১। ভার্চুয়াল রিয়েলিটিতে কোন ধরণের ছবি দেখানো হয়?
ক) একমাত্রিক খ) দ্বিমাত্রিক
গ) ত্রিমাত্রিক ঘ) চতুর্মাত্রিক
২। বাস্তব নয় কিন্তু বাস্তবের অনুভূতি প্রদানকারী পরিবেশকে কী বলে?
ক) ভার্চুয়াল রিয়েলিটি খ) ভার্চুয়াল ফাংশন
গ) কৃত্তিম বুদ্ধিমত্তা ঘ) রোবটিক্স
৩। ভার্চুয়াল রিয়েলিটিতে তথ্য আদান-প্রদানের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি হলো –
i. অ্যাপ্রোন
ii. ডেটা গ্লোভ
iii. বিশেষ ধরনের চশমা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪। ভার্চুয়াল রিয়েলিটির প্রয়োগ হচ্ছে –
i. গাড়ি চালানো প্রশিক্ষনের ক্ষেত্রে
ii. শিক্ষা ক্ষেত্রে
iii. চিকিৎসা ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫। ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশ তৈরিতে ব্যবহৃত হয় –
i. ইফেক্টর
ii. অ্যাপ্লিকেশন
iii. জিওমেট্রি
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬। মানুষের চিন্তা-ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি?
ক) বায়োমেট্রিক্স
খ) বায়োইনফরমেটিক্স
গ) কৃত্তিম বুদ্ধিমত্তা
ঘ) ভার্চুয়াল রিয়েলিটি
৭। কৃত্তিম বুদ্ধিমত্তা সংযোজন করা হয়েছে কোন প্রজন্মের কম্পিউটারে?
ক) তৃতীয় ক) চতুর্থ
গ) পঞ্চম ঘ) ষষ্ঠ
৮। ‘কৃত্তিম বুদ্ধিমত্তা’ শব্দটির সাথে সর্বপ্রথম সকলকে পরিচয় করিয়ে দেন কে?
ক) Jack Williamson
খ) Marshall Mcluhan
গ) John McCarthy
ঘ) Karel Capek
৯। অ্যাকচুয়েটর ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে?
ক) বায়োমেট্রিক্স
খ) বায়োইনফরমেটিক্স
গ) রোবটিকস
ঘ) ভার্চুয়াল রিয়েলিটি
১০। কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘুরানো যায়?
ক) ৯০ খ) ১৮০
গ) ২৭০ ঘ) ৩৬০
১১। রোবটের বৈশিষ্ট্য –
i. এটি নিখুঁত কর্মক্ষম
ii. এটি ক্লান্তিহীনভাবে কাজ করতে পারে
iii. এটি ধীর গতিসম্পন্ন
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১২। রোবট ব্যবহৃত হয়-
i. বাসাবাড়িতে গৃহস্থালি কাজে
ii. পরিকল্পনা প্রণয়নে
iii. খনির অভ্যন্তরীন কাজে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
সম্প্রতি ডিজিটাল মেলা উদ্বোধনকালে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সোফিয়া নামে একটি যন্ত্রমানবের কথোপকথন হয়।
১৫। উদ্দীপকে কোন বিষয়ের ইঙ্গিত রয়েছে?
ক) বায়োমেট্রিক্স
খ) ন্যানোটেকনোলজি
গ) রোবটিকস
ঘ) ভার্চুয়াল রিয়েলিটি
১৬। উদ্দীপকে ব্যবহৃত প্রযুক্তির ফলে –
ক) শিশুদের বুদ্ধির বিকাশ ঘটবে
খ) মানুষের কর্মস্পৃহা বাড়বে
গ) মানবিক মূল্যবোধ বাড়বে
ঘ) শিল্প কারখানার ব্যয় কমবে
উদ্দীপকটি পড় এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাওঃ
সম্প্রতি ইসলামি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের ছাত্র শামীম দীর্ঘদিন গবেষণা করে এমন একটি যন্ত্র নির্মান করেন যেটি উঁচু-নিচু জায়গায় চলাচল করতে এবং ভিডিও করে পাঠাতে পারে।
১৭। শামীম যন্ত্রটিকে কোন প্রযুক্তির ব্যবহার করে তৈরি করেন?
ক) বায়োমেট্রিক্স
খ) ন্যানোটেকনোলজি
গ) রোবটিকস
ঘ) ভার্চুয়াল রিয়েলিটি
১৮। শামীমের যন্ত্রটি ব্যবহার করা যায়-
i. শিল্প কারখানায়
ii. চিকিৎসা ক্ষেত্রে
iii. গৃহ ব্যবস্থাপনায়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
১৯। কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারিক ক্ষেত্রসমূহ-
i. এক্সপার্ট সিস্টেম
ii. ফাজি লজিক
iii. লার্নিং সিস্টেম
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
Written by,
- Mizanur Rahman (Mizan)
- Lecturer in ICT, Shaheed Bir Uttam Lt. Anwar Girls’ College , Dhaka Cantonment
- Author at www.edupointbd.com
- Software Engineer at mands IT
- Former Lecturer in ICT, Cambrian College, Dhaka
- Email: mizanjust@gmail.com
- Cell: 01724351470
Sir plz
Ans koi