তৃতীয় অধ্যায়ঃঅনুশীলন।

১। ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই প্রয়োজন—

ক) ডেস্কটপ

খ) ট্যাবলেট

গ) স্মার্টফোন

ঘ) ইন্টারনেট সংযোগ


২। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রধান উপকরণ—

ক) কম্পিউটার

খ) স্মার্টফোন

গ) ইন্টারনেট

ঘ) টেলিভিশন


৩। ডিজিটাল কনটেন্ট হলো—

i) ই-বুক, ব্লগপোস্ট ও ই নিবন্ধ

ii) ইনফোগ্রাফিকস ও অ্যানিমেটেড ছবি

iii) অডিও ও ভিডিও স্ট্রিমিং

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii     খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii



নিচের উদ্দীপকটি পড়ে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও:

রিনি ও রনির বাবা তাদের জন্য একটি ট্যাবলেট পিসি কিনে দিলেন। রিনি নবম শ্রেণীতে ও রনি দ্বাদশ শ্রেণীতে পড়ে।

৪। রিনি ও রনির ট্যাবলেট পিসিটির সর্বোওম ব্যবহার হবে- 

ক) গেমস খেলায়

খ) গান শোনায়

গ) হিসাব নিকাশে

ঘ) লেখাপড়ার কাজে 


৫। রিনি ও রনির ট্যাবলেট পিসিটির সর্বোচ্চ ব্যবহার করতে – 

i) দ্রুতগতির ইন্টারনেট সংযোগ প্রয়োজন

ii) কম খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ দিতে হবে

iii) ইংরেজি ভাষার দক্ষতা বাড়াতে হবে

নিচের কোনটি সঠিক ?

 ক) i ও ii      খ) i ও iii

 গ) ii ও iii     ঘ) i, ii ও iii


অধ্যায় ভিত্তিক অতিরিক্ত গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্ন ও সমাধান

১। কোন তথ্য যদি ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত হয় তখন তাকে কী বলে?

ক) ডিজিটাল কনটেন্ট   

খ) এনালগ কনটেন্ট

গ) ই-মেইল

ঘ) এনিমেশন


২। ডিজিটালমাধ্যমেকোনটির পরিমাণ সবচেয়ে বেশি?

ক) লিখিত তথ্য

খ) ছবি

গ) ভিডিও

ঘ) এনিমেশন


৩। ডিজিটাল কনটেন্ট কোন আকারে সম্প্রচারিত হতে পারে?

ক) LAN

খ) WAN

গ) Computer file 

ঘ) FTP


৪। কনটেন্ট কী?

ক. প্রতিলিপি

খ. তথ্য 

গ. উপাত্ত

ঘ. ডেটাবেজ


৫। কোনো তথ্য আধেয় যদি ডিজিটাল উপাত্ত আকারে বিরাজ করে তবে তাকে বলে—

ক. ডেটাবেইস

খ. ডিজিটাল কনটেন্ট

গ. ডেটা

ঘ. ইন্টারনেট


৬। ডিজিটাল কনটেন্ট কী আকারে প্রেরিত ও গৃহীত হয়?

ক. অ্যানালগ উপাত্ত আকারে

খ. ডিজিটাল উপাত্ত আকারে

গ. তথ্য আকারে

ঘ পোস্টারে


৭। ডিজিটাল কনটেন্ট কী আকারে সম্প্রচারিত হতে পারে?

ক. অ্যানালগ আকারে

খ. অ্যানালগ ফাইল আকারে

গ. কম্পিউটারের ফাইল আকারে

ঘ. ই-লার্নিং প্রক্রিয়ায়


৮। ডিজিটাল কনটেন্ট হলো—

ক. শব্দ

খ. অডিও

গ. ভিডিও

ঘ. সব কটি


৯। লিখিত তথ্য হলো—

ক. কার্টুন

খ সিনেমা

গ. ডিজিটাল কনটেন্ট

ঘ. অ্যানিমেশন


১০। লিখিত তথ্য, ছবি, শব্দ বা ভিডিও কোন ধরনের কনটেন্ট?

ক. ই-সেবা

খ. কুয়েরি

গ. ডিজিটাল কনটেন্ট

ঘ. শ্বেতপত্র


১১। অ্যানিমেশন কী ধরনের কনটেন্ট?

ক. অ্যানালগ

খ. ডিজিটাল

গ. ই-বুক

ঘ. পিডিএফ


১২। ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যেকোনো তথ্যই—

ক. ডিজিটাল কনটেন্ট

খ. ডিজিটাল লাইব্রেরি

গ. অ্যানিমেশন

ঘ. ই-বুক


১৩। প্রধানত কয়টি ভাগে ডিজিটাল কনটেন্টকে ভাগ করা যায়?

ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ৫


১৪। নিবন্ধ ও শ্বেতপত্র কী ধরনের কনটেন্ট?

ক. শব্দ

খ. টেক্সট

গ. গ্রাফিক্স

ঘ. ভিডিও


১৫। ব্লগ পোস্ট কী ধরনের কনটেন্ট?

ক. লিখিত কনটেন্ট

খ. শব্দ

গ. অ্যানিমেশন

ঘ. চিত্র


১৬। ব্লগ পোস্ট করার জন্য কোনটি প্রয়োজন?

ক. শব্দ

খ. ইন্টারনেট

গ. সংবাদপত্র

ঘ. শ্বেতপত্র


১৭. ই-বুক, সংবাদপত্র ইত্যাদি কী ধরনের কনটেন্ট?

ক. শব্দ

খ. বই

গ. টেক্সট

ঘ. ভিডিও


১৮. ক্যামেরায় তোলা ছবি, ইনফোগ্রাফিকস, হাতে আঁকা ছবি, অ্যানিমেটেড ছবি ও কার্টুন ছবি কী ধরনের কনটেন্ট?

ক. শব্দ

খ. ছবি

গ. শ্বেতপত্র

ঘ. ভিডিও


১৯. ছবি একধরনের ডিজিটাল কনটেন্ট, যার অন্তর্ভুক্ত রয়েছে—

ক. অঙ্কনকরণ

খ. নিবন্ধ

গ. ই-বুক

ঘ. পণ্যের তালিকা


২০. কম্পিউটারে সৃষ্ট সব ধরনের ছবি কোন ধারার কনটেন্ট?

ক. শব্দ

খ. ভিডিও

গ. ছবি

ঘ. টেক্সট


২১. কোনটি ভিডিও শেয়ারিং সাইট?

ক. গুগল

খ. ইউটিউব

গ. ইয়াহু

ঘ. ই-বুক


২২. ইউটিউবে ভিডিও শেয়ার করতে কোনটি অবশ্যই প্রয়োজন?

ক. অডিও

খ. মোবাইল ফোন

গ. ইন্টারনেট

ঘ. কম্পিউটার


২৩. ইন্টারনেটে কোনো ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হওয়াকে কী বলে?

ক. অ্যানিমেশন

খ. শেয়ারিং

গ. ওয়েবিনারো

ঘ. ভিডিও স্ট্রিমিং


২৪. ভিডিও শেয়ারিং সাইটে শেয়ারকৃত ভিডিও কোন ধারার ডিজিটাল কনটেন্ট?

ক. ছবি

খ. ভিডিও

গ. অ্যানিমেশন ছবি

ঘ. শব্দ


নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।

টিভিতে একটি জরুরি ঘটনার ওপর খবর প্রচারিত হচ্ছিল। এমন সময় হঠাত্ বিদ্যুত্ চলে গেলে প্রিয়াংকা সঙ্গে সঙ্গে তার ল্যাপটপে ইন্টারনেট সংযোগ প্রদান করে ঘটনাটির লাইভ ভিডিও দেখতে লাগল।

২৫. প্রিয়াংকা ইন্টারনেট সংযোগে যে কাজটি করল তাকে কী বলে?

ক. ইন্টারনেট ব্রাউজিং

খ. ভিডিও স্ট্রিমিং

গ. অ্যানিমেশন

ঘ. ব্লগপোস্ট


২৬. প্রিয়াংকা যে ধরনের ডিজিটাল কনটেন্ট ব্যবহার করেছে তার বৈশিষ্ট্য হলো—

i. মোবাইল ফোনে ব্যবহারযোগ্য

ii. লিখিত তথ্যের পরিমাণ বেশি

iii. এতে অ্যানিমেশন যোগ করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii       খ. i ও iii

আরো পড়ুন ::  চতুর্থ অধ্যায়ঃ অনুশীলন।

গ. ii ও iii      ঘ. i, ii ও iii


২৭. শব্দ বা অডিও আকারের সব কনটেন্ট কোন প্রকারের অন্তর্ভুক্ত?

ক. ভিডিও

খ. অডিও

গ. টেক্সট

ঘ. পিকচার


২৮. কোনটি অডিও কনটেন্ট?

ক. ইন্টারনেট

খ. কার্টুন

গ. গ্রাফিকস

ঘ. ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট


২৯. ওয়েবিনারো কোন জাতীয় ডিজিটাল কনটেন্ট?

ক. শব্দ

খ. টেক্সট

গ. ভিডিও স্ট্রিমিং

ঘ. অ্যানিমেশন


৩০. ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট কোন ধরনের ডিজিটাল কনটেন্ট?

ক. শ্বেতপত্র

খ. শব্দ

গ. ছবি

ঘ. ভিডিও


৩১. নিচের কোনটি অডিও কনটেন্টের আওতাভুক্ত?

ক. ভিডিও ফাইল

খ. অডিও ফাইল

গ. লিখিত ফাইল

ঘ. কম্পিউটারের ফাইল


৩২. ই-বুকের পূর্ণরূপ—

ক. ইলেকট্রনিকস বুক

খ. ইলেকট্রো বুক

গ. ইন্টারনেট বুক

ঘ. ইলেকট্রনিক বুক


৩৩. ইলেকট্রনিক বুকের সংক্ষিপ্ত রূপ কোনটি?

ক. বুক

খ. অ্যাপস

গ. ইন্টারনেট

ঘ. ই-বুক


৩৪. কোনো মুদ্রিত বইয়ের ইলেকট্রনিক রূপকে বলে—

ক. ই-বুক

খ. ইলেকট্রনিকস

গ. বুক

ঘ. ইন্টারনেট বুক


৩৫. কোন ধরনের বইয়ে অ্যানিমেশন যুক্ত করা যায়?

ক. পাঠ্যবইয়ে

খ. ই-বুকে

গ. গল্পের বইয়ে

ঘ. বিজ্ঞানের বইয়ে


৩৬. ই-বুকের সবচেয়ে বড় সুবিধা হলো—

ক. কম খরচ

খ. ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশ করার সুবিধা

গ. সব বইয়ের ই-বুক ভার্সন পাওয়া

ঘ. অ্যানিমেশন যোগ করার সুবিধা


৩৭. ই-বুক পড়তে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?

ক. স্মার্টফোন

খ. যেকোনো রিডার

গ. ল্যান্ডফোন

ঘ. ইন্টারনেট


৩৮. ই-বুক পড়তে ব্যবহূত বিশেষ ধরনের রিডারকে কী বলা হয়?

ক. স্মার্টফোন

খ. রিডার

গ. ই-বুক রিডার

ঘ. কম্পিউটার


৩৯. কিন্ডল কী?

ক. কম্পিউটার গেম

খ. ইনফোগ্রাফিকস

গ. ই-বুক রিডার

ঘ. কার্টুন


৪০. কোনটি ই-বুক রিডারের নাম?

ক. অ্যামাজন

খ. কিন্ডল

গ. মজিলা ফায়ারফক্স

ঘ. ট্রোজান হর্স


৪১. সবচেয়ে জনপ্রিয় ই-বুক রিডারের নাম হলো—

ক. পকেট বুক

খ. হ্যান্ডবুক

গ. কিন্ডল

ঘ. কম্পিউটার বুক


৪২. সাধারণভাবে ই-বুককে কয়টি ভাগে ভাগ করা যায়?

ক. ২

খ. ৩

গ. ৪

ঘ. ৫


৪৩. মুদ্রিত বইয়ের ই-বুক প্রতিলিপি সাধারণত কোন ফরম্যাটে প্রকাশিত হয়?

ক. jpg

খ. bmp

গ. pdf

ঘ. ai


৪৪. যে ধরনের ই-বই ইন্টারনেটে পড়া যায়, সেগুলোর প্রকাশিত ফরম্যাট কোনটি?

ক. jpg

খ. bmp

গ. html

ঘ. pdf


৪৫. HTML-এর পূর্ণরূপ—

ক. Hyper Training Markup Language

খ. Hyper Text Markup Language

গ. Hyper Text Management Learning

ঘ. High Though Markup Language


৪৬. অনলাইন ই-বুক কোথায় প্রকাশিত হয়?

ক. ওয়েবসাইটে

খ. ফেসবুকে

গ. কম্পিউটারে

ঘ. পিডিএফএ


৪৭. EPUB-এর পূর্ণরূপ কোনটি?

ক. Electro Publication

খ. Electronic Publication

গ. Enormous Publication

ঘ. Easy Publication


৪৮. কোন ফরম্যাটে প্রকাশিত ই-বুক ফিল্ডস রিডারে পড়া যায়?

ক. HTML

খ. DBS

গ. Website

ঘ. EPUB


৪৯. আইবুক রিডারের স্বকীয়তা নির্ধারক কোনটি?

ক. ইন্টারনেট

খ. আইবুক রিডারের নিজস্ব ফরম্যাট

গ. ই-বুক

ঘ. ফিল্ডস


৫০. কোন ধরনের ই-বুকে অ্যানিমেশন যুক্ত থাকে?

ক. অনলাইনের ই-বুকে

খ. মুদ্রিত বইয়ের ই-বুকে

গ. চৌকস ই-বুকে

ঘ. সব ধরনের ই-বুকে


৫১. ভিডিও যুক্ত করা যায় কোন ই-বুকে?

ক. ইনফো গ্রাফিকসে

খ. মুদ্রিত বইয়ের ই-বুকে

গ. ওয়েবিনাবোতে

ঘ. চৌকস ই-বুকে


৫২. চৌকস ই-বুকে বইয়ের লিখিত অংশ ছাড়াও কোনটি যুক্ত থাকতে পারে?

ক. অডিও

খ. ভিডিও

গ. অ্যানিমেশন

ঘ. সব কটি


৫৩. কুইজ ব্যবহারের ব্যবস্থা থাকে কোন ই-বুকে?

ক. ইন্টারনেটের ই-বুকে

খ. স্মার্ট ই-বুকে

গ. মুদ্রিত ই-বুকে

ঘ. শ্বেতপত্রে


৫৪. কোন ই-বুকে ত্রিমাত্রিক ছবির ব্যবহার করা যায়?

ক. স্মার্ট ই-বুকে

খ. আইবুক রিডারে

গ. ফিল্ডসে

ঘ. ই-পাবে


৫৫. কোন জাতীয় ই-বুক কেবল সুনির্দিষ্ট হার্ডওয়্যারের ভিত্তিতে চলে?

ক. স্মার্ট ই-বুক

খ. ডিজিটাল ই-বুক

গ. মুদ্রিত ই-বুক

ঘ. ইলেকট্রনিক ই-বুক


৫৬. ওপেন কম্পিউটার্সের তৈরি আইবুক কোন কম্পিউটারে ভালোভাবে পড়া যায়?

ক. ম্যাকে

খ. আইবুকে

গ. ফিল্ডসে

ঘ. ই-পাবে


৫৭. ডাউনলোডকৃত ই-বুক অ্যাপস পড়তে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?

ক. ওয়েবসাইট

খ. ল্যান্ডফোন

গ. কম্পিউটার

ঘ. টেলিভিশন


৫৮. ই-বুকের অ্যাপস কী আকারে প্রকাশিত হয়?

ক. পিডিএফ আকারে

খ. ওয়েবসাইট আকারে

গ. অ্যাপস আকারে

ঘ. ডাউনলোড আকারে


নিচের অনুচ্ছেদটি পড়ো এবং দুটি প্রশ্নের উত্তর দাও।

প্রমা বাজার থেকে বই কিনে পড়াশোনা করে। একদিন প্রমা দেখল, তার বান্ধবী বিনীতাও বই পড়ছে। কিন্তু সে পড়ছে একটি যন্ত্র ব্যবহার করে। প্রমার বান্ধবী যে বই পড়ছে, সেই বইকে বলা হয় ই-বুক।

৫৯. প্রমার বান্ধবীর ব্যবহূত যন্ত্রটির নাম কী?

ক. টেলিফোন

খ. স্ট্রিমিং

গ. রিডার

ঘ. ওয়েবসাইট


৬০. বিনীতা যে বইটি পড়ছিল তা—

i. অডিও ফাইল আকারে প্রকাশিত হতে পারে

ii. মুদ্রিত বইয়ের হুবহু প্রতিলিপি হতে পারে

iii. অ্যাপস আকারে প্রকাশিত হতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. i ও iii

আরো পড়ুন ::  চতুর্থ অধ্যায়ঃ অনুশীলন।

গ. ii ও iii       ঘ. i, ii ও iii


৬১. ই-লার্নিংয়ের পূর্ণরূপ হচ্ছে—

ক. ইলেকট্রনিকস লার্নিং

খ. ইলেকট্রনিক লার্নিং

গ. ইন্টারনেট লার্নিং

ঘ. ইলেকট্রো লার্নিং


৬২. ই-লার্নিং কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত?

ক. মোবাইল ফোন

খ. অ্যাপস

গ. ইন্টারনেট

ঘ. ই-পাব


৬৩. ব্যক্তিগত নেটওয়ার্ক ব্যবহার করে কোন প্রক্রিয়ায় শিক্ষাদান করা যায়?

ক. ই-পাব

খ. ইন্টারনেট

গ. কম্পিউটার

ঘ. ই-লার্নিং


৬৪. ইন্টারনেট থেকে বই নামাতে কোন অপশনটি ব্যবহার করা হয়?

ক. ওপেন

খ. পিডিএফ

গ. ডাউনলোড

ঘ. ফ্রিল্যান্স


৬৫. কোথায় বিনা মূল্যে বই পাওয়া যায়?

ক. দোকানে

খ. লাইব্রেরিতে

গ. ইন্টারনেটে

ঘ. স্কুলে


৬৬. কোনটি নেটওয়ার্কের নেটওয়ার্ক?

ক. ইন্টারনেট

খ. ই-পাব

গ. ল্যান

ঘ. আরপানেট


৬৭. ইন্টারনেট-সংযোগ পেতে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়?

ক. রাউটার

খ. মডেম

গ. আইবুক

ঘ. কম্পিউটার


৬৮. কপিরাইট আইন কাদের অধিকারভুক্ত?

ক. প্রকাশকের

খ. পাঠকের

গ. সৃষ্টিকর্মের মালিকের

ঘ. রাষ্ট্রের


৬৯. কোনো লেখকের লেখার অধিকার রক্ষায় কোন আইন রয়েছে?

ক. কপিরাইট আইন

খ. মানবাধিকার আইন

গ. হ্যাকার আইন

ঘ. ক্রিমিনাল আইন


৭০। ই-লার্নিং নিচের কোন ক্ষেত্রটির সঙ্গে সম্পর্কিত?

ক. কৃষি

খ. স্বাস্থ্য

গ. শিক্ষা

ঘ. বাণিজ্য


৭১। বর্তমান শিক্ষাব্যবস্থা কোনটির ওপর নির্ভর হয়ে পড়েছে?

ক. মোবাইল

খ. টেলিভিশন

গ. ইন্টারনেট

ঘ. কোচিং


৭২। ছাত্রছাত্রীদের সব জ্ঞানের চাহিদা পূরণ করছে কোনটি?

ক. পাঠ্যবই

খ. বিদ্যালয়

গ. ইন্টারনেট

ঘ. শিক্ষক


নিচের অনুচ্ছেদটি পড়ে দুটি প্রশ্নের উত্তর দাও।

তাজ ও জান্নাতের বাবা তাদের জন্য ট্যাবলেট পিসি কিনে দিলেন। তাজ নবম শ্রেণিতে ও জান্নাত দ্বাদশ শ্রেণিতে পড়ে।

৭৩। তাজের ট্যাবলেট পিসিটির সর্বোত্তম ব্যবহার সম্ভব—

ক. গেমস খেলায়

খ. গান শোনায়

গ. হিসাব-নিকাশে

ঘ. লেখাপড়ার কাজে


৭৪। তাজ ও জান্নাতের জন্য ট্যাবলেট পিসিটির সর্বোচ্চ ব্যবহার করতে—

i. দ্রুতগতির ইন্টারনেট সংযোগ থাকতে হবে

ii. কম খরচে ইন্টারনেট ব্যবহারের সুযোগ থাকতে হবে

iii. ইংরেজি ভাষার দক্ষতা বাড়াতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. i ও iii

গ. ii ও iii       ঘ. i, ii ও iii


৭৫। ইন্টারনেটের প্রাথমিক কার্যক্রম শুরু হয় কোনটির মাধ্যমে?

ক. প্রটোকল

খ. আরপানেট

গ. ই-মেইল

ঘ. ফ্রিল্যান্সিং


৭৬। এপ্রিল ২০১৪ পর্যন্ত বিটিআরসির হিসাব অনুযায়ী বাংলাদেশে কতজন মানুষ ইন্টারনেট ব্যবহার করছে?

ক. ৩৭১৭২০৫০

খ. ৩২০৪৫১২১

গ. ৩৩০৪৩১২৪

ঘ. ৩৮৯৭২০২০


৭৭। ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে বেশির ভাগ কোন যন্ত্রে ইন্টারনেট ব্যবহার করে?

ক. কম্পিউটার

খ. মোবাইল ফোন

গ. ল্যাপটপ

ঘ. আইপ্যাড


৭৮। ভবিষ্যতে কোনটি ছাড়া একটি দিনও কল্পনা করা সম্ভব নয়?

ক. মোবাইল

খ. ই-বুক

গ. আইসিটি

ঘ. ইন্টারনেট


৭৯। ক্যারিয়ার গড়তে কোন বিষয়ে দক্ষতা অর্জন করা প্রয়োজন?

ক. কৃষি

খ. আইসিটি

গ. স্বাস্থ্য

ঘ. দর্শন


৮০। E-mail-এর পূর্ণ রূপ কোনটি?

ক. Electronic Mail

খ. Emergency Mail

গ. Electro Mail

ঘ. Earning Mail


৮১। কোনটি বিশেষায়িত কাজের ক্ষেত্র?

ক. ই-মেইল

খ. ইন্টারনেট

গ. সাধারণ অফিস সফটওয়্যারের ব্যবহার

ঘ. প্রোগ্রামিং


৮২। বিশ্বব্যাপী ক্যারিয়ার গঠনের একটি বড় ক্ষেত্র কোনটি?

ক. কম্পিউটার

খ. জব সাইট

গ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

ঘ. পত্রিকা


৮৩। কম্পিউটারে মোট কতটি কাজ রয়েছে?

ক. এক শ

খ. দশ হাজার

গ. বিশ হাজার

ঘ. অসংখ্য


৮৪। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স কোন ধরনের ক্যারিয়ার?

ক. কম্পিউটার

খ. ওয়েবসাইট নির্মাণ

গ. ইন্টারনেট

ঘ. আইসিটি


৮৫। মোবাইল কমিউনিকেশন কোন ধরনের ক্যারিয়ার?

ক. রোবোটিক

খ. তথ্যপ্রযুক্তি

গ. আর্কিটেকচার

ঘ. ইন্টারনেট


৮৬। আইসিটিতে মোট কতটি ক্যারিয়ারের ক্ষেত্র রয়েছে?

ক. ৫০টি

খ. ১০০টি

ঘ. শত শত

ঘ. হাজার হাজার


৮৭। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং কোন ধরনের ক্যারিয়ার?

ক. আইসিটি

খ. রোবোটিক

গ. ব্যবসা

ঘ. ইন্টারনেট


৮৮। প্রোগ্রামিং করতে হলে অবশ্যই কোন বিষয়টি জানা প্রয়োজন?

ক. ইন্টারনেট

খ. ওয়েব

গ. কম্পিউটার

ঘ. প্রোগ্রামিং ভাষা


৮৯। প্রোগ্রাম তৈরি করা হয় কী দিয়ে?

ক. হার্ডওয়্যার

খ. সফটওয়্যার

গ. ইন্টারনেট

ঘ. অ্যাপস


৯০। স্মার্টফোনের বিভিন্ন অ্যাপস কোনটির মাধ্যমে করা?

ক. স্মাটফোন

খ. কম্পিউটার

গ. নেটওয়ার্ক

ঘ. প্রোগ্রামিং


৯১। অ্যাপস মূলত কী?

ক. হার্ডওয়্যার

খ. কম্পিউটার অ্যাপ্লিকেশন

গ. সফটওয়্যার

ঘ ইন্টারনেট


৯২। ভবিষ্যতে সবকিছুই পরিচালিত হবে কিসের মাধ্যমে?

ক. নেটওয়ার্কের মাধ্যমে

খ. ডিজিটাল কনটেন্টের মাধ্যমে

গ. মোবাইলের মাধ্যমে

ঘ. কম্পিউটার প্রোগ্রামিংয়ের মাধ্যমে


৯৩। কোনটির কার্যক্ষমতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে?

ক. নেটওয়ার্ক

খ. অপটিক্যাল ফাইবার

গ. ইলেকট্রনিক ডিভাইস

ঘ. ই-পাব


৯৪। বর্তমানে কোন সাইটে প্রোগ্রামিং করার বিশাল সুযোগ রয়েছে?

ক. ফেসবুকে

খ. ই-মেইল সাইটে

গ. ফ্রিল্যান্সিং সাইটে

ঘ. টুইটারে

৯৫। মাইক্রোসফট কী ধরনের প্রতিষ্ঠান?

ক. গেম নির্মাণ প্রতিষ্ঠান

খ. সফটওয়্যার প্রতিষ্ঠান

গ. হার্ডওয়্যার প্রতিষ্ঠান

ঘ. কারখানা

আরো পড়ুন ::  চতুর্থ অধ্যায়ঃ অনুশীলন।

৯৬। ফেসবুক কী?

ক. ই-মেইল

খ. ফ্রিল্যান্সিং সাইট

গ. সামাজিক যোগাযোগের মাধ্যম

ঘ. তথ্য খোঁজার সাইট


৯৭। সফটওয়্যার ফার্ম খুলতে হলে কোন বিষয়ে জ্ঞান থাকা জরুরি?

ক. হার্ডওয়্যার

খ. প্রোগ্রামিং

গ. কল সেন্টার

ঘ. ইন্টারনেট


নিচের অনুচ্ছেদটি পড়ো এবং দুটি প্রশ্নের উত্তর দাও।

মাহমুদ একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরি করে। তার কাজ হলো স্মার্টফোনের জন্য বিভিন্ন ধরনের অ্যাপস তৈরি করা।

৯৮। মাহমুদ নিচের কোন বিষয়টিতে দক্ষ?

ক. নেটওয়ার্কিং

খ. টেলিফোন

গ. রোবোটিকস

ঘ. প্রোগ্রামিং


৯৯। কাজটি করার জন্য কী সম্পর্কে জানতে হয়?

i. প্রোগ্রামিং

ii. কম্পিউটার

iii. ফ্রিল্যান্সিং

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii        ঘ. i, ii ও iii


১০০। বিশ্বব্যাপী কর্মসংস্থানের বাজার উন্মুক্ত করেছে—

ক. ডেটা

খ. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

গ কম্পিউটার

ঘ. প্রোগ্রামিং


১০১। কোনটির মাধ্যমে এক দেশে বসেই অন্য দেশের কাজ করা যায়?

ক. ইন্টারনেট

খ. টেলিভিশন

গ. ফ্রিল্যান্সার

ঘ রেডিও


১০২। কোনো প্রতিষ্ঠানের কাজ নিজে না করে তৃতীয় কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়াকে কী বলে?

ক. ফ্রিল্যান্সার

খ. প্রোগ্রামিং

গ. নেটওয়ার্কিং

ঘ. আউটসোর্সিং


১০৩। কোন ধরনের কাজে বিশেষ স্বাধীনতা উপভোগ করা যায়?

ক. ব্যাংকিং

খ. ফ্রিল্যান্সিং

গ. প্রোগ্রামিং

ঘ. ব্যবসায়-বাণিজ্য


১০৪। আইসিটির ব্যবহার কীরূপ?

ক. একমুখী

খ. দ্বিমুখী

গ. ত্রিমুখী

ঘ. সর্বমুখী


১০৫। শিক্ষিত বেকার জনগোষ্ঠী কোন শিল্পকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারে?

ক. ইন্টারনেট

খ. ফ্রিল্যান্সিং

গ. মোবাইল

ঘ কম্পিউটার


১০৬। যারা ফ্রিল্যান্সিং পেশায় জড়িত তাদের কী বলা হয়?

ক. ইঞ্জিনিয়ার

খ. প্রোগ্রামার

গ. আরপানেট

ঘ. ফ্রিল্যান্সার


১০৭। ফ্রিল্যান্সিং কোনটি নির্ভর?

ক. ব্যক্তি

খ. অনলাইন

গ. পেশা

ঘ. বায়ার


১০৮। কোন ক্ষেত্রে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা রয়েছে?

ক. ফ্রিল্যান্সিং

খ. কল সেন্টারের চাকরি

গ. শিক্ষা প্রদান

ঘ. হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং


১০৯। ফ্রিল্যান্সিং কাজ করার জন্য কোনটির প্রয়োজন হয়?

ক. অর্থের

খ. ধৈর্যের

গ. শিক্ষাগত যোগ্যতা

ঘ. বয়স


১১০। তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে দক্ষ লোকের চাহিদা ২-৩ বছরের মধ্যে কত গুণ হবে বলে মনে করা হচ্ছে?

ক. দ্বিগুণ

খ. তিনগুণ

গ. পাঁচগুণ

ঘ. দশগুণ


১১১। ডিজিটাল কনটেন্টের বৈশিষ্ট্য হলো—

i. একে শ্রেণীকরণ করা যায়

ii. একে ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা যায়

iii. এর মাধ্যমে ইন্টারনেটে শিক্ষা প্রদান করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. i ও iii

গ. ii ও iii       ঘ. i, ii ও iii


১১২। ভিডিও ও অ্যানিমেশন কনটেন্টের অন্তর্ভুক্ত—

i. ভিডিও স্ট্রিমিং

ii. অ্যানিমেটেড ছবি

iii. ইউটিউব ভিডিও

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. i ও iii

গ. ii ও iii       ঘ. i, ii ও iii


১১৩। ভিডিও কনটেন্টের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে কারণ—

i. মোবাইল ফোনে ভিডিও ব্যবস্থা থাকা

ii. ভিডিও শেয়ারিং সাইট থাকা

iii. ই-বুকের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. i ও iii

গ. ii ও iii       ঘ. i, ii ও iii


১১৪। শিক্ষার ব্যাপারে ইন্টারনেট যেভাবে ভূমিকা রাখতে পারে—

i. বিনা মূল্যে শিক্ষার্থীদের বই সরবরাহ করে

ii. সাহিত্যের ক্লাব খোলার মাধ্যমে

iii. ই-লার্নিং ব্যবস্থার মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. i ও iii

গ. ii ও iii       ঘ. i, ii ও iii


১১৫। আইসিটির সর্বমুখী ব্যবহারের কারণে—

i. চাকরির ক্ষেত্র কমে যাচ্ছে

ii. কোনো প্রতিষ্ঠানের কর্মী হিসেবে যোগদান করা সম্ভব হচ্ছে

iii. নিজেই কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করা সহজ হচ্ছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii        খ. i ও iii

গ. ii ও iii       ঘ. i, ii ও iii


১১৬। ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার সুবিধা হলো—

i. ঘরে বসে কাজ করা যায়

ii. দক্ষতার ভিত্তিতেই আয় বাড়ে

iii. মাধ্যমিক পাস করলেই কাজের আবেদন করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii        ঘ. i, ii ও iii


১১৭। Internet এর পূর্ণনাম কী ?

ক) Internal Network

খ) Interconnected  Network 

গ) Intermix Network

ঘ) Initial Network


১১৮। কিন্ডল ই-বকু  রিডার  কোন কোম্পানির তৈরি ?

ক) ফেসবুক

খ) ইয়াহু

গ) গুগল

ঘ) অ্যামাজন 


১১৯। ল্যাপটপ ও স্মার্টফোনের মাঝামাঝি  যন্ত্রের নাম কী ?

ক) সিডিরম

খ) ট্যাবলেট

গ) পিডিএ

ঘ) আইফোন


১২০। ইন্টারনেট ব্যবহার করে শিক্ষা প্রদানকে কি বলে ? 

ক) ক্রিয়েটিভ লার্নিং

খ) ই- লার্নিং

গ) ডিসটেস্ন লার্নিং

ঘ) ডিজিটাল লার্নিং

Spread the love

One thought on “তৃতীয় অধ্যায়ঃঅনুশীলন।

  1. কোন জাতীয় ই বুক কেবল সুনির্দিষ্ট সফটওয়্যার ভিত্তিতে চলে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *