HSC ICT Chapter 2 MCQ বোর্ড প্রশ্ন সমাধান নেটওয়ার্কিং

Networking

এই পাঠ শেষে যা যা শিখতে পারবে-

১। কম্পিউটার নেটওয়ার্কিং সম্পর্কিত MCQ এর উত্তর করতে পারবে।

২। নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কিত MCQ এর উত্তর করতে পারবে।

৩। নেটওয়ার্ক টপোলজি সম্পর্কিত MCQ এর উত্তর করতে পারবে।

৪। ক্লাউড কম্পিউটিং সম্পর্কিত MCQ এর উত্তর করতে পারবে।

 

HSC ICT Chapter 2 এর ২০২৩, ২০১৯, ২০১৮, ২০১৭ ও ২০১৬ সালের বোর্ড প্রশ্ন সহ গুরুত্বপূর্ণ MCQ সমাধান। এই প্রশ্নগুলো বুঝে সমাধান করলে ভালো একটি প্রস্তুতি হবে বলে আশা করছি।  

 

পাশাপাশি দুটি ভবনের বিভিন্ন তলায় অবস্থিত ৫টি কম্পিউটার থেকে ১টি প্রিন্টারে প্রিন্ট সুবিধা প্রধান করতে হলে কোন ধরনের নেটওয়ার্ক সর্বাধিক যুক্তিযুক্ত?

[মা. বোর্ড. ২০১৭] 

ক) PAN

খ) MAN

গ) LAN

ঘ) WAN

 

CAN এর বিস্তৃতি কত? 

ক) 10m

খ) 1km

গ) 1-5km

ঘ) 50km

 

নেটওয়ার্কসমূহের ভৌগলিক বিস্তৃতিঃ  
PAN- 10m
LAN- 1km
CAN- 1-5km
MAN- 50km

 

ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে? 

[য. বোর্ড. ২০১৬] 

ক) PAN

খ) LAN

গ) MAN

ঘ) WAN

 

একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্ক ব্যবস্থাকে কী বলে? 

[রা. বোর্ড. ২০১৬] 

ক) PAN

খ) LAN

গ) MAN

ঘ) WAN

 

একটি কক্ষ বা একটি  বিল্ডিং বা পাশাপাশি অবস্থিত দুই তিনটি বিল্ডিং এর ডিভাইসগুলোর মধ্যে নেটওয়ার্ক প্রতিষ্ঠা করলে তাকে LAN বলা হয়।

 

কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য- 

[চ. বোর্ড ২০১৬, ঢা. বোর্ড ২০২৩] 

i. সফটওয়্যার রিসোর্স শেয়ার

ii. হার্ডওয়্যার রিসোর্স শেয়ার

iii. তথ্য শেয়ার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii          ঘ) i, ii ও iii

 

কম্পিউটার নেটওয়ার্কের প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারসমূহের মধ্যে বিভিন্ন রিসোর্স শেয়ার করা এবং একসাথে কাজ করা
রিসোর্স শেয়ার বলতে -
  • ইনফরমেশন/তথ্য রিসোর্স শেয়ার
  • সফটওয়্যার রিসোর্স শেয়ার
  • হার্ডওয়্যার রিসোর্স শেয়ার

 

প্রাইভেট নেটওয়ার্ক হতে পারে-

[রা. বোর্ড ২০২৩]

i. PAN

ii. LAN

iii. WAN

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii

 

মডেম-

[চ. বোর্ড. ২০১৬]  

i. ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে

ii. প্রেরক ও প্রাপক যন্ত্র হিসাবে কাজ করে

iii. ডেটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে কাজ করে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii

 

মডেমের কাজ হলো-

[কু. বোর্ড. ২০১৬]  

i. ডেটা প্রেরণ

ii. ডেটা গ্রহণ

iii. ডেটা সংরক্ষণ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii

 

মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কী বলে?

[ঢা. বোর্ড. ২০১৭] 

ক) মডুলেশন

খ) ডিমডুলেশন

গ) এনকোডিং

ঘ) ডিকোডিং

 

প্রেরক কম্পিউটারের সাথে যুক্ত মডেম কম্পিউটারের ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে একে মডুলেশন বলে। 
গ্রাহক কম্পিউটারের সঙ্গে যুক্ত মডেম সেই অ্যানালগ সিগন্যালকে আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে যাকে ডিমডুলেশন বলে।

 

কোন ডিভাইসের মাধ্যমে অ্যানালগ সংকেত ডিজিটাল সংকেতে রূপান্তরিত হয়?

[মা. বোর্ড. ২০১৬] 

ক) মডেম

খ) সুইচ

গ) রাউটার

ঘ) রিপিটার

 

কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করার জন্য যে ডিভাইস ব্যবহৃত হয় তাকে বলে-

[মা. বোর্ড. ২০১৮] 

ক) মডেম

খ) NIC

গ) রাউটার

ঘ) হাব

 

কম্পিউটারকে নেটওয়ার্ক এর সাথে সংযুক্ত করার জন্য NIC(Network Interface Card) ব্যবহার করা হয়। 
এ কার্ডকে ল্যান কার্ড বা নেটওয়ার্ক অ্যাডাপ্টার কার্ডও বলা হয়।
NIC এ ৪৮ বিটের একটি অদ্বিতীয় কোড (MAC- Media Access Control) থাকে।

 

MAC (Media Access Control) অ্যাড্রেস কত বিটের?

ক) ৬

খ) ১২

গ) ৩৬

ঘ) ৪৮

 

MAC অ্যাড্রেস কত বাইটের?

ক)

খ) ১২

গ) ৩৬

ঘ) ৪৮

 

নিচের কোন ডিভাইসটি দুর্বল সিগন্যালকে শক্তিশালী বা বিবর্ধিত করে?

ক) হাব

খ) সুইচ

গ) রাউটার

ঘ) রিপিটার

 

নিচের কোনটি LAN ডিভাইস?

ক) হাব

খ) NIC

গ) রাউটার

ঘ) মডেম

 

হাব ও সুইচকে LAN ডিভাইস বলা হয়।

 

কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারেই প্রেরণ করা যায়?

[সকল. বোর্ড. ২০১৮] 

ক) হাব

খ) সুইচ

গ) রিপিটার

ঘ) ব্রিজ

 

হাব ও সুইচ এর মধ্যে পার্থক্য

 

নিচের কোন ডিভাইসটি সিগন্যালকে ব্রডকাস্ট করে?

ক) হাব

খ) সুইচ

গ) রাউটার

ঘ) রিপিটার

 

একটি সুইচ দিয়ে কয়টি LAN তৈরি করা যায়?

[সি. বোর্ড ২০২৩]

ক)

খ) ২

গ) ৩

ঘ) ৪

 

সুইচ বা হাব LAN ডিভাইস। 
একটি সুইচ/হাব ব্যবহার করে একটি নেটওয়ার্কের কম্পিউটারগুলো যুক্ত করে LAN তৈরি করা হয়।
এক্ষেত্রে একটি LAN এ একাধিক সুইচ/হাব ব্যবহার হতে পারে।

 

একটি বড় নেটওয়ার্ককে ছোট ছোট সেগমেন্টে বিভক্ত করে কোন ডিভাইস?

ক) হাব

খ) ব্রিজ

গ) রাউটার

ঘ) মডেম

 

নিচের কোনটি WAN ডিভাইস?

ক) হাব

খ) NIC

গ) রাউটার

ঘ) মডেম

 

রাউটার ও গেটওয়ে WAN ডিভাইস বলা হয়।

 

ভিন্ন দূরত্বে অবস্থিত একই প্রটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে কোন ডিভাইস?

[ম. বোর্ড ২০২৩]

ক) ব্রিজ

খ) সুইচ

গ) রাউটার

ঘ) গেটওয়ে

 

রাউটার ও গেটওয়ে

 

কোন ডিভাইস রাউটিং টেবিল ব্যবহার করে?

ক) মডেম

খ) সুইচ

গ) রাউটার

ঘ) রিপিটার

 

ভিন্ন প্রটোকল বিশিষ্ট একাধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে কোন ডিভাইস?

[চ. বোর্ড ২০২৩]

ক) ব্রিজ

খ) সুইচ

গ) রাউটার

ঘ) গেটওয়ে

 

ভিন্ন প্রকৃতির দুটি নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপনে ব্যবহৃত ডিভাইস হলো- 

[ব. বোর্ড ২০২৩]

ক) ব্রিজ

খ) সুইচ

গ) গেটওয়ে

ঘ) রাউটার

 

প্রটোকল ট্রান্সলেশনের সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস?

[কু. বোর্ড. ২০১৯, চ. বোর্ড. ২০১৯]  

ক) NIC

খ) ব্রিজ

গ) রিপিটার

ঘ) গেটওয়ে

 

নিচের কোন ডিভাইসটির ডেটা ফিল্টারিং সম্ভব?

[দি. বোর্ড. ২০১৬] 

ক) হাব

খ) সুইচ

গ) রাউটার

ঘ) রিপিটার

 

সুইচ, রাউটার, গেটওয়ে ডেটা ফিল্টারিং সুবিধা দেয়।

 

ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো। 

HSC ICT দ্বিতীয় অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।

ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।

 

নেটওয়ার্কভুক্ত কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো সংযোগ বিন্যাসকে কী বলে?

[য. বোর্ড ২০২৩]

ক) প্রটোকল

খ) নেটওয়ার্ক

গ) টপোলজি

ঘ) মিডিয়া

 

কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য কয় ধরনের টপোলজি ব্যবহার করা হয়?

[চ. বোর্ড. ২০১৬] 

ক) ৩

খ) ৪

গ) ৫

ঘ)

 

দশটি কম্পিউটার একটি তারের সাথে সংযুক্ত থাকলে সেটি কোন ধরনের নেটওয়ার্ক টপোলজি?

আরো পড়ুন ::  HSC ICT Chapter 2 MCQ বোর্ড প্রশ্ন সমাধান কমিউনিকেশন সিস্টেম

[মা. বোর্ড. ২০১৭] 

ক) স্টার

খ) বাস

গ) হাইব্রিড

ঘ) রিং

 

কোন টপোলজিতে একটি কেন্দ্রীয় নেটওয়ার্ক ডিভাইস থাকে?

[দি. বোর্ড. ২০১৯] 

ক) স্টার

খ) মেশ

গ) রিং

ঘ) বাস

 

স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়?

[ব. বোর্ড. ২০১৬, কু. বোর্ড. ২০১৬] 

ক) হাব

খ) মডেম

গ) রাউটার

ঘ) রিপিটার

 

স্টার টপোলজিতে ডিভাইসগুলোর সংযোগ- 

[য. বোর্ড ২০২৩]

ক) শাখা-প্রশাখার মতো  

খ) পিয়ার-টু-পিয়ার আকারে 

গ) কেন্দ্রীয় হাবের মাধ্যমে 

ঘ) প্রথম ও শেষের মধ্যে বৃত্তাকার 

 

স্টার টপোলজিতে ডিভাইসগুলো কেন্দ্রীয় হাব/সুইচের সাথে যুক্ত থাকে। 
ট্রি টপোলজিতে ডিভাইসগুলো শাখা-প্রশাখার মতো যুক্ত থাকে। 
মেশ টপোলজিতে ডিভাইসগুলো পিয়ার-টু-পিয়ার আকারে যুক্ত থাকে। 
রিং টপোলজিতে ডিভাইসগুলো বৃত্তাকার আকারে যুক্ত থাকে।

 

নেটওয়ার্ক টপোলজিতে কেন্দ্রীয় ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়-

[য. বোর্ড. ২০১৯] 

i. সক্রিয় হাব

ii. নিষ্ক্রিয় হাব

iii. সুইচ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

কোন টপোলজিতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পর সরাসরি যুক্ত থাকে?

[সকল. বোর্ড. ২০১৮] 

i. বাস

ii. রিং

iii. মেশ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

দ্বিমুখী ডেটা ট্রান্সমিশন হয়- 

i. বাস

ii. রিং

iii. মেশ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

কোন টপোলজিতে একটি মাত্র স্টেশন এক সময়ে তথ্য প্রেরণ করতে পারে?

ক) স্টার

খ) বাস

গ) রিং

ঘ) ট্রি

 

ইন্টারনেটের নেটওয়ার্ক টপোলজিটি কী?

ক) স্টার

খ) বাস

গ) হাইব্রিড

ঘ) মেশ

 

১০টি কম্পিউটারকে মেশ নেটওয়ার্কিং এর আওতায় আনতে কয়টি তারের প্রয়োজন?

[ঢা. বোর্ড ২০২৩]

ক) ১০

খ) ৩০

গ) ৪৫

ঘ) ৯০

 

মেশ টপোলজিতে n সংখ্যক নোডের (নোড হলো নেটওয়ার্কে যুক্ত প্রতিটি যন্ত্র) জন্য প্রতিটি নোডে (n-1) টি সংযোগের প্রয়োজন হয়। 
নেটওয়ার্কে মোট তারের সংখ্যা হবে (n(n-1)) / 2

মেশ টপোলজিতে ১০টি নোডের জন্য মোট তার সংখ্যা হবে … টি?

[দি. বোর্ড ২০২৩] 

ক) ৯

খ) ১০

গ) ৪৫

ঘ) ৯০


১০টি কম্পিউটারকে মেশ টপোলজিতে যুক্ত করতে প্রতিটি কম্পিউটারে কতটি সংযোগ প্রয়োজন?

ক) ৯ 

খ) ১০

গ) ৪৫

ঘ) ৯০

 

ডেটা যোগাযোগের নির্ভরশীলতা যেখানে মুখ্য সেসব ক্ষেত্রে কোন টপোলজি ব্যবহার করা হয়?

[সি. বোর্ড ২০২৩] 

ক) মেশ  

খ) রিং 

গ) স্টার 

ঘ) বাস 

 

স্বয়ংক্রিয়ভাবে সফটওয়্যার আপডেট সেবার ক্ষেত্রে কোনটি সর্বোত্তম?

[মা. বোর্ড ২০১৮] 

ক) সফটওয়্যারের স্বয়ংক্রিয় আপডেট অন রাখা

খ) ক্লাউডভিত্তিক সফটওয়্যার ব্যবহার

গ) নেটওয়ার্কের আওতায় সফটওয়্যার সেবা গ্রহণ

ঘ) পাইরেটেড সফটওয়্যার এড়িয়ে চলা

 

ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে কাজ করা সুবিধাজনক কারণ-

[ঢা. বোর্ড. ২০১৯] 

i. শুধু নিজস্ব হার্ডওয়্যার প্রয়োজন

ii. সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়

iii. সার্বক্ষণিক ব্যবহার করা যায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

 

ক্লাউড কম্পিউটিং এর সুবিধা হলো-

[দি. বোর্ড ২০২৩] 

i. আগে থেকে কোন সার্ভিস রিজার্ভ করতে হয় না

ii. যতটুকু ব্যবহার, শুধু ততটুকুর জন্যই মূল্য পরিশোধ করতে হয়

iii. গোপনীয়তা ও নিরাপত্তা বেশি

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

 

ক্লাউড সার্ভিস সুবিধাজনক কারণ-

i. পরিচালনা ব্যয় কম

ii. যেকোন জায়গা থেকে সেবা নেয়া যায়

iii. কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা যায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

 

ক্লাউড কম্পিউটিং পরিষেবা মডেল-  

i. IaaS

ii. PaaS

iii. SaaS

নিচের কোনটি সঠিক

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

 

ক্লাউড কম্পিউটিং -এর বিভিন্ন সার্ভিস মডেলের উদাহরণঃ 
IaaS -   EC2 (অ্যামাজন এর ইলাস্টিক কম্পিউটিং ক্লাউড)      
PaaS- Microsoft এর Azure এবং Google এর App Engine  
SaaS- Google Apps (Google Sheet, Google Form, Google Presentation)       
NaaS- আর্যাকা এর WAN এবং পার্টিনো এর SVPA

 

Amazon, Microsoft এবং Google তাদের অবকাঠামো স্থাপন ও পরিচালনায় কোন ধরণের ক্লাউড সার্ভিস প্রদান করে?   

[য. বোর্ড ২০২৩] 

ক) প্রাইভেট          

খ) পাবলিক 

গ) হাইব্রিড         

ঘ) ডিস্ট্রিবিউটেড 

 

ক্লাউডে ৩ ধরণের অ্যাক্সেস থাকতে পারে অথবা 
ক্লাউড কম্পিউটিংকে প্রধানত ৩ ভাগে ভাগ করা যায়। 

পাবলিক ক্লাউড  - সকলের জন্য উন্মুক্ত থাকে।
প্রাইভেট ক্লাউড - বড় কোনো সংস্থা নিজেদের অভ্যন্তরীণ বিভিন্ন পরিষেবা দেওয়ার জন্য প্রাইভেট ক্লাউড সিস্টেম ডেভেলোপ করে। 
হাইব্রিড ক্লাউড - হাইব্রিড ক্লাউড হলো পাবলিক এবং প্রাইভেট ক্লাউডের সংমিশ্রণ।

 

ক্লাউড সার্ভিসের বৈশিষ্ট্য-  

i. Resource Scalability

ii. On Demand

iii. Pay as you Go

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

 

ক্লাউড সার্ভিসে ব্যবহারকারীরা যেসকল সুবিধা ভোগ করে-  

i. Resource Scalability

ii. On Demand

iii. Pay as you Go

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

 

App Engine ক্লাউড কম্পিউটিং এর কোন সার্ভিস মডেলের উদাহরণ? 

ক) IaaS         খ) PaaS 

গ) SaaS        ঘ) NaaS 

 

ক্লাউড কম্পিউটিং এর বিভিন্ন সার্ভিস মডেলের উদাহরণঃ 
IaaS -   EC2 (অ্যামাজন এর ইলাস্টিক কম্পিউটিং ক্লাউড)       
PaaS- Microsoft এর Azure এবং Google এর App Engine  
SaaS- Google Apps (Google Sheet, Google Form, Google Presentation)       
NaaS- আর্যাকা এর WAN এবং পার্টিনো এর SVPA

 

নিচের উদ্দীপকটি পড় এবং ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাওঃ   

‘ক’ কলেজের মান উন্নয়নের জন্য সরকার ১২টি কম্পিউটার প্রদান করে। কম্পিউটারগুলো একই ফ্লোরে অবস্থিত কম্পিউটার ল্যাব, লাইব্রেরি এবং ক্লাসরুমে ব্যবহৃত হচ্ছে। কম্পিউটারগুলোর মধ্যে ডাটা স্থানান্তরের জন্য পেনড্রাইভ ব্যবহৃত হওয়ার কারণে অনেক অসুবিধা হচ্ছিল। তাই আইসিটি শিক্ষকের পরামর্শে কলেজ কৰ্তৃপক্ষ কম্পিউটারগুলোকে পরস্পরের সাথে সংযোগের ব্যবস্থা করলেন।

আরো পড়ুন ::  HSC ICT Chapter 2 MCQ বোর্ড প্রশ্ন সমাধান কমিউনিকেশন সিস্টেম

১। উদ্দীপক অনুযায়ী উপযুক্ত সংযোগ ব্যবস্থা কোনটি?

[রা. বোর্ড ২০১৯] 

ক) PAN

খ) MAN

গ) LAN

ঘ) WAN

 

২। কলেজ কৰ্তৃপক্ষের গৃহীত ব্যবস্থায় যে রিসোর্সসমূহ শেয়ার করা সম্ভব হবে-

[রা. বোর্ড ২০১৯] 

i. হার্ডওয়্যার

ii. সফটওয়্যার

iii. ইনফরমেশন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii           খ) i ও iii

গ) ii ও iii          ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাওঃ   

‘X’ সিটি কর্পোরেশনের মেয়র তার সিটি কর্পোরেশন এরিয়াতে একটি নেটওয়ার্কের মাধ্যমে ফ্রি ইন্টারনেটের ব্যবস্থা করলেন এবং নিজের অফিসের ডিভাইসগুলো একটি ভিন্ন নেটওয়ার্কে সংযুক্ত করলেন।

৩। সিটি কর্পোরেশন এরিয়াতে ফ্রি ইন্টারনেট সেবার নেটওয়ার্কটি হতে পারে-

i. প্রাইভেট

ii. পাবলিক

iii. MAN

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii          ঘ) i, ii ও iii

 

৪। অফিসের নেটওয়ার্কটি কোন ধরণের?

ক) PAN

খ) LAN

গ) MAN

ঘ) WAN

 

নিচের উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাওঃ

একটি রুমে থাকা ল্যাপটপগুলো নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়।

৫। উদ্দীপকে উল্লিখিত নেটওয়ার্ক হবে কোনটি?

[ঢা. বোর্ড. ২০১৭] 

ক) PAN

খ) MAN

গ) LAN

ঘ) WAN

 

৬। উদ্দীপকের নেটওয়ার্ক –

[ঢা. বোর্ড. ২০১৭] 

i. ক্যাবলের মাধ্যমে

ii. ক্লায়েন্ট সার্ভার

iii. WiFi এর মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি পড় এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাওঃ

“ক” কলেজটি ৩ তলা বিশিষ্ট। তাদের কম্পিউটার শিক্ষক সিদ্ধান্ত নিয়েছে বিভিন্ন তলায় অবস্থিত তাদের সকল কম্পিউটার একই নেটওয়ার্কের আওতায় আনবেন।

৭। কলেজটির নেটওয়ার্ক গড়ে উঠতে পারে-

[দি. বোর্ড. ২০১৭] 

i. ক্যাবল ব্যবহারের মাধ্যমে

ii. স্যাটেলাইট ব্যবহারের মাধ্যমে

iii. রেডিও লিংক ব্যবহারের মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii

 

৮। নেটওয়ার্ক চালুর ফলে “ক” কলেজটি যে সুবিধা পাবে-

[দি. বোর্ড. ২০১৭] 

i. সকল সফটওয়্যারসমূহ শেয়ার করতে পারবে

ii. সকল কম্পিউটারের মধ্যে সমন্বয় করতে পারবে

iii. তথ্য শেয়ার করতে পারবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাওঃ  

মি. সাব্বির তার অফিসের বিভিন্ন রুমের ৪ টি  কম্পিউটারকে হাবের মাধ্যমে একটি নেটওয়ার্কে নিয়ে এলেন। কিছুদিন পর একটি ল্যাপটপ কিনে ক্যাবল ব্যবহার করে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা গ্রহন করলেন। তিনি সকল কম্পিউটারে ইন্টারনেট সেবার পাশপাশি ক্যাবলের ব্যবহার এড়াতে চাইলেন।

৯। মি. সাব্বির কোন নেটওয়ার্কটি তৈরি করেন?

ক) PAN

খ) MAN

গ) LAN

ঘ) WAN

 

১০। কোন যন্ত্র তার জন্য বেশি উপযোগী? 

ক) সুইচ

খ) হাব

গ) রাউটার

ঘ) রিপিটার

 

নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাওঃ

একটি অফিসের দুটি কক্ষ থেকে দুজন কম্পিউটার অপারেটর একটি প্রিন্টার থেকে প্রিন্ট দিতে পারেন। অফিসের পরিচালক কম্পিউটার ব্যবহার করে বিশেষ ব্যবস্থায় তার ছেলের সাথে প্রবাসী মেয়ের কথা বলিয়ে দিলেন।

১১।  উদ্দীপকে প্রিন্টিং এর ক্ষেত্রে নেটওয়ার্কের ধরন হচ্ছে-

[দি. বোর্ড. ২০১৯] 

ক) PAN

খ) LAN

গ) MAN

ঘ) WAN

 

১২।  উদ্দীপকের ব্যবস্থায় সম্ভব-

[দি. বোর্ড. ২০১৯] 

i. সল্প প্রযুক্তিতে অধিক সেবা

ii. সল্প পরিসরে সীমাবদ্ধ কার্যক্রম

iii. সহজ যোগাযোগ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii          ঘ) i, ii ও iii

 

নিচের চিত্রটি লক্ষ এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাওঃ

Stem

১৩। ২ ও ৭ নং নোড নষ্ট হলে কোন নোডগুলোর মধ্যে নেটওয়ার্ক সচল থাকবে?

ক) 1,3 এবং 6

খ) 4 এবং 6

গ) 1,3 এবং 4

ঘ) 1,3,4 এবং 6

 

১৪। উদ্দীপকের নেটওয়ার্ক  টপোলজি কোনটি?

ক) বাস

খ) রিং

গ) স্টার 

ঘ) ট্রি 

 

নিচের উদ্দীপকটি পড় এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাওঃ

“কুশিয়ারা” কলেজে বিভিন্ন বিভাগের কম্পিউটারগুলো এমনভাবে  যুক্ত রয়েছে, যেন প্রথম হতে শেষ পর্যন্ত  কম্পিউটারগুলো চক্রাকারে যুক্ত। কিন্তু সময় বাচানোর জন্য আইসিটি শিক্ষক নেটওয়ার্ক টপোলজির পরিবর্তন করলেন।

 

১৫। কলেজটিতে কোন ধরনের টপোলজি ব্যবহৃত হয়েছে?

[চ. বোর্ড. ২০১৭] 

ক) স্টার

খ) রিং

গ) বাস

ঘ) মেশ

 

১৬। আইসিটি বিভাগের শিক্ষক দ্রুত ডেটা আদান-প্রদানের জন্য কোন ধরনের টপোলজি ব্যবহার করেন?

[চ. বোর্ড. ২০১৭] 

ক) স্টার

খ) রিং

গ) বাস

ঘ) মেশ

 

নিচের চিত্রটি লক্ষ এবং ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাওঃ

Stem

১৭। চিত্রের বৈশিষ্ট্য – 

i. সল্প খরচে বাস্তবায়ন করা যায়

ii. কেন্দ্রিয়ভাবে নিয়ন্ত্রণ করা যায়

iii. কম্পিউটার সংখ্যা বৃদ্ধি পেলে ডেটা স্থানান্তর ডিলে বেড়ে যায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii

 

১৮। চিত্রের প্রতিটি কম্পিউটার অপর সকল কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত করলে কোন টপোলজি হবে?

ক) স্টার

খ) রিং

গ) বাস

ঘ) মেশ

 

নিচের উদ্দীপকটি পড় এবং ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাওঃ 

মি. বিশ্বজিত তার অফিসে দশটি কম্পিউটার এমন ভাবে যুক্ত  করে নেটওয়ার্ক তৈরি করলেন, যাতে ১ম, ২য় ও শেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে। হঠাৎ একদিন একটি কম্পিউটার নষ্ট  হওয়ায় নেটওয়ার্কটি বন্ধ হয়ে যায়। তিনি নেটওয়ার্কটির কাঠামো পরিবর্তনের সিধান্ত নিলেন।

১৯। উদ্দীপকের নেটওয়ার্ক  টপোলজিটি  কী?

[ব. বোর্ড. ২০১৬] 

ক) স্টার

খ) বাস

গ) রিং

ঘ) মেশ

 

২০। মি. বিশ্বজিতের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সম্ভাব্য সমাধান হলো-

[ব. বোর্ড. ২০১৬] 

i. কম্পিউটার পরিবর্তন করা

ii. হাব/ সুইচ স্থাপন করা

iii.একটি মূল লাইন স্থাপন করা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি পড় এবং ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাওঃ 

‘X’ তার ডিজিটাল ডিভাইসে নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। ফলে ইন্টারনেট ভিত্তিক নতুন এক সার্ভিস গ্রহণ করায় অটো আপডেট, উচ্চগতিসম্পন্ন ডিজিটাল সুবিধা পায়।

আরো পড়ুন ::  HSC ICT Chapter 2 MCQ বোর্ড প্রশ্ন সমাধান কমিউনিকেশন সিস্টেম

[ঢা. বোর্ড. ২০১৯] 

২১। উদ্দীপকের সার্ভিসটির নাম কী?

ক) ব্লুটুথ

খ) ওয়াইফাই

গ) ওয়াইম্যাক্স

ঘ) ক্লাউড কম্পিউটিং

 

২২। সার্ভিসের ক্ষেত্রে প্রযোজ্য-

[ঢা. বোর্ড. ২০১৯] 

i. কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডেটা নিয়ন্ত্রণ

ii. ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয়

iii. রক্ষাণাবেক্ষণের খরচ নেই

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি পড় এবং ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাওঃ

রাজিব তার বাবার অফিসে গিয়ে দেখল তার বাবা নিজের টেবিলে বসে প্রিন্ট কমান্ড দিলেন এবং তার থেকে কিছু দূরে অবস্থিত আরেকজন অফিসারও একই সাথে প্রিন্ট কমান্ড দিয়ে একই প্রিন্টার থেকে প্রিন্ট নিলেন। রাজিবের বাবা নিজের কম্পিউটার ব্যবহার করে তার প্রবাসী ফুফুর সাথে সরাসরি কথা বলিয়ে দিলেন।

২৩।  উদ্দীপকে নেটওয়ার্কের ধরন হচ্ছে-

[ঢা. বোর্ড. ২০১৬] 

i. LAN

ii. MAN

iii. WAN

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii          ঘ) i, ii ও iii

 

২৪।  উদ্দীপকের ব্যবস্থায় সম্ভব-

[ঢা. বোর্ড. ২০১৬] 

i. সল্প ডিভাইসে অধিক সেবা

ii. গ্রাহকদের সাথে সহজ যোগাযোগ

iii. ক্ষুদ্র অঞ্চলে সীমাবদ্ধ কার্যক্রম

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii          ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাওঃ

ring bus topology

২৫। চিত্র-২ কোন ধরণের টপোলজি? 

[য. বোর্ড. ২০১৭] 

ক) বাস

খ) স্টার

গ) রিং

ঘ) হাইব্রিড

 

২৬। চিত্র-১ এর নোডগুলো পরস্পর সংযুক্ত করলে কোন টপোলজি গঠন হবে?

[য. বোর্ড. ২০১৭] 

ক) রিং

খ) স্টার

গ) মেশ

ঘ) হাইব্রিড

 

নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাওঃ

ring bus topology

২৭। চিত্র-১ এর বৈশিষ্ট্য – 

i. সার্ভারের প্রয়োজন হয়

ii. ডেটা প্রবাহ একমুখী

iii. ডেটা কলিশন হয় না

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii

 

২৮। চিত্র-২ এর বৈশিষ্ট্য –

i. সার্ভারের প্রয়োজন হয়

ii. ডেটা প্রবাহ দ্বিমুখী

iii. টার্মিনেটর থাকে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ২৯ ও ৩০ নং প্রশ্নের উত্তর দাওঃ 

করিম সাহেব তার প্রয়োজনে কম্পিউটারভিত্তিক একটি সেবা গ্রহণ করলেন , যা ২৪ ঘন্টা খোলা থাকে। সকল সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, খরচ কম এবং ব্যাকআপ ক্যাপাসিটি অনেক বেশি। তার কম্পিউটারটি বিভিন্ন দেশের কম্পিউটারের সাথে যুক্ত।

২৯। উদ্দীপকের নেটওয়ার্ক কোনটি? 

[ঢা. বোর্ড ২০২৩] 

ক) PAN

খ) LAN

গ) MAN

ঘ) WAN

 

৩০। উদ্দীপকের উল্লিখিত সেবাটি হলো- 

[ঢা. বোর্ড ২০২৩] 

i. রিসোর্স স্কেলেবিলিটি সেবা

ii. অন-ডিমান্ড সেবা

iii. পে-এজ-ইউ-গো সেবা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাওঃ 

সাহিনা  তার কম্পিউটারে অনেক নতুন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। পরে সে এমন  একটি সার্ভিস গ্রহণ করল, যা দ্বারা সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়। উচ্চগতি সম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কম হয়।

৩১। উদ্দীপকের সার্ভিসটি কী নামে পরিচিত? 

[ম. বোর্ড ২০২৩, সি. বোর্ড ২০২৩] 

ক) Bluetooth 

খ) WiFi

গ) WiMAX

ঘ) Cloud Computing 

 

৩২। উদ্দীপকে ব্যবহৃত সার্ভিসটির ক্ষেত্রে প্রযোজ্য- 

[ম. বোর্ড ২০২৩, সি. বোর্ড ২০২৩] 

i. নিরাপত্তা ঝুঁকি নেই

ii. ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয় না

iii. রক্ষণাবেক্ষণ খরচ নেই

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ৩৩ ও ৩৪ নং প্রশ্নের উত্তর দাওঃ 

মিনা তার ল্যাপটপে নতুন কোন সফটওয়্যার ব্যবহার করতে পারে না। যার ফলে সে এমন একটি সার্ভিস গ্রহণ করল যার মাধ্যমে সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, উচ্চ গতি সম্পন্ন কম্পিউটারের সুবিধা পাওয়া যায় এবং খরচও কমে যায়।

৩৩। উদ্দীপকের সার্ভিসটির নাম কী? 

[কু. বোর্ড ২০২৩] 

ক) Bluetooth 

খ) WiFi

গ) WiMAX

ঘ) Cloud Computing 

 

৩৪। উদ্দীপকে ব্যবহৃত সার্ভিসটির –  

[কু. বোর্ড ২০২৩]

i. লাইসেন্স ফি প্রয়োজন হয় না

ii. রক্ষণাবেক্ষণ খরচ নেই

iii. ব্যবহারে অতিরিক্ত মূল্য দিতে হয় না

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ৩৫ ও ৩৬ নং প্রশ্নের উত্তর দাওঃ 

জনাব শারার একজন ব্যবসায়ী। তার অফিসে ৭টি ডেস্কটপ কম্পিউটার রয়েছে। তিনি কম্পিউটারগুলো নেটওয়ার্কের সাথে যুক্ত করতে চান।

৩৫। জনাব শারার এর অফিসের নেটওয়ার্ক কী হতে পারে? 

[চ. বোর্ড ২০২৩]  

ক) CAN

খ) LAN

গ) MAN

ঘ) WAN

 

৩৬। উদ্দীপকে উল্লিখিত অফিসের নেটওয়ার্কের জন্য সাশ্রয়ী মাধ্যম কোনটি?

[চ. বোর্ড ২০২৩]  

ক) অপটিক্যাল ফাইবার 

খ) কো-এক্সিয়াল ক্যাবল 

গ) টুইস্টেড পেয়ার ক্যাবল 

ঘ) মাইক্রোওয়েভ 

 

নিচের উদ্দীপকটি লক্ষ্য কর এবং ৩৭ ও ৩৮ নং প্রশ্নের উত্তর দাওঃ  

মি. আরিফ তার অফিসের কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসগুলো একটি নেটওয়ার্কের সাহায্যে সংযুক্ত করার পরিকল্পনা করলেন। এতে নেটওয়ার্ক ব্যাকবোন হিসেবে তিনি এক ধরণের ক্যাবল ব্যবহার করেন।

৩৭। মি. আরিফের গঠিত নেটওয়ার্ক টপোলজি হলো –

[ব. বোর্ড ২০২৩] 

ক) বাস 

খ) রিং 

গ) স্টার 

ঘ) মেশ 

 

৩৮। মি. আরিফের তৈরি টপোলজির বৈশিষ্ট্য হলো-  

[ব. বোর্ড ২০২৩] 

i. এটি দ্বিমুখী ডাটা ব্যবস্থা

ii. ডাটা ট্রান্সমিশন অপেক্ষাকৃত ধীরগতিসম্পন্ন

iii. শুধু প্রাপক কম্পিউটার ডাটা গ্রহণ করে এবং অন্যগুলো আগ্রাহ্য করে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii         খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

 


Written by,

Spread the love

3 thoughts on “HSC ICT Chapter 2 MCQ বোর্ড প্রশ্ন সমাধান নেটওয়ার্কিং

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *