অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর সমূহ : প্রথম অধ্যায়

অনুধাবনমূলক প্রশ্ন-উত্তর

অনুধাবনমূলক প্রশ্নের উত্তর কীভাবে লিখবে?

‘অনুধাবন’ বলতে কোন বিষয়ের অর্থ বোঝার সক্ষমতাকে বোঝায়। এটি হতে পারে কোন তথ্য, নীতিমালা, সূত্র, নিয়ম, পদ্ধতি, প্রক্রিয়া ইত্যাদি বুঝতে পারার সক্ষমতা।

অনুধাবন স্তর হলো চিন্তন-দক্ষতার দ্বিতীয় স্তর। এই প্রশ্নটি ‘খ’ তে দেয়া থাকে। এধরণের প্রশ্নে সরাসরি পাঠ্যবইয়ের অনুরূপ বিবরণ জানতে চাওয়া হয় না।  তাই শিক্ষার্থীকে বিষয়বস্তু সম্পর্কে নিজের ভাষায় ব্যাখ্যা বা বর্ণনা করতে হবে।

অনুধাবনমূলক প্রশ্নের নম্বর থাকবে ২। এর মধ্যে জ্ঞানের জন্য ১ ও অনুধাবনের জন্য ১।

অনুধাবনমূলক প্রশ্নের উত্তর দুই প্যারায় লেখা ভালো। যার প্রথম প্যারায় জ্ঞান অংশের উত্তর ও দ্বিতীয় প্যারায় অনুধাবন অংশের উত্তর।

অনুধাবনমূলক প্রশ্নের উত্তর শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুসারে সর্বোচ্চ পাঁচটি বাক্যে উত্তর লিখতে হবে। তবে এর সামান্য কম-বেশি হলে কোন অসুবিধা নেই।

এক্ষেত্রে কোনভাবেই প্রশ্নের উত্তরে অপ্রাসঙ্গিক কথা, অপ্রয়োজনীয় তথ্য বা বাহুল্যদোষ করা যাবে না।


 

২০২৪, ২০২৩, ২০১৯, ২০১৮, ২০১৭ ও ২০১৬ সালের বোর্ড প্রশ্নসমূহ

 

  1. সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে কী বোঝায়? [ঢা. বোর্ড-২০১৬]  
  2. তথ্য প্রযুক্তি নির্ভর বিশ্বই বিশ্বগ্রাম-ব্যাখ্যা কর। [রা. বোর্ড-২০১৯] 
  3. ইন্টারনেট ব্যবহারের ফলে পৃথিবী কীভাবে হাতের মুঠোয় এসেছে?-ব্যাখ্যা কর।
  4. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্বকে হাতের মুঠোয় নিয়ে এসেছে-ব্যাখ্যা কর। [দি. বোর্ড -২০১৯]  
  5. “তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তি একে অপরের পরিপূরক” বুঝিয়ে লিখ। [রা. বোর্ড-২০১৭]  
  6. ইন্টারনেটকে বিশ্বগ্রামের মেরুদন্ড বলা হয় কেন?-ব্যাখ্যা কর।
  7. বিশ্বগ্রাম হচ্ছে ইন্টারনেট নির্ভর ব্যবস্থা- ব্যাখ্যা কর। 
  8. “বিশ্বগ্রামের মেরুদন্ডই কানেক্টিভিটি”-ব্যাখ্যা কর। [মা. বোর্ড-২০১৭] 
  9. কানেক্টিভিটি বিশ্বগ্রামের মূল চালিকাশক্তি- ব্যাখ্যা কর।  [ঢা. বোর্ড – ২০২৪, দি. বোর্ড – ২০২৪]
  10. শিক্ষাক্ষেত্রে অনলাইন লাইব্রেরীর ভূমিকা বুঝিয়ে লিখ। 
  11. “টেলিমেডিসিন এক ধরনের সেবা” – বুঝিয়ে লিখ। [য. বোর্ড-২০১৬]
  12. “তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে দূরবর্তী রোগীদের চিকিৎসা সেবা দেওয়া সম্ভব” -ব্যাখ্যা কর। [ব. বোর্ড-২০২৩]
  13. “ঘরে বসে ডাক্তারের চিকিৎসা গ্রহণ করা যায়’-ব্যাখ্যা কর।
  14. ই-কমার্স পণ্যের ক্রয়-বিক্রয়কে কিভাবে সহজ করেছে? ব্যাখ্যা কর।
  15. “ই-কমার্স ব্যবসা বাণিজ্যকে সহজ করেছে” – ব্যাখ্যা কর। [মা. বোর্ড-২০১৮]
  16. “আজকাল ঘরে বসে কেনাকাটা অধিকতর সুবিধাজনক”-ব্যাখ্যা কর। 
  17. “ঘরে বসে অর্থ উপার্জন করা যায়”-ব্যাখ্যা কর।
  18. বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য এখন আর বিদেশে যাওয়ার দরকার নেই- ব্যাখ্যা কর। 
  19. আইসিটি শিক্ষায় শিক্ষিত জনবলের জন্য উপার্জনের ক্ষেত্রে সহজ সুযোগ সৃষ্টি হয়েছে- ব্যাখ্যা কর।
  20. সিমুলেটর ও মডেলিং সফটওয়্যারের মাধ্যমে প্রশিক্ষণ সম্ভব।- ব্যাখ্যা কর। [সি. বোর্ড-২০২৩]
  21. বাস্তবে অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব- ব্যাখ্যা কর। [সি. বোর্ড-২০১৭]
  22. “প্রযুক্তির ব্যবহারে মটর ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব”- ব্যাখ্যা কর। [ঢা. বোর্ড-২০১৯]  
  23. “প্রযুক্তি ব্যবহার করে মটর ড্রাইভিং শেখা সম্ভব”- ব্যাখ্যা কর। [কু. বোর্ড-২০১৯] 
  24. “ঘরের মধ্যেই ড্রাইভিং শেখা সম্ভব”- ব্যাখ্যা কর। [ব. বোর্ড-২০১৯] 
  25. “বিশেষ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব”- ব্যাখ্যা কর। [চ. বোর্ড-২০১৭]  
  26. কৃত্রিম বুদ্ধিমত্তা এক ধরণের এক্সপার্ট সিস্টেম – বুজিয়ে লিখ। [ঢা. দি. য. সি. বোর্ড-২০১৮]
  27. “মানুষের চিন্তা করা ও শেখার সক্ষমতা যন্ত্রে প্রকাশ করা সম্ভব” – ব্যাখ্যা কর। 
  28. কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাখ্যা কর। [রা. কু. চ. ব. বোর্ড-২০১৮] 
  29. ‘বর্তমানে ড্রাইভারবিহীন গাড়িতেও যাতায়াত করা যায়’ – ব্যাখ্যা কর। [ঢা. বোর্ড-২০২৩]
  30. বর্তমানে চিকিৎসকদের পাশাপাশি যন্ত্রও সার্জারির কাজ করছে- ব্যাখ্যা কর। [ব. বোর্ড – ২০২৪]
  31. ‘যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে’ – ব্যাখ্যা কর। 
  32. ঝুকিপুর্ণ কাজে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা কর।
  33. “ঝুকিপুর্ণ কাজে রোবট ব্যবহৃত হয়” – ব্যাখ্যা কর। [মা. বোর্ড-২০১৭]
  34. “ঝুকিপূর্ণ কাজে যন্ত্র শ্রমিক ব্যবহার সুবিধাজনক”-ব্যাখ্যা কর।
  35. “যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা অর্জন করতে পারে”-ব্যাখ্যা কর।
  36. “কারখানায় পণ্য উৎপাদন স্বয়ংক্রিয়ভাবে সম্ভব” -ব্যাখ্যা কর।
  37. স্বয়ংক্রিয়ভাবে পণ্য উৎপাদনে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা কর।  
  38. রোবটে কৃত্রিম বৃদ্ধিমত্তার ভূমিকা ব্যাখ্যা কর।
  39. ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত যন্ত্রটি কীভাবে মানুষের বিকল্প হিসেবে কাজ করে? [কু. বোর্ড-২০২৩]
  40. “ঝুঁকিপূর্ণ কাজ যন্ত্রের সাহায্যে করা সম্ভব”- বুঝিয়ে লেখ। [য. বোর্ড-২০২৩]
  41. চিকিৎসা সেবায় আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স কীভাবে সম্পর্কিত? বুঝিয়ে লিখ।
  42. “কম্পিউটার একটি প্রোগ্রাম নিয়ন্ত্রিত যন্ত্র”-বুঝিয়ে লেখ।
  43. “যন্ত্র স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত নিতে পারে”-ব্যাখ্যা কর।
  44. অতিরিক্ত রক্তক্ষরণ ছাড়াই অপারেশন সম্ভব – ব্যাখ্যা কর। [চ. বোর্ড – ২০২৪]
  45. ক্রায়োসার্জারিতে সূক্ষ্ম সূচযুক্ত নল ব্যবহার করা হয় কেন? [রা. বোর্ড – ২০২৪]
  46. “ক্রায়োসার্জারির মাধ্যমে রক্তপাতহীন অপারেশন সম্ভব”-বুঝিয়ে লেখ। [দি. বোর্ড- ২০১৬] 
  47. ন্যূনতম ধকল সহিষ্ণু শল্যচিকিৎসা পদ্ধতিটি ব্যাখ্যা কর। [চ. বোর্ড-২০১৯]  
  48. রক্তক্ষরণ ছাড়াই অপারেশন সম্ভব – ব্যাখ্যা কর। 
  49. নিম্ন তাপমাত্রায় চিকিৎসা সম্ভব- ব্যাখ্যা কর। [দি. বোর্ড-২০২৩] 
  50. “শীতলীকরণ প্রক্রিয়ায় চিকিৎসা দেয়া সম্ভব” – ব্যাখ্যা কর। [কু. বোর্ড-২০১৭] 
  51. নিম্ন তাপমাত্রার চিকিৎসা পদ্ধতি ব্যাখ্যা কর। [দি. বোর্ড ২০১৭, রা. বোর্ড-২০১৬]
  52. কণ্ঠস্বর যাচাইকরণে ব্যবহৃত প্রযুক্তি কী? ব্যাখ্যা কর। [য. বোর্ড – ২০২৪] 
  53. “বিশেষ প্রযুক্তির মাধ্যমে নিরাপদে ড্রাইভিং প্রশিক্ষণ সম্ভব” – ব্যাখ্যা কর। [কু. বোর্ড – ২০২৪] 
  54. ব্যক্তি শনাক্তকরণের প্রযুক্তিটি ব্যাখ্যা কর। [ব. বোর্ড ২০১৭, কু. বোর্ড-২০১৬]  
  55. ‘বায়োমেট্রিক পদ্ধতি সবসময় ব্যক্তি সনাক্ত করতে পারে না’ – ব্যাখ্যা কর।   
  56. “প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ করা যায়”- ব্যাখ্যা কর। [চ. বোর্ড-২০২৩]
  57. ‘আচরণিক ডেটা’ – ব্যাখ্যা কর। [ঢা. বোর্ড-২০২৩]
  58. ‘বায়োমেট্রিক প্রযুক্তি মাঝে-মাঝে ব্যক্তি সনাক্ত করণে ব্যর্থ হয়’ – ব্যাখ্যা কর।   
  59. আচরণের মাধ্যমে ব্যক্তি সনাক্তকরণের পদ্ধতি বুঝিয়ে লিখ। [ম. বোর্ড-২০২৩, সি. বোর্ড-২০১৯]
  60. বায়োমেট্রিক একটি আচরণীক বৈশিষ্ট্য নির্ভর প্রযুক্তি – ব্যাখ্যা কর।
  61. অফিসের নিরাপত্তার জন্য বায়োমেট্রিক্সের ব্যবহার সুবিধাজনক-ব্যাখ্যা কর।
  62. বায়োইনফরমেটিক্স-এ ব্যবহৃত ডেটা কী? ব্যাখ্যা কর। [য. বোর্ড-২০১৯]
  63. বায়োইনফরমেটিক্স এর সুবিধা ও অসুবিধা লিখ। 
  64. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কৃষিক্ষেত্রে কী প্রভাব রাখে? ব্যাখ্যা কর।
  65. কোন প্রযুক্তি ব্যবহারে পাটের জীবন রহস্য উন্মোচিত হয়েছে? ব্যাখ্যা কর।
  66. তথ্য প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতায় ডায়াবেটিস রোগীরা উপকৃত হচ্ছে- ব্যাখ্যা কর।
  67. জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী ভাবে মানুষকে সহায়ক? ব্যাখ্যা কর।
  68. কোন প্রযুক্তিতে সারা বছর আমের ফলন সম্ভব? ব্যাখ্যা কর। [দি. বোর্ড-২০২৩]
  69. খাদ্যের গুণাগুণ রক্ষার্থে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা কর। [সি. বোর্ড – ২০২৪] 
  70. টপ টু ডাউন পদ্ধতিতে কাজ করার প্রযুক্তিটি ব্যাখ্যা কর। [ম. বোর্ড – ২০২৪]  
  71. ক্ষুদ্র আকারের জিনিস দিয়ে বড়ো আকারের জিনিস তৈরি করার প্রযুক্তিটি ব্যাখ্যা কর। [ব. বোর্ড – ২০২৪]
  72. আণবিক পর্যায়ের গবেষণার প্রযুক্তিটি ব্যাখ্যা কর। [ঢা. বোর্ড-২০১৭] 
  73. “আগামী বিশ্ব হবে ন্যানোটেকনোলজির বিশ্ব।” ব্যাখ্যা কর। [ব. বোর্ড-২০২৩] 
  74. বিদ্যুৎ সাশ্রয়ী ইলেক্ট্রনিক্স সামগ্রী তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি ব্যাখ্যা কর।
  75. ন্যানোটেকনোলজি মডার্ন লাইফকে করেছে সাশ্রয়ী ও গতিশীল-ব্যাখ্যা কর। 
  76. আইসিটি নির্ভর উৎপাদন ব্যবস্থা উন্নত দেশ গঠনে অপরিহার্য- ব্যাখ্যা কর। [রা. বোর্ড-২০২৩]
  77. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারে নৈতিকতা ব্যাখ্যা কর। [য. বোর্ড-২০১৭]
  78. তথ্য প্রযুক্তিতে সামাজিক অবক্ষয়ের ঝুঁকি রয়েছে-ব্যাখ্যা কর।
  79. “হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকান্ড”– ব্যাখ্যা কর। [ব. বোর্ড-২০১৬]
  80. “সাইবার ক্রাইম” প্রযুক্তির জন্য হুমকি-ব্যাখ্যা কর।

 


Written by,

Spread the love

9 thoughts on “অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর সমূহ : প্রথম অধ্যায়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *