♦ ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো।
♦ HSC ICT প্রথম অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।
♦ ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।
১। কোনটি ‘Cryo’ শব্দের অর্থ প্রকাশ করে?
ক) খুবই গরম
খ) চিকিৎসা
গ) অসুস্থতা
ঘ) বরফের মতো ঠান্ডা
২। ‘Surgery’ শব্দের অর্থ কি?
ক) হাতের কাজ
খ) চিকিৎসা করা
গ) কেটে ফেলা
ঘ) নিখুঁত কাজ
৩। অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যুকে ধ্বংস করার কৌশলকে কী বলে ?
ক) ক্রোমোসার্জারি
খ) ক্রায়োসার্জারি
গ) হোমোসার্জারি
ঘ) বায়োসার্জারি
৪। নিচের কোন রোগের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়?
ক) চর্মরোগ
খ) মস্তিষ্কের রোগ
গ) পেটের রোগ
ঘ) দন্তরোগ
৫। কোন ধরণের ক্যান্সারের চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহৃত হয়?
i. স্তন ii. প্রোস্টেট iii. লিভার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬। বায়োমেট্রিক্স পদ্ধতিতে ফিঙ্গারপ্রিন্ট হলো-
ক) ইউনিক আইডেনটিটি
খ) ফিঙ্গার আইডেনটিটি
গ) ইনপুট ডেটা
ঘ) বায়োলজিক্যাল ডেটা
৭। শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে মানুষকে শনাক্ত করার প্রযুক্তিকে কী বলে?
ক) বায়োমেট্রিক্স
খ) বায়োইনফরমেটিক্স
গ) বায়োটেকনোলজি
ঘ) জেনেটিক ইঞ্জিনিয়ারিং
৮। কোনটি বায়োমেট্রিক্সে ব্যবহৃত হয়?
ক) বায়ো সেন্সর
খ) ডিজিটাল মিটার
গ) ওয়েট মিটার
ঘ) থার্মোমিটার
৯। বায়োমেট্রিক্সে মানুষের আচরণগত বৈশিষ্ট্য হলো-
i. ভয়েস
ii. ডিএনএ
iii. সিগনেচার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১০। বায়োমেট্রিক্সে মানুষের শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য হলো-
i. ফেইস
ii. ডিএনএ
iii. ফিঙ্গার প্রিন্ট
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
Written by,
- Mizanur Rahman (Mizan)
- Lecturer in ICT, Shaheed Bir Uttam Lt. Anwar Girls’ College , Dhaka Cantonment
- Author at www.edupointbd.com
- Software Engineer at mands IT
- Former Lecturer in ICT, Cambrian College, Dhaka
- Email: mizanjust@gmail.com
- Cell: 01724351470
Valo