MCQ বুলিয়ান এলজেবরা, লজিক গেট, এনকোডার-ডিকোডার ও অ্যাডার

Digital Device

ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো। 

HSC ICT তৃতীয় অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।

ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।

 


 

১। বুলিয়ান অ্যালজেবরার উদ্ভাবক কে?

ক) জর্জ বুল        খ) নিউটন

গ) প্যাসকেল       ঘ) বিল গেটস


২। কত সালে জর্জ বুল গণিত ও যুক্তির মধ্যে সুস্পষ্ট সম্পর্ক বের করেন?

ক) ১৯৪৫      খ) ১৮৩৩

গ) ১৯৪৪       ঘ) ১৮৫৪


৩। বুলিয়ান অ্যালজেবরা নিচের কোন সম্পর্কের উপর প্রতিষ্ঠিত?

ক) যুক্তি ও গেইট        খ) বীজগণিত ও পাটিগণিত

গ) গণিত ও যুক্তির       ঘ) গণিত ও বুদ্ধির


৪। A = 0 এবং B = 1 হলে AB=?

ক) ০      খ) ১

গ) ২       ঘ) ৩


৫। A, B ও C তিনটি চলকের যৌক্তিক গুণফল কখন ১ হবে?

ক) তিনটি মানই ১

খ) তিনটি মানই ০

গ) কোন একটি মান ১

ঘ) কোন দুটির মান ১


৬। A, B ও C তিনটি চলকের যৌক্তিক যোগ এর মান ১ হবে যদি-

i. যেকোনো একটির মান ১ হয়

ii. যেকোনো দু’টির মান ১ হয়

iii. তিনটির মানই ০ হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i, ii ও iii


৭। ডিজিটাল সিস্টেমে কোন ভোল্টেজ লেভেল সংজ্ঞায়িত নয়?

ক) +0 V – +0.8 V

খ) +0.8 V – +2 V

গ) +2 V – +5V

ঘ) +0.8 V – +5 V


৮। সত্যক সারণির কাজ কোনটি?

ক) মান-নির্নয়          খ) সত্যতা যাচাই

গ) ইনপুট নির্নয়       ঘ) আউটপুট নির্নয়


৯। AND গেইটের আউটপুট ‘১’ হবে যদি—

ক) সকল ইনপুট ০ হয়

খ) যেকোন একটি ইনপুট ০ হয়

গ) সকল ইনপুট ১ হয়

ঘ) যেকোন একটি ইনপুট ১ হয়


উদ্দীপক অনুসারে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাওঃ 

Truth Table
ABF
000
011
101
111

১০। সত্যক সারণিটি কোন গেইট নির্দেশ করে?

ক) AND        খ) NAND

গ) OR         ঘ) NOR

১১। সত্যক সারণিটি কোন বুলিয়ান ফাংশনকে নির্দেশ করে?

ক) F=A.B      খ) F=(A.B)´

গ) F=A+B     ঘ) F=(A+B)´


১২। মৌলিক গেইট কয়টি?

ক) ২টি         খ) ৩টি

গ) ৪টি          ঘ) ৬টি


১৩। মৌলিক লজিক গেইট হলো –

i.NOR      ii. AND      iii. NOT

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii         খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii


১৪। OR গেইটে যে কোন একটি ইনপুট ১ হলে আউটপুট হবে-

ক) ০     খ) ১০

গ) ১      ঘ) ১১


১৫। OR গেইট এর আউটপুট হয় ইনপুটগুলোর যৌক্তিক — এর সমান।

ক) যোগ      খ) গুণ

গ) ভাগ       ঘ) বিয়োগ


১৬। AND গেইট এর আউটপুট হয় ইনপুটগুলোর যৌক্তিক — এর সমান।

ক) যোগ     খ) গুণ

গ) ভাগ       ঘ) বিয়োগ


১৭। OR গেইটের আউটপুট ‘১’ হবে যদি—

i. সকল ইনপুট ১ হয়

ii. যেকোন একটি ইনপুট ১ হয়

iii. সকল ইনপুট ০ হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii         খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii


১৮। OR গেইটের আউটপুট ‘০’ হবে যদি—

ক) সকল ইনপুট ০ হয়

খ) যেকোন একটি ইনপুট ০ হয়

গ) সকল ইনপুট ১ হয়

ঘ) যেকোন একটি ইনপুট ১ হয়


১৯। AND গেইটের আউটপুট ‘০’ হবে যদি—

i. সকল ইনপুট ১ হয়

ii. যেকোন একটি ইনপুট ০ হয়

iii. সকল ইনপুট ০ হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii


২০। কোন গেইটে একটি ইনপুট ও একটি আউটপুট থাকে?

ক) AND        খ) NAND

গ) OR           ঘ) NOT


২১। মৌলিক গেটের সমন্বয়ে কয়টি যৌগিক গেইট তৈরী করা যায়?

ক) ২           খ) ৪

গ) ৬           ঘ) ৮


২২। যৌগিক গেইট কোনটি?

ক) OR           খ) AND

গ) NAND       ঘ) NOT


২৩। XOR এর সাথে কোন গেইটের সংযোগে XNOR গেইট তৈরি হয়?

ক) OR          খ) AND

গ) NAND       ঘ) NOT


২৪। NAND গেইটের আউটপুট ‘1’ হবে যদি—

i. সকল ইনপুট ১ হয়

ii. যেকোন একটি ইনপুট ০ হয়

iii. সকল ইনপুট ০ হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii


২৫। NOR গেইটের আউটপুট ‘0’ হবে যদি—

i. সকল ইনপুট ০ হয়

ii. যেকোন একটি ইনপুট ১ হয়

iii. সকল ইনপুট  হয় ১

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii         খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii


২৬। দুটি ইনপুটের মান ০ হলেও আউটপুট ১ হয় — গেইটে।

i. XOR        ii. NOR        iii. XNOR

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii


উদ্দীপক অনুসারে ২৭ ও ২৮ নং প্রশ্নের উত্তর দাও:  

Stem

২৭।  লজিক সার্কিটটির আউটপুট হবে-

ক) F= A+B         খ) F= AB

গ) F= (A+B)´      ঘ) F= (AB)´

২৮। সার্কিটটির আউটপুট ১ হবে যখন-

i. A=0, B=0       ii. A=1, B=0       iii. A=1, B=1

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii


২৯। চল্লিশ টি ইনপুট লাইনের এনকোডারে কমপক্ষে কতটি আউটপুট লাইন থাকবে?

ক) ৩       খ) ৪

গ) ৫        ঘ) ৬


৩০। 4 to 2 লাইন এনকোডার বাস্তবায়নে কতটি মৌলিক লজিক গেইট লাগবে?

ক) ২          খ) ৪

গ) ৬          ঘ) ৮


৩১। 8 to 3 লাইন এনকোডার বাস্তবায়নে কতটি মৌলিক লজিক গেইট লাগবে?

ক) ২           খ) ৪

গ) ৬           ঘ) ৮


৩২। কোনটি এনকোডার সার্কিট?

ক) 8 to 3 লাইন            খ) 3 to 8 লাইন

গ) 3 to 9 লাইন             ঘ) 2 to 16 লাইন


৩৩। এনকোডার সার্কিটে ব্যবহৃত মৌলিক গেইট হলো –

i. AND   ii. OR    iii. NOT

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii


৩৪। এনকোডার হলো এমন একটি সার্কিট যার—– থাকে।

i. n সংখ্যক আউটপুট লাইন

ii. 2n সংখ্যক ইনপুট লাইন

iii. 2n সংখ্যক ইনপুট লাইন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii              খ) i ও iii

গ) ii ও iii             ঘ) i, ii ও iii


৩৫। কোনটি এনকোডারের বিপরীত ?

ক) মাল্টিপ্লেক্সার     খ) অ্যাডার

গ) রেজিস্টার          ঘ) ডিকোডার


৩৬। আটচল্লিশ টি আউটপুট লাইনের ডিকোডারে কমপক্ষে কতটি ইনপুট লাইন থাকবে?

ক) ৩             খ) ৪

গ) ৫              ঘ) ৬


৩৭। 2 to 4 লাইন ডিকোডার বাস্তবায়নে কতটি মৌলিক লজিক গেইট লাগবে?

ক) ২               খ) ৪

গ) ৬               ঘ) ৮


৩৮। কোনটি ডিকোডার সার্কিট?

ক) 3 to 8 line     খ)  8 to 3 line

গ) 1 to 9 line      ঘ) 2 to 16 line


৩৯। ডিকোডার সার্কিটে ব্যবহৃত মৌলিক গেইট হলো –

i. AND   ii. OR    iii. NOT

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii           খ) i ও iii

গ) ii ও iii          ঘ) i, ii ও iii


৪০। ডিকোডার হলো এমন একটি সার্কিট যার—– থাকে।

i. n সংখ্যক ইনপুট লাইন

ii. 2n সংখ্যক আউটপুট লাইন

iii. 2n সংখ্যক আউটপুট লাইন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii              খ) i ও iii

গ) ii ও iii             ঘ) i, ii ও iii


৪১। নিচের কোনটি যোগের ক্ষেত্রে ব্যবহৃত হয়?

ক) এনকোডার    খ) ডিকোডার

গ) অ্যাডার          ঘ) কাউন্টার


৪২। একটি ৪ বিট বাইনারি অ্যাডার তৈরি করতে ব্যবহৃত হয়-

i. চারটি ফুল অ্যাডার

ii. তিনটি ফুল অ্যাডার ও একটি হাফ অ্যাডার

iii. তিনটি হাফ অ্যাডার ও একটি ফুল অ্যাডার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii              খ) i ও iii

গ) ii ও iii             ঘ) i, ii ও iii


৪৩। হাফ অ্যাডারে ইনপুট সংখ্যা কত?

ক) ১       খ) ২

গ) ৩       ঘ) ৪


৪৪। ফুল অ্যাডারে ইনপুট সংখ্যা কত?

ক) ১       খ) ২

গ) ৩       ঘ) ৪


৪৫। হাফ অ্যাডারের বুলিয়ান এক্সপ্রেশন হল-

i. C=A+B     ii. C=AB    iii.  S=A⊕B

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii          খ) i ও iii

গ) ii ও iii         ঘ) i, ii ও iii


৪৬। ফুল অ্যাডারের তিনটি বিটের সর্বোচ্চ যোগফল হবে-

i. (3)10    ii. (11)2    iii. (111)2

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii             খ) i ও iii

গ) ii ও iii            ঘ) i, ii ও iii

 


Written by,

Spread the love

7 thoughts on “MCQ বুলিয়ান এলজেবরা, লজিক গেট, এনকোডার-ডিকোডার ও অ্যাডার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *