HTML ব্যবহারের সুবিধা বর্ণনা কর।

HTML ব্যবহারের সুবিধা বর্ণনা কর

HTML ব্যবহারের সুবিধা বর্ণনা কর।

[চ. বো. – 2017]

HTML একটি মার্কআপ ভাষা যা ব্যবহার করে ওয়েবপেজের লে-আউট ডিজাইন বা মূল কাঠামো তৈরি করা হয়। এর পূর্ণরূপ Hyper Text Markup Language।

HTML ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি। এই ভাষার সিনটেক্স সহজ এবং যেকোনো টেক্সট এডিটরে কোড লেখা যায়। ট্যাগসমূহ কেস সেনসিটিভ নয়। HTML দ্বারা তৈরি ওয়েবপেজ সকল ব্রাউজার সাপোর্ট করে।

 

আরো পড়ুন ::  HTML ট্যাগ | অ্যাট্রিবিউট | HTML ব্যবহারের সুবিধা ও অসুবিধা

 

এই প্রশ্নসমূহের উত্তর হুবহু মুখস্ত করবে না। নমুনা প্রশ্ন ও উত্তর দেয়া হয়েছে যাতে বুঝতে পারো কীভাবে প্রশ্ন হয় এবং কীভাবে উত্তর করতে হবে।

 

আরো পড়ুন ::  অনুধাবনমূলক প্রশ্নের উত্তর কীভাবে লিখবে?

 

ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো। 

HSC ICT চতুর্থ অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।

ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।

 

একই ধরণের নমুনা প্রশ্নসমূহ: 

  • ওয়েবপেজ ডিজাইনে HTML এর গুরুত্ব ব্যাখ্যা কর। [কু. বো. – 2016]
  • HTML প্লাটফর্ম নির্ভর নয় – ব্যাখ্যা কর।
  • ওয়েবপেজ তৈরিতে HTML ভাষা বেশি জনপ্রিয় – ব্যাখ্যা কর।
  • HTML কোন Case sensitive ভাষা নয় – ব্যাখ্যা কর।

 

এই অধ্যায়ের সকল অনুধাবনমূলক প্রশ্ন-উত্তর দেখতে ক্লিক করো

 


Written by,

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *