HTML MCQ লিস্ট, চিত্র, হাইপারলিংক ও টেবিল সম্পর্কিত

HTML

এই পাঠ শেষে যা যা শিখতে পারবে-

১। ফরম্যাটিং ট্যাগ সম্পর্কিত MCQ এর উত্তর করতে পারবে।

২। লিস্ট সম্পর্কিত MCQ এর উত্তর করতে পারবে।

৩। চিত্র ও হাইপারলিংক সম্পর্কিত MCQ এর উত্তর করতে পারবে।

৪। HTML টেবিল তৈরি সম্পর্কিত MCQ এর উত্তর করতে পারবে।

 

১। HTML এর পূর্ণরূপ কোনটি?

ক) HyperText Markup Language

খ) High Text Markup Language

গ) HyperText Language

ঘ) Hyper Term Markup Language

 

২। একটি ওয়েবপেইজের স্ট্রাকচারে কমপক্ষে কয়টি ট্যাগ থাকে?

ক) ৩      খ) ৪

গ) ৫       ঘ) ৬

 

৩। কোন ট্যাগ দ্বারা অনুভূমিক লাইন তৈরি করা যায়?

ক) <p>    খ) <hr>

গ) <th>    ঘ) <br>

 

৪। HTML এর আবিষ্কারকের নাম কী?

ক) টিম বার্নার্স-লি   খ) এলান টুরিং

গ) লিবনিজ            ঘ) আডাবাইরন

 

৫। একটি ওয়েবপেইজের প্রধান কয়টি অংশ থাকে?

ক) ২      খ) ৩

গ) ৪       ঘ) ৫

 

৬। ১ম ওয়েব ব্রাউজার হলো-

ক) Mosaic        খ) Moasic

গ) Mousic         ঘ) Mocsic

 

৭। HTML Editor কোনটি?

ক) Notepad                   খ) Firefox

গ) Internet Explorer       ঘ) MS Word

 

৮। <link> ট্যাগের কাজ কী?

ক) স্টাইল ডেফিনিশন বর্ণনা করা

খ) ডকুমেন্ট সেকশন নির্ধারণ করা

গ) রিসোর্স রেফারেন্স  নির্ধারণ করা

ঘ) পুশ বাটন নির্ধারণ করা

 

৯। নিচের কোনটি HTML এর ending ট্যাগের চিহ্নকে নির্দেশ করে?

ক) </>     খ) <//>

গ) []         ঘ) <>

 

১০। কোনটি ট্যাগের বৈশিষ্ট্যকে সুনির্দিষ্ট করে?

ক) অ্যাট্রিবিউট      খ) ট্যাগ

গ) এলিমেন্ট          ঘ) কনটেন্ট

 

১।ক, ২।খ, ৩।খ, ৪।ক, ৫।ক, ৬।ক, ৭।ক, ৮।গ, ৯।ক, ১০।ক

 

ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো। 

HSC ICT চতুর্থ অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।

ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।

 

১১। ওয়েব ব্রাউজিং সফটওয়্যার হলো-

i.Internet Explorer       ii.Open         iii.Mozila Firfox

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii             খ) i ও iii

গ) ii ও iii            ঘ) i, ii ও iii

 

১২। HTML দিয়ে ওয়েবপেইজ তৈরির জন্য ব্যবহৃত এক্সটেনশন হলো-

i..htm       ii. .html        iii. .doc

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii             খ) i ও iii

গ) ii ও iii            ঘ) i, ii ও iii

 

১৩। ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কী বলে?

ক) অ্যাট্রিবিউট      খ) ট্যাগ

গ) এলিমেন্ট          ঘ) কনটেন্ট

 

১৪। HTML ট্যাগের চিহ্ন কোনটি?

ক) []      খ) {}

গ) ()      ঘ) <>

 

১৫। ওয়েবপেইজ তৈরিতে কোন ভাষা ব্যবহৃত হয়?

ক) python      খ) html

গ) cobol         ঘ) Fortran

 

১৬। নিচের কোন ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে?

ক) <hr>     খ) <img>

গ) <tr>       ঘ) <br>

 

১৭। কোনটি ওয়েব ব্রাউজার?

ক) Firefox        খ) Microsoft outlook

গ) Yahoo         ঘ) Google Gmail

 

১৮। ওয়েবপেইজ তৈরিতে ব্যবহৃত আবশ্যক ট্যাগ কোনটি?

ক) <html>….</html>

খ) <a href= “URL”></a>

গ) <font face= “Sutonny MJ”….</font>

ঘ) <img src= “Board.jpg”….with “100” height= “200”>

 

১৯। হোমপেইজ দেখার জন্য আব্যশক-

i.ওয়েব ব্রাউজার    ii.সার্চ ইঞ্জিন        iii.ইন্টারনেট

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii           খ) i ও iii

গ) ii ও iii          ঘ) i, ii ও iii

 

২০। ওয়েবপেইজ এর body অংশে থাকে-

i.ছবি     ii.টেবিল       iii.ওয়েবপেইজ টাইটেল

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii             খ) i ও iii

আরো পড়ুন ::  MCQ স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইট, IP Address ও URL

গ) ii ও iii            ঘ) i, ii ও iii

 

১১।খ, ১২।ক, ১৩।গ, ১৪।ঘ, ১৫।খ, ১৬।গ, ১৭।ক, ১৮।ক, ১৯।ঘ, ২০।ক

 

২১। HTML হচ্ছে-

i.শেখা সহজ

ii.কেস সেনসিটিভ

iii.রক্ষানাবেক্ষন সহজ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii             খ) i ও iii

গ) ii ও iii            ঘ) i, ii ও iii

 

২২। নিচের কোনটি ফাঁকা ট্যাগ?

ক) <th>         খ) <td>

গ) <br>          ঘ) <em>

 

২৩। html  এর বৈশিষ্ট্য হলো-

ক) এটি ইউজার ফ্রেন্ডলি ওপেন টেকনোলজি

খ) নিরাপত্তা ব্যবস্থা উন্নত

গ) Html  নিজেকে বর্ধিত করার ক্ষমতা রাখে

ঘ) কোড লিখতে সিনটেক্স মনে রাখতে হয়

 

২৪। যে ট্যাগের শুরু আছে কিন্তু বিষয়বস্তু ও শেষ ট্যাগ থাকে না তাকে বলে-

ক) এট্রিবিউট         খ) হেড

গ) এম্পটি             ঘ) কনটেইনার

 

২৫। এম্পটি ট্যাগ হলো-

i.<br>        ii.<ol>     iii.<img>

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii             খ) i ও iii

গ) ii ও iii            ঘ) i, ii ও iii

 

২৬। নিচের কোন ট্যাগের কনটেন্ট থাকে না ?

i.<br>        ii.<img>        iii.<ul>

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii             খ) i ও iii

গ) ii ও iii            ঘ) i, ii ও iii

 

২৭। টেক্সটকে বাঁকা করতে কোন ট্যাগ ব্যবহৃত হয়?

ক) <i>              খ) <u>

গ) <th>             ঘ) <b>

 

২৮। HTML এর কোন ট্যাগ ব্যবহার করে প্যারাগ্রাফ তৈরি করা যায়?

ক) <P>             খ) <img>

গ) <th>             ঘ) <br>

 

২৯। HTML এ লাইন ব্রেকের জন্য কোন ট্যাগ ব্যবহৃত হয়?

ক) <dt>            খ) <hr>

গ) <br>            ঘ) <tr>

 

৩০। সবচেয়ে বড় হেডিং প্রদর্শিত হয় কোনটিতে?

ক) <h1>           খ) <h4>

গ) <h5>            ঘ) <h6>

 

২১।খ, ২২।গ, ২৩।ক, ২৪।গ, ২৫।খ, ২৬।ক, ২৭।ক, ২৮।ক, ২৯।গ, ৩০।ক

 

৩১।  নিচের কোনটি ফরমেটিং ট্যাগ?

ক) <sup>……</sup>

খ) <body>……</body>

গ) <table>……</table>

ঘ) <html>……</html>

 

৩২। X=a2+b2 সমীকরণটি HTML-এ লেখার জন্য কোন ট্যাগ প্রয়োজন?

ক) <sup>        খ) <sub>

গ) <li>             ঘ) <h2>

 

৩৩। X2 সমীকরনকে ওয়েব পেইজে প্রদর্শনের জন্য html এর কোন ট্যাগটি ব্যবহার করবে?

ক) <sup>          খ) <sub>

গ) <img>           ঘ) <jpg>

 

৩৪। কোনটি সাদা রং নির্দেশকারী?

ক) “#BBBBBB”

খ) “#EEEEEE”

গ) “#AAAAAA”

ঘ) “#FFFFFF”

 

৩৫। <font> ট্যাগ এর কাজ হলো-

i. টেক্সটের ধরন ঠিক করা

ii. টেক্সটের আকার ঠিক করা

iii. টেক্সটের রং ঠিক করা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii             খ) i ও iii

গ) ii ও iii            ঘ) i, ii ও iii

 

৩৬। হেডিং ট্যাগ কয়টি?

ক) 2        খ) 4

গ) 6         ঘ) 8

 

৩৭। <font>  ট্যাগে অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহৃত হয়-

i.size      ii.color       iii.face

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii             খ) i ও iii

গ) ii ও iii            ঘ) i, ii ও iii

 

৩৮। HTML কোড <p> H <sup> 2 </sup> O </p> এর ফলাফল কোনটি?

ক) H2O            খ) H2O

গ) H2O             ঘ) HO2

 

৩৯। নিচের কোন হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট?

ক) <h1>           খ) <h4>

গ) <h5>            ঘ) <h6>

 

৪০। <i> ট্যাগের মত ট্যাগ হল-

i. <u>      ii. <del>      iii. <tr>

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii             খ) i ও iii

গ) ii ও iii           ঘ) i, ii ও iii

আরো পড়ুন ::  MCQ স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইট, IP Address ও URL

 

৩১।ক, ৩২।ক, ৩৩।ক, ৩৪।ঘ, ৩৫।ঘ, ৩৬।গ, ৩৭।ঘ, ৩৮।গ, ৩৯।ঘ, ৪০।ক

 


৪১। HTML-এ লিস্ট কত প্রকার?

ক) ২      খ) ৩

গ) ৪       ঘ) ৫

 

৪২। অর্ডার লিস্ট তৈরি করতে চাইলে কোন ট্যাগ দিয়ে শুরু করতে হয়?

ক) <ul>      খ) <ol>

গ) <li>        ঘ) <dl>

 

৪৩। আনঅর্ডার লিস্ট তৈরি করতে চাইলে কোন ট্যাগ দিয়ে শুরু করতে হয়?

ক) <ul>      খ) <ol>

গ) <li>       ঘ) <dl>

 

৪৪। নিচের কোনটি লিস্ট এর অ্যাট্রিবিউট?

ক) type       খ) src

গ) href        ঘ) face

 

৪৫। অর্ডার লিস্ট তৈরিতে ব্যবহৃত ট্যাগ-

i. <li>       ii. <ol>      iii. <ul>

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii        খ) i ও iii

গ) ii ও iii       ঘ) i, ii ও iii

 

৪৬। লিস্ট তৈরিতে ব্যবহৃত ট্যাগ-

i. <li>      ii. <ol>    iii. <ul>

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii        খ) i ও iii

গ) ii ও iii       ঘ) i, ii ও iii

 

৪৭। JPEG এর পূর্ণরূপ কোনটি?

ক) Joint Photographic Imaging Group

খ) Joint Photoshop Expert Group

গ) Joint Photo Exchange Group

ঘ) Joint Photographic Experts Group

 

৪৮। ওয়েব পেজে 1000×800 পিক্সেলের nature.jpg ইমেজটি যুক্ত করার জন্য <img src= “nature.jpg”> এর সাথে কোন নির্দেশনা যুক্ত হবে?

ক) width=“1000” height=“800”

খ) Pixelw=“1000” pixelh=“800”

গ) w=“1000” h=“800”

ঘ) Pixwidth=“1000” pixheight=“800”

 

৪৯। হাইপারলিঙ্ককে প্রধানত কত ভাগে ভাগ করা যায় ।

ক) 2       খ) 3

গ) 4        ঘ) 5

 

৫০। anchor ট্যাগটি by default কোন color এ প্রদর্শিত হয়-

ক) red          খ) green

গ) blue         ঘ) pink

 

৪১।খ, ৪২।খ, ৪৩।ক, ৪৪।ক, ৪৫।ক, ৪৬।ঘ, ৪৭।ঘ, ৪৮।ক, ৪৯।খ, ৫০।গ

 

৫১। নিচের কোনটি হাইপারলিঙ্ক এর গঠন?

ক) <a href= “www”> link text </a>

খ) <a href= “url”> link text </a>

গ) <a href= “www.url”> link text </a>

ঘ) <a href= “www link text” </a>

 

৫২। ওয়েবপেইজে চিত্র সংযোগের সিনট্যাক্স হলো-

ক) <img src= “url”>

খ) <img src, “url”>

গ) <img=“src”, url>

ঘ) img<“src url”>

 

৫৩। ওয়েবে যে ইমেজ ফরম্যাট সাপোর্ট করে-

i. GIF      ii. JPG      iii. BMP

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii             খ) i ও iii

গ) ii ও iii           ঘ) i, ii ও iii

 

৫৪। HTML-এ লিংক সিনটেক্স হলো- <a href=“url”>Link text </a> এখানে  href এর অর্থ হচ্ছে

ক) hot reference

খ) hyperlink replace

গ) hyperlink reference

ঘ) home reference

 

নিচের উদ্দীপকটি পড় এবং ৫৫ ও ৫৬ নং প্রশ্নের উত্তর দাওঃ  

লিমার তৈরিকৃত ওয়েবপেইজে একটি নতুন ছবি সংযুক্ত করল। এর ফলে তার পেইজটি আরও দৃষ্টিনন্দন হলো।

৫৫। লিমা যে ট্যাগ ব্যবহার করে ছবি যুক্ত করল সেই ট্যাগের প্রকারভেদের সাথে নিচের কোন ট্যাগের মিল রয়েছে?

ক) <html>       খ) <br>

গ) <body>       ঘ) <pre>

 

৫৬। লিমা যে ছবিটি সংযুক্ত করেছে তা হতে পারে-

i. jpg     ii. bmp     iii. png

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii            খ) i ও iii

গ) ii ও iii           ঘ) i, ii ও iii

 

৫৭। একটি  ওয়েবপেইজের সাথে অন্য একটি পেইজের সংযোগকে কী বলে?

ক) Connection      খ) Link

গ) Hyperlink          ঘ) Addition

 

উদ্দীপকটি পড় এবং ৫৮ ও ৫৯ নং প্রশ্নের উত্তর দাও।

নিরব নতুন ওয়েবডেভেলপার। সে HTML ব্যবহার করে ওয়েবপেইজ তৈরি করে এবং হাইপারলিংকের কাজ করে।

আরো পড়ুন ::  MCQ স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইট, IP Address ও URL

৫৮। নিরব উদ্দীপকের কাজ করতে নিচের কোন ট্যাগ ব্যবহার করে?

ক) <caption>             খ) <a>

গ) <href>                   ঘ) <link>

 

৫৯। নিরব যে পদ্ধতিতে কাজ করছে তার সুবিধা-

i. ওয়েবসাইটের একটা পেইজের এক অংশের সাথে একই পেইজের অন্য অংশের লিংক করা যায়

ii. ওয়েবসাইটের এক পেইজ থেকে অন্য পেইজে যাওয়া যায়।

iii. এক ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইট লিংক করা যায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii             খ) i ও iii

গ) ii ও iii            ঘ) i, ii ও iii

 

উদ্দীপকটি পড় এবং ৬০ ও ৬১ নং প্রশ্নের উত্তর দাও।

একটি ওয়েবসাইটের 8-নম্বর পেইজে 300×400 সাইজের pic.jpg নামের একটি ছবি সংযুক্ত রয়েছে। তবে সমস্যা হলো সাইটটির এক পেইজ হতে অন্য পেইজে যাওয়া যাচ্ছে না।

৬০। ওয়েবসাইটটির সমস্যা সমাধানে প্রয়োজনীয় ট্যাগ-

ক) <a>…. </a>

খ) <b>…. </b>

গ) <i>…. </i>

ঘ) <li>…. </li>

 

৬১। ৪-নম্বর পেইজের জন্য প্রযোজ্য HTML কোডটি হলো-

ক) < img src=“pic.jpg” height=“400” width=“300” >

খ) < img src “pic.jpg”, width=“300” height=“400” >

গ) < img src “pic.jpg” height=“400” width=“300” >

ঘ) < img src “pic.jpg” height=300, width=300>

 

৫১।ক, ৫২।ক, ৫৩।ঘ, ৫৪।গ, ৫৫।খ, ৫৬।ঘ, ৫৭।গ, ৫৮।খ, ৫৯।ঘ, ৬০।ক, ৬১।ক

 


৬২। href হতে পারে-

i. লোকাল      ii. গ্লোবাল      iii. ইন্টারনাল

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii            খ) i ও iii

গ) ii ও iii           ঘ) i, ii ও iii

 

৬৩। নতুন উইন্ডোতে ওয়েবপেইজ ওপেন করতে ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি?

ক) href       খ) target

গ) src         ঘ) title

 

৬৪। ওয়েবপেইজে ইমেজের পরিবর্তে টেক্সট প্রদর্শন করার জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি?

ক) width      খ) alt

গ) src          ঘ) title

 

৬৫। টেবিলের হেডিং এর জন্য নিচের কোন ট্যাগটি ব্যবহৃত হয়?

ক) <tr>        খ) <td>

গ) <th>       ঘ) <br>

 

৬৬। কোন অ্যাট্রিবিউট ব্যবহার করে রো বা সারির বিস্তৃতি বাড়ানো যায়?

ক) rowspan      খ) colspan

গ) bgcolor        ঘ) cellpadding

 

৬৭। <table cellpadding= “5”> এর অর্থ হলো সেল কনটেন্টের দুরুত্ব-

ক) 5 পিক্সেল       খ) 5 মিটার

গ) 5 সে.মি          ঘ) 5 ইঞ্চি

 

৬৮। border অ্যাট্রিবিউটে কোন ভ্যালু লিখলে বর্ডার প্রদর্শিত হবে না?

ক) border=“1”      খ) border=“alt”

গ) border=“0”      ঘ) border=“null”

 

৬৯। টেবিল তৈরিতে ব্যবহৃত হয়-

i. <tr>        ii. <th>       iii. <td>

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

৭০। টেবিল ট্যাগের অ্যাট্রিবিউট-

i. border    ii. cellpadding         iii. align

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i, ii ও iii

 

৭১। <td> ট্যাগের অ্যাট্রিবিউট –

i. rowspan         ii. colspan      iii. align

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii         খ) i ও iii

গ) ii ও iii        ঘ) i, ii ও iii

 

৬২।ঘ, ৬৩।খ, ৬৪।খ, ৬৫।গ, ৬৬।ক, ৬৭।ক, ৬৮।গ, ৬৯।ঘ, ৭০।ঘ, ৭১।ঘ 

 


Written by,

Spread the love

2 thoughts on “HTML MCQ লিস্ট, চিত্র, হাইপারলিংক ও টেবিল সম্পর্কিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *