেখানো হয়?

[কু. বো. ২০১৬, য. বো. ২০১৬]

ক) একমাত্রিক

খ) দ্বিমাত্রিক

গ) ত্রিমাত্রিক

ঘ) চতুর্মাত্রিক

 

ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত HMD কোনটিকে নির্দেশ করে?

[ব. বো. ২০২৩]

ক) বিশেষ চশমা

খ) হ্যান্ড গ্লাভস

গ) বডি স্যুট

ঘ) রিয়েলিটি ইঞ্জিন

 

কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি? 

[চ. বো. ২০১৭]

ক) ক্রায়োসার্জারি

খ) ভার্চুয়াল রিয়েলিটি

গ) ইন্টারনেট

ঘ) ভিডিও কনফারেন্সিং

 

টেলিপ্রেজেন্সের প্রয়োগক্ষেত্র কোনটি? 

[ঢা. বো. ২০২৩, ম. বো. ২০২৩, সি. বো. ২০২৩] 

ক) ক্রায়োসার্জারি

খ) বায়োমেট্রিক 

গ) ভার্চুয়াল রিয়েলিটি

ঘ) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স 

 

কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়?  

[দি. বো. ২০১৭]

ক) ত্রি-মাত্রিক সিমুলেশন

খ) দ্বি-মাত্রিক সিমুলেশন

গ) হ্যান্ড জিওমেট্রি

ঘ) বায়োলজিক্যাল ডেটা

 

বাস্তব নয় কিন্তু বাস্তবের অনুভূতি প্রদানকারী পরিবেশকে কী বলে?

ক) ভার্চুয়াল রিয়েলিটি

খ) ভার্চুয়াল ফাংশন

গ) কৃত্তিম বুদ্ধিমত্তা

ঘ) রোবটিক্স

 

ভার্চুয়াল রিয়েলিটিতে তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি হলো –

i. অ্যাপ্রোন

ii. ডেটা গ্লোভ

iii. বিশেষ ধরনের চশমা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ হচ্ছে –

i. গাড়ি চালানো প্রশিক্ষনের ক্ষেত্রে

ii. শিক্ষা ক্ষেত্রে

iii. চিকিৎসা ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব রয়েছে –

[য. বো. ২০১৯]

i. সামরিক ক্ষেত্রে

ii. প্রশিক্ষণে

iii. শিক্ষা ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ তৈরিতে ব্যবহৃত হয় –

i. ইফেক্টর

ii. অ্যাপ্লিকেশন

iii. জিওমেট্রি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

মানুষের চিন্তা-ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি?

[সি. বো. ২০১৯]

ক) বায়োমেট্রিক

খ) বায়োইনফরমেটিক্স

গ) কৃত্তিম বুদ্ধিমত্তা

ঘ) ভার্চুয়াল রিয়েলিটি

 

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহৃত হয়? 

[ব. বো. ২০১৬]

ক) বায়োমেট্রিক

খ) বায়োইনফরমেটিক্স

গ) রোবটিক্স

ঘ) ন্যানো টেকনোলোজি

 

মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে কোন প্রোগ্রামিং ভাষা ব্যবহৃত হয়?

[ম. বো. ২০২৩, সি. বো. ২০২৩]

ক) C

খ) Python

গ) Java

আরো পড়ুন ::  HSC ICT Chapter 1 MCQ ভার্চুয়াল রিয়েলিটি, কৃত্তিম বুদ্ধিমত্তা ও রোবটিক্স

ঘ) Algol

 

মেশিন লার্নিং অ্যাপ্লিকেশনে ব্যবহৃত হয় কোনটি?

[রা. বো. ২০২৩] 

ক) C++

খ) Python

গ) Fortran

ঘ) Algol

 

কৃত্তিম বুদ্ধিমত্তা’ শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে পরিচয় করিয়ে দেন কে?

ক) Jack Williamson

খ) Marshall Mcluhan

গ) John McCarthy

ঘ) Karel Capek

 

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্রে যে সকল প্রোগ্রামিং ভাষা ব্যবহার করা হয় তা হলো-

[দি. বো. ২০২৩] 

i. MATLAB

ii. SHRDLU

iii. CSS

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্র হলো-

[ব. বো. ২০২৩] 

i. কৃষি

ii. ই-কমার্স

iii. যুদ্ধক্ষেত্র

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ-

[চ. বো. ২০১৯]

i. এক্সপার্ট সিস্টেম

ii. ফাজি লজিক

iii. লার্নিং সিস্টেম

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

AI এর ক্ষেত্রগুলো হলো-

[চ. বো. ২০২৩] 

i. মেশিং লার্নিং

ii. রোবটিক্স

iii. ওয়ার্ড প্রসেসিং

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে?

[চ. বো. ২০১৭, মা. বো. ২০১৬]

ক) বায়োমেট্রিক

খ) বায়োইনফরমেটিক্স

গ) রোবটিকস

ঘ) ভার্চুয়াল রিয়েলিটি

 

রোবটিক্স কী? 

[কু. বো. ২০১৬]

ক) রোবট বিজ্ঞান

খ) রোবটের ক্রিয়ানীতি

গ) শিল্পে ব্যবহৃত রোবট

ঘ) রোবট তৈরিতে ব্যবহৃত ভাষা

 

রোবট গঠনে কয়টি নির্দিষ্ট বিশেষত্ব রয়েছে? 

[দি. বো. ২০২৩]

ক)

খ) ৩

গ)

ঘ) ৫

 

কোনটি রোবটের ব্যবহার? 

[রা. বো. ২০১৬]

ক) জটিল সার্জারি চিকিৎসায় 

খ) ব্যক্তির স্বাক্ষর শনাক্তকরণে 

গ) নতুন জাতের বীজ উৎপাদনে 

ঘ) টেনিস বলের আকৃতি তৈরিতে

 

মানুষের দুঃসাধ্য কাজের প্রযুক্তি কোনটি?

[ঢা. বো. ২০১৭]

ক) রোবটিকস 

খ) ভার্চুয়াল রিয়েলিটি 

গ) ন্যানোটেকনোলজি 

ঘ) কৃত্রিম বুদ্ধিমত্তা 

 

কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘুরানো যায়?

[রা. বো. ২০১৯]

ক) ৯০

খ) ১৮০

গ) ২৭০

ঘ) ৩৬০

 

রোবটের বৈশিষ্ট্য –

i. এটি নিখুঁত কর্মক্ষম

ii. এটি ক্লান্তিহীনভাবে কাজ করতে পারে

iii. এটি ধীর গতিসম্পন্ন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

রোবট ব্যবহৃত হয়-

[রা. বো. ২০১৭]

i. বাসাবাড়িতে গৃহস্থালি কাজে

ii. পরিকল্পনা প্রণয়নে

iii. খনির অভ্যন্তরীন কাজে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

কোনটি ‘Cryo’ শব্দের অর্থ প্রকাশ করে?

ক) খুবই গরম

খ) চিকিৎসা

গ) অসুস্থতা

ঘ) বরফের মতো ঠান্ডা

 

‘Surgery’ শব্দের অর্থ কি?

ক) হাতের কাজ

খ) চিকিৎসা করা

গ) কেটে ফেলা

ঘ) নিখুঁত কাজ

 

ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান- 

[য. বো. ২০১৯]

ক) অক্সিজেন

খ) নাইট্রোজেন

গ) হাইড্রোজেন

ঘ) মিথেন

 

কোনটি ক্রায়োসার্জারির সাথে সম্পর্কিত? 

[ঢা. বো. ২০১৬]

ক) ফাজি লজিক  

খ) বিশেষ ধরণের গ্লাভস   

গ) নাইট্রোজেন  

ঘ) নেভিগেশন   

 

কোন তাপমাত্রায় কোষে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়? 

[ঢা. বো. ২০২৩]

ক) -40°C থেকে -196°C

খ) -31°C থেকে -186°C

গ) -21°C থেকে -176°C 

ঘ) -0°C থেকে -100°C

 

ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়- 

[য. বো. ২০১৬] 

ক) প্লাস্টিক সার্জারিতে   

খ) হার্টের বাইপাসে 

গ) চোখের লেন্স প্রতিস্থাপনে 

ঘ) লিভার ক্যান্সারে    

 

ক্রায়োসার্জারিতে নাইট্রোজেনের কোন অবস্থা প্রয়োগ করা হয়?  

ক) কঠিন    

খ) বায়বীয় 

গ) আয়নিত 

ঘ) তরল 

 

ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত হয়-  

[কু. বো. ২০১৯] 

ক) আর্গন 

খ) কার্বন মনোক্সাইড 

গ) কঠিন নাইট্রোজেন 

ঘ) ডাই-মিথানল ইথেন 

 

ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে নিম্নের কোনটি ব্যবহৃত হয়? 

[য. বো. ২০২৩] 

ক) ক্রায়োজনিক এজেন্ট 

খ) অস্ত্রোপচার 

গ) রেডিও থেরাপি 

ঘ) কেমোথেরাপি 

 

অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যুকে ধ্বংস করার কৌশলকে কী বলে ?

ক) ক্রোমোসার্জারি

খ) ক্রায়োসার্জারি

গ) হোমোসার্জারি

ঘ) বায়োসার্জারি

 

শীতল তাপমাত্রায় অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করার চিকিৎসা পদ্ধতিকে কী বলে ?

[কু. বো. ২০২৩]  

ক) ক্রায়োবলেশন 

খ) ক্রায়োপ্রোব 

গ) ক্রায়োসার্জারি

ঘ) ক্রায়োজনিক 

 

ক্রায়োসার্জারিতে-  

[চ. বো. ২০১৬] 

i. টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস-বৃদ্ধি করা হয়

ii. নাইট্রোজেন ও অন্যান্য ক্রায়োজনিক এজেন্ট ব্যবহার করা হয়

iii. অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

নিচের কোন রোগের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়?

ক) চর্মরোগ

খ) মস্তিষ্কের রোগ

গ) পেটের রোগ

ঘ) দন্তরোগ

 

ক্রায়োসার্জারিতে ব্যবহৃত যন্ত্রপাতি হলো-

[য. বো. ২০১৭] 

i. ক্রায়োপ্রোব

ii. স্প্রে-ডিভাইস

iii. অ্যাকচুয়েটর

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

ক্রায়োসার্জারিতে ব্যবহৃত হয়-

i. তরল নাইট্রোজেন

ii. হিলিয়াম গ্যাস

iii. আর্গন গ্যাস

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

কোন ধরণের ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়?

i. স্তন

ii. প্রোস্টেট

iii. লিভার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

কোন প্রযুক্তির সাহায্যে মানুষকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়?

[ব. বো. ২০১৬, কু. বো. ২০১৬] 

ক) ন্যানো টেকনোলোজি 

খ) বায়োমেট্রিক

গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

ঘ) বায়োইনফরমেটিক্স

 

বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট হলো-

ক) ইউনিক আইডেনটিটি

খ) ফিঙ্গার আইডেনটিটি

গ) ইনপুট ডেটা

ঘ) বায়োলজিক্যাল ডেটা

 

ক্যাপচার, এক্সট্রাকশন, কম্পারিজন ও ম্যাচিং কোন প্রযুক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়? 

[ম. বো. ২০২৩, সি. বো. ২০২৩]  

ক) রোবটিক্স 

খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং 

গ) কৃত্রিম বুদ্ধিমত্তা 

ঘ) বায়োমেট্রিক

 

বৈশিষ্ট্য অনুযায়ী জীবকে শনাক্ত করার প্রযুক্তি কোনটি? 

[ঢা. বো. ২০২৩]  

ক) ন্যানোটেকনোলোজি 

খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং 

গ) বায়োমেট্রিক

ঘ) বায়োইনফরমেটিক্স

 

ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি?

[রা. বো. ২০১৭]  

ক) ন্যানোটেকনোলোজি 

খ) বায়োমেট্রিক

গ) রোবটিক্স 

ঘ) বায়োইনফরমেটিক্স

 

শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষকে শনাক্ত করার প্রযুক্তিকে কী বলে?

ক) বায়োমেট্রিক

খ) বায়োইনফরমেটিক্স

গ) বায়োটেকনোলজি

ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

 

কোনটি বায়োমেট্রিকে ব্যবহৃত হয়?

ক) বায়ো সেন্সর

খ) ডিজিটাল মিটার

গ) ওয়েট মিটার

ঘ) থার্মোমিটার

 

DNA পর্যবেক্ষণে মানব শরীরের কোন উপাদান ব্যবহার করা হয়?

[য. বো. ২০২৩]  

ক) মুখমন্ডল

খ) কণ্ঠস্বর

গ) রেটিনা

ঘ) রক্ত

 

বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহৃত হতে পারে-

[সকল. বো. ২০১৮] 

i. জাতীয় পরিচয়পত্রে 

ii. পাসপোর্টে 

iii. জন্ম নিবন্ধনে 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ)  i, ii ও iii

 

বায়োমেট্রিকে মানুষের আচরণগত বৈশিষ্ট্য হলো-

i. ভয়েস

ii. ডিএনএ

iii. সিগনেচার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ)  i, ii ও iii

 

আচরণগত বৈশিষ্টের বায়োমেট্রিক হচ্ছে-

[দি. বো. ২০২৩]  

i. হাতে করা স্বাক্ষর যাচাইকরণ

ii. ডিএনএ পর্যবেক্ষণ

iii. কন্ঠস্বর যাচাইকরণ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ)  i, ii ও iii

 

আচরণগত বৈশিষ্ট্যের বায়োমেট্রিক হলো-

[সি. বো. ২০১৯] 

আরো পড়ুন ::  HSC ICT Chapter 1 MCQ বিশ্বগ্রাম সম্পর্কিত

i. ফেইস রিকগনিশন

ii. ভয়েস রিকগনিশন

iii. টাইপিং কী-স্ট্রোক

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ)  i, ii ও iii

 

বায়োমেট্রিকে মানুষের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য হলো-

i. ফেইস

ii. ডিএনএ

iii. ফিঙ্গার প্রিন্ট

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ)  i, ii ও iii

 

নিচের কোনটি বায়োইনফরমেটিক্স পদ্ধতিতে ব্যবহৃত হয়?

[মা. বো. ২০১৯] 

ক) SQL

খ) LISP

গ) CLISP

ঘ) PROLOG

 

কোনটি বায়োইনফরমেটিক্সের বৈশিষ্ট্য?

[রা. বো. ২০১৬] 

ক) স্বল্প ডেটা সংরক্ষণ

খ) জৈবিক ডেটার সমাহার

গ) ন্যানোটেকনোলজির ব্যবহার

ঘ) প্রযুক্তি নির্ভর নিরাপত্তা

 

জীব সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হল-

[চ. বো. ২০১৯] 

ক) বায়োইনফরমেটিক্স

খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ) ক্রায়োসার্জারি

ঘ) বায়োমেট্রিক্স

 

জিন ফাইন্ডিং গবেষণায় কী ব্যবহৃত হয়?

[কু. বো. ২০১৭] 

ক) বায়োইনফরমেটিক্স

খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ) ক্রায়োসার্জারি

ঘ) বায়োমেট্রিক্স

 

কোনটি বায়োইনফরমেটিক্সের উপাদান নয়?

[চ. বো. ২০২৩]  

ক) রসায়ন

খ) ডেটাবেস

গ) প্রোগ্রাম

ঘ) গণিত ও পরিসংখ্যান

 

বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

[ঢা. বো. ২০১৯] 

ক) বায়োইনফরমেটিক্স

খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ) ক্রায়োসার্জারি

ঘ) বায়োমেট্রিক্স

 

প্রোটিনের সিকুয়েন্স তৈরির প্রযুক্তি  কোনটি?

[ব. বো. ২০২৩] 

ক) বায়োইনফরমেটিক্স

খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ) ন্যানোটেকনোলজি

ঘ) বায়োমেট্রিক

 

বায়োইনফরমেটিক্স এর সাথে জড়িত-

i. জীব বিদ্যা

ii. পরিসংখ্যান

iii. কম্পিউটার বিজ্ঞান

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

বায়োইনফরমেটিক্স ব্যবহৃত হয়-

[ঢা. বো. ২০২৩]  

i. ডিএনএ ম্যাপিং 

ii. জীন ফাইন্ডিং 

iii. মেশিন লার্নিং 

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

বায়োইনফরমেটিক্স ব্যবহারের ক্ষেত্রগুলো-

[ঢা. বো. ২০১৯] 

i. জৈব প্রযুক্তি

ii. জীবাণু অস্ত্র তৈরি

iii. মহাকাশ গবেষণা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

কোন জীব থেকে একটি নির্দিস্ট জিন বহনকারী  DNA খন্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে কী বলে?

ক) বায়োইনফরমেটিক্স

খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ) ন্যানোটেকনোলজি

ঘ) বায়োমেট্রিক্স

 

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে –

[ব. বো. ২০১৬, কু. বো. ২০১৬] 

i. জীবের নতুন জিনোম আবিষ্কার করা যায়

ii. বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়

iii. খুব সহজে ব্যক্তি শনাক্ত করা যায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

রিকম্বিনেন্ট DNA প্রযুক্তির ধাপগুলো হলো-

i. DNA নির্বাচন

ii. DNA এর বাহক নির্বাচন

iii. DNA খন্ড কর্তন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহারের ক্ষেত্র কোনটি?

[মা. বো. ২০১৭] 

ক) চিকিৎসা

খ) নিরাপত্তা

গ) খেলাধুলা

ঘ) সফটওয়্যার

 

নতুন ধরণের ক্রোমোজোম তৈরির কৌশলকে কী বলে?

[সকল. বো. ২০১৮] 

ক) বায়োইনফরমেটিক্স

খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ) ক্রায়োসার্জারি

ঘ) বায়োমেট্রিক্স

 

উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?

[চ. বো. ২০১৯]  

ক) বায়োইনফরমেটিক্স

খ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

গ) ন্যানোটেকনোলজি

ঘ) বায়োমেট্রিক্স

 

জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জনক কে?

[ব. বো. ২০১৯] 

ক) Jack Williamson

খ) Paul berg

গ) Stanley Cohen

ঘ) Marshal McLuhan

 

জেনেটিক ইঞ্জিনিয়ারিং সফলভাবে প্রয়োগ হচ্ছে-

i. শিল্প ক্ষেত্রে

ii. চিকিৎসা ক্ষেত্রে

iii. কৃষিক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

১ ন্যানো সমান-

ক) একশত কোটি ভাগের এক ভাগ

খ) এক কোটি ভাগের এক ভাগ

গ) দশ কোটি ভাগের এক ভাগ

ঘ) এক হাজার কোটি ভাগের এক ভাগ

 

এক ন্যানোমিটার সমান কত মিটার?

[ব. বো. ২০১৭, য. বো. ২০১৬, কু. বো. ২০১৬] 

ক) 10-6 মিটার

খ) 10-7 মিটার

গ) 10-8 মিটার

ঘ) 10-9 মিটার

 

আণবিক পর্যায়ে পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার প্রযুক্তিকে বলা হয়-

[সকল. বো. ২০১৮]  

ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

খ) নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং

গ) বায়োইনফরমেটিক্স

ঘ) ন্যানোটেকনোলজি

 

ন্যানো প্রযুক্তির জনক বলা হয় কাকে?

ক) জোহান্স মেন্ডেস

খ) লুই পাস্তুর

গ) রিচার্ড ফাইনম্যান

ঘ) মার্শাল মাকলুহান

 

যেসব বস্তু নিয়ে ন্যানো প্রযুক্তিতে কাজ করা হয় তাদের মাত্রা কত ন্যানোমিটারের কম?

ক) ১

খ) ১০

গ) ১০০

ঘ) ১০০০

 

ন্যানো পার্টিকেলের আকৃতি কত?

[ঢা. বো. ২০২৩]  

ক) 1 থেকে 100nm

খ) 1 থেকে 200nm

গ) 1 থেকে 300nm

ঘ) 1 থেকে 400nm

 

সানস্ক্রিন ও ময়েশ্চাইজার তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি কোনটি?

[ব. বো. ২০২৩]  

ক) বায়োইনফরমেটিক্স

খ) ক্রায়োসার্জারি 

গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

ঘ) ন্যানোটেকনোলজি

 

খাদ্যদ্রব্যের মান সঠিক রাখার জন্য প্যাকেটের ভেতর প্রলেপ দেয়ার প্রযুক্তি কী?

[সি. বো. ২০১৭]  

ক) ন্যানোটেকনোলজি

খ) বায়োমেট্রিক্স

গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

ঘ) রোবটিক্স

 

টপ-ডাউন পদ্ধতিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়, এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি?  

[চ. বো. ২০১৯]  

ক) ন্যানোটেকনোলজি

খ) বায়োমেট্রিক

গ) বায়োইনফরমেটিক্স

ঘ) রোবটিক্স

 

Top down পদ্ধতি ব্যবহৃত হয় কোনটিতে?

[য. বো. ২০২৩]  

ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং  

খ) বায়োমেট্রিক

গ) বায়োইনফরমেটিক্স

ঘ) ন্যানোটেকনোলজি

 

ন্যানো প্রযুক্তি কয়টি পদ্ধতিতে ব্যবহৃত হয়?  

[চ. বো. ২০২৩]  

ক) ২টি

খ) ৩টি

গ) ৪টি

ঘ) ৫টি

 

মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টে কী বলে?  

[দি. বো. ২০১৯]  

ক) ন্যানোটেকনোলজি

খ) বায়োমেট্রিক

গ) বায়োইনফরমেটিক্স

ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

 

ন্যানোটেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে- 

[ঢা. বো. ২০১৭]  

i. কম্পিউটার

ii. ক্রায়োপ্রোব

iii. রোবট

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

অন্যের লেখা বা গবেষণালদ্ধ ফলাফল নিজের নামে চালিয়ে দেয়াকে কী বলা হয়?

ক) কপিরাইট

খ) সফটওয়্যার পাইরেন্স

গ) প্লেজিয়ারিজম

ঘ) ডেটা পাইরেন্সি

 

ইন্টারনেট ব্যবহার করে অনুমতি ব্যতীত অন্যের কম্পিউটার বা কোন নেটওয়ার্কে বা কোন সিস্টেমে অবৈধভাবে অনুপ্রবেশ করাকে কি বলা হয়?

ক) হ্যাকিং

খ) স্ক্যানিং

গ) সাইবার-আক্রমণ

ঘ) প্লেজারিজম

 

অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্চিত ইমেইল বা মেসেজ পাঠানোকে কী বলা হয়?

[ম. বো. ২০২৩, সি. বো. ২০২৩]  

ক) স্প্যামিং

খ) ফিশিং

গ) হ্যাকিং

ঘ) ভাইরাস

 

ইন্টারনেটকে কেন্দ্র করে যে সকল ক্রাইম সংঘটিত হয় তাকে কী বলে?

ক) ইন্টারনেট ক্রাইম

খ) সাইবার ক্রাইম

গ) ভাইরাস

ঘ) প্লেজারিজম

 

তথ্য নিরাপত্তা ব্যবস্থায় যেসব পদক্ষেপ নেয়া জরুরি সেগুলো হলো-

i. অ্যাকসেস কন্ট্রোল
ii. এন্টিভাইরাস ব্যবহার
iii. সিকিউরিটি মনিটরিং সফটওয়্যার ব্যবহার করা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

VIRUS এর পূর্ণরূপ কী?

ক) Virtual Information Resources Under seize

খ) Visual Information Resources Under size

গ) Video Information Resources Under Siege

ঘ) Vital Information Resources Under Seize

 

উদ্দীপকটি অনুসারে ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাওঃ

উচ্চ ফলনশীল ধান গবেষণায় নতুন প্রযুক্তি ব্যবহার করে বাংলাদেশ খাদ্যে সয়ংসম্পুর্ণতা অর্জন করছে। দেশ থেকে বর্তমানে চাল রপ্তানীর প্রবণতা বৃদ্ধি পাচ্ছে।

১। উদ্দীপকে কোন প্রযুক্তির কথা বলা হয়েছে?

ক) জেনেটিক ইঞ্জিনিয়ারিং

খ) বায়োইনফরম্যাটিক্স

গ) বায়োমেট্রিক্স

ঘ) ন্যানোটেকনোলজি

 

২। উদ্দীপকের কর্মকান্ডে-

i. চিকিৎসাক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে

ii. অর্থনৈতিক উন্নয়ন ঘটবে

আরো পড়ুন ::  HSC ICT Chapter 1 MCQ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োইনফরমেটিক্স ও ন্যানো টেকনোলজি

iii. জীব বৈচিত্রের সৃষ্টি হবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাওঃ

সম্প্রতি ডিজিটাল মেলা উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সোফিয়া নামে একটি যন্ত্রমানবের কথোপকথন হয়।

৩। উদ্দীপকে কোন বিষয়ের ইঙ্গিত রয়েছে? 

[মা. বো. ২০১৮]

ক) বায়োমেট্রিক

খ) ন্যানোটেকনোলজি

গ) রোবটিকস

ঘ) ভার্চুয়াল রিয়েলিটি

 

৪। উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তির ফলে –

[মা. বো. ২০১৮]

ক) শিশুদের বুদ্ধির বিকাশ ঘটবে

খ) মানুষের কর্মস্পৃহা বাড়বে

গ) মানবিক মূল্যবোধ বাড়বে

ঘ) শিল্প কারখানার ব্যয় কমবে

 

উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাওঃ

সম্প্রতি ইসলামি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের ছাত্র শামীম দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মান করেন যেটি উঁচু-নিচু জায়গায় চলাচল করতে এবং ভিডিও করে পাঠাতে পারে।

৫। শামীম যন্ত্রটিকে কোন প্রযুক্তির ব্যবহার করে তৈরি করেন?

[মা. বো. ২০১৬]

ক) বায়োমেট্রিক

খ) ন্যানোটেকনোলজি

গ) রোবটিকস

ঘ) ভার্চুয়াল রিয়েলিটি

 

৬। শামীমের যন্ত্রটি ব্যবহার করা যায়-

[মা. বো. ২০১৬]

i. শিল্প কারখানায়

ii. চিকিৎসা ক্ষেত্রে

iii. গৃহ ব্যবস্থাপনায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

উদ্দীপকটি পড় এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাওঃ

মি সালাম উচ্চ ফলনশীল ধান উৎপাদন নিয়ে গবেষনা করছেন। তার কপালের টিউমারটি চিকিৎসক -২০ডিগ্রি সেন্ট্রিগেড তাপমাত্রার তরল নাইট্রোজেন ব্যবহার করে অপসারণ করেন।

৭। চিকিৎসায় ব্যবহৃত প্রযুক্তি হলো- 

[সি. বো. ২০১৯]

ক) ক্রায়োসার্জারি 

খ) বায়োমেট্রিক 

গ) বায়োইনফরমেটিক্স  

ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং 

 

৮। গবেষণায় ব্যবহৃত প্রযুক্তি দ্বারা –

[সি. বো. ২০১৯] 

i. বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায়

ii. জীবের নতুন জীনোম আবিষ্কার করা যায়

iii. অর্থনৈতিক উন্নয়ন ঘটে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাওঃ

বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট গবেষণা করে উপকূলীয় অঞ্চলে চাষযোগ্য নতুন জাতের ধান উদ্ভাবন করেছে যার ফলে উপকূলীয় অঞ্চলে ধানের উৎপাদন বহুগুণে বেড়ে গেছে।

৯। উদ্দীপকের গবেষণার সহায়ক প্রযুক্তি হলো- 

[ব. বো. ২০১৯]

ক) ন্যানোটেকনোলজি 

খ) বায়োমেট্রিক 

গ) বায়োইনফরমেটিক্স  

ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং 

 

১০। প্রতিষ্ঠানটির সাফল্যে দেশে- 

[ব. বো. ২০১৯]

i. অর্থনৈতিক উন্নয়ন হবে

ii. জীব বৈচিত্র্য সৃষ্টির পথ সুগম হবে

iii. ধানের দেশীয় প্রজাতি বিলুপ্ত হবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাওঃ

বাবু এক বিশেষ ব্যবস্থাপনায় ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নিচ্ছে। তার বাবা অন্য একটি প্রযুক্তি ব্যবহার করে উন্নত জাতের ফুল চাষ করছেন।

১১। বাবুর ব্যবহৃত প্রযুক্তিটি – 

[দি. বো. ২০১৯]

ক) ভার্চুয়াল রিয়েলিটি  

খ) ই-লার্নিং 

গ) ই-কমার্স  

ঘ) কৃত্রিম বুদ্ধিমত্তা 

 

১২। বাবার ব্যবহৃত প্রযুক্তিটির সীমাবদ্ধতা হলো- 

[দি. বো. ২০১৯]

i. দেশীয় প্রজাতির বিলুপ্তি

ii. ফলন কমে যাওয়া

iii. নতুন রোগ সৃষ্টি হতে পারে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii 

 

উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাওঃ 

প্রতাপ একটি প্রতিষ্ঠানের একটি কক্ষে আঙ্গুলের ছাপ দিয়ে প্রবেশ করে এবং সেখানে কার ড্রাইভিং প্রশিক্ষণ নেয়।

১৩। উদ্দীপকের কক্ষে প্রবেশে ব্যবহৃত প্রযুক্তি কোনটি? 

[রা. বো. ২০২৩]

ক) রোবটিক্স

খ) বায়োমেট্রিক

গ) বায়োইনফরমেটিক্স

ঘ) ভার্চুয়াল রিয়েলিটি

 

১৪। প্রতাপের প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তি ভূমিকা রাখে- 

[রা. বো. ২০২৩]

i. শিক্ষা ও গবেষণায়

ii. নিরাপত্তায়

iii. ব্যবসা-বাণিজ্যে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii 

 

উদ্দীপকটি পড় এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাওঃ  

রাইয়ানা এমবিবিএস পাস করে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উচ্চতর  ডিগ্রির জন্য ভর্তি হয়। সেখানে সে কৃত্রিম পরিবেশে কোন রোগী ছাড়াই সার্জারি প্রশিক্ষণ গ্রহণ করে।

১৫। রাইয়ানার প্রশিক্ষণ গ্রহণের পদ্ধতিটি হলো- 

[রা. বো. ২০২৩]

ক) বায়োমেট্রিক

খ) ভার্চুয়াল রিয়েলিটি

গ) ন্যানো টেকনোলোজি

ঘ) বায়োইনফরমেটিক্স

 

১৬। উক্ত পদ্ধতি বাস্তবায়নে প্রয়োজন- 

[রা. বো. ২০২৩]

i. কম্পিউটার সিমুলেশন

ii. ত্রি-মাত্রিক ইমেজ

iii. অ্যাকচুয়েটর

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii 

 

উদ্দীপকটি পড় এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাওঃ  

সেলিম মিয়া কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সে এক ধরণের প্রযুক্তি ব্যবহার করে জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড জাতের ফসল উৎপাদন করেছেন।

১৭। সেলিম মিয়া কোন প্রযুক্তি ব্যবহার করেছেন? 

[দি. বো. ২০২৩]

ক) ন্যানো টেকনোলোজি 

খ) বায়োইনফরমেটিক্স 

গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং 

ঘ) বায়োমেট্রিক

 

১৮। উদ্দীপকে সেলিম মিয়ার ব্যবহৃত প্রযুক্তিটির লক্ষ্য হলো- 

[দি. বো. ২০২৩]

i. ফসল উৎপাদন বৃদ্ধি করা

ii. রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস করা

iii. আগাছা সহিষ্ণু করা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii 

 

উদ্দীপকটি পড় এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাওঃ  

কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থী কামাল একটি যন্ত্র তৈরি করে। যেটি উঁচু নিচু স্থানে চলাফেরা করতে পারে এবং ভিডিও ধারণ করে অন্যদের নিকট পাঠাতে পারে।

১৯। কামাল যন্ত্রটিকে কোন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করে? 

[কু. বো. ২০২৩]

ক) বায়োমেট্রিক 

খ) ন্যানো টেকনোলোজি  

গ) রোবটিক্স 

ঘ) বায়োইনফরমেটিক্স 

 

২০। কামালের যন্ত্রটি ব্যবহার করা যায়- 

[কু. বো. ২০২৩] 

i. চিকিৎসা ক্ষেত্রে

ii. গৃহ ব্যবস্থাপনায়

iii. শিল্প কারখানায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii 

 

উদ্দীপকটি পড় এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাওঃ  

আরিশার বাবা গৃহস্থলীর কাজে সহায়তা করতে সক্ষম একটি যন্ত্র তৈরি করেন। আরিশা দেখলো যন্ত্রটি গৃহকর্মীর মতো ঘর পরিষ্কার , রান্নাসহ নানা ধরণের কাজে সহায়তা করে।

২১। উদ্দীপকের যন্ত্রটির নিয়ন্ত্রণ মাধ্যম কোনটি? 

[য. বো. ২০২৩]

ক) পাওয়ার সিস্টেম 

খ) বৈদ্যুতিক মোটর 

গ) প্রসেসর 

ঘ) ইলেকট্রিক সার্কিট 

 

২২। কোন কোন ক্ষেত্রে যন্ত্রটির ব্যবহার রয়েছে- 

[য. বো. ২০২৩]

i. সামরিক ক্ষেত্রে

ii. চিকিৎসা ক্ষেত্রে

iii. ম্যানুফ্যাকচারিং

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii 

 

উদ্দীপকটি পড় এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাওঃ  

মিঃ X তুলার উন্নত জাত উদ্ভাবনে গবেষণা করেন। তিনি খরা সহিষ্ণু, অধিক ফলনশীল ও আগাম জাতের তুলা উদ্ভাবনে সাফল্য লাভ করেন।

২৩। মিঃ X গবেষণায় কোন প্রযুক্তি ব্যবহার করেন? 

[ব. বো. ২০২৩]

ক) বায়োমেট্রিক 

খ) ন্যানো টেকনোলোজি  

গ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং 

ঘ) বায়োইনফরমেটিক্স  

 

২৪। মিঃ X এর ব্যবহৃত প্রযুক্তির প্রভাব- 

[ব. বো. ২০২৩]

i. রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাবে

ii. জীববৈচিত্র্যে পরিবর্তন সাধন হবে

iii. জীব বিধ্বংসী ভাইরাসের উদ্ভব হতে পারে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii 

 


Written by,

Spread the love

3 thoughts on “HSC ICT Chapter 1 MCQ বোর্ড প্রশ্ন সমাধান

  1. কি ভাবে পি ডি এফ ও ডাউনলোড করবো

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *