সংখ্যা পদ্ধতি, চিহ্নযুক্ত সংখ্যা ও কোড সম্পর্কিত MCQ সমূহ।

1. (100)₂ এবং (AA)₁₆ এর যোগফল কত?

ক) 1AA      খ) 1B


2. (1110)₂ সংখ্যায় ‘0’ নির্দেশ করে-

খ) BCD

গ) LSB       ঘ) MSB


3. মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কী?

ক) বিট               


4. নিচের হেক্সাডেসিমেল ক্রমটিতে ‘?’ চিন্তিত অংশে কোনটি হবে?

8, 9 A, B, C, D, E, F, ?


5. পজিশনাল সংখ্যার মান নির্ণয় করতে প্রয়োজন-

i. সংখ্যাটির বেজ

ii. অংকের নিজ্বস মান

iii. অংকের স্থানীয় মান

নিচের কোনটি সঠিক?


6. ৩১০.৭৬ সংখ্যাটি হতে পারে-

i. অষ্টাল

ii. ডেসিমেল

iii. হেক্সাডেসিমেল

নিচের কোনটি সঠিক?


7. 7B কে বাইনারিতে প্রকাশ করলে সংখ্যাটি হবে-


8. (A2BC.D5)₁₆ সংখ্যার 2 অংকটির স্থানীয় মান কত?

ক) 16       


9. (10)₂ এর পূর্বের সংখ্যা কোনটি?


10. (46)₁₀ সংখ্যাটির ৫-ভিত্তিক মান কত?


11. বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য-

i. ডিজিটাল সংকেত হিসাবে ব্যবহৃত হয়

ii. কম্পিউটারের বোধগম্য

iii. কম্পিউটারের সকল হিসাব নিকাশের ভিত্তি

নিচের কোনটি সঠিক?


12. (100)₈ এর পূর্বের সংখ্যা কোনটি?


13. হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট কয়টি চিহ্ন বা অংক রয়েছে?

ক) ৬       খ) ৮


14. বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহৃত হয়?

আরো পড়ুন ::  MCQ বুলিয়ান এলজেবরা, লজিক গেট, এনকোডার-ডিকোডার ও অ্যাডার


15. দশমিক সংখ্যা +12 এর ২ এর পরিপূরক কত?

ক) 00001100


16. (11011.110111)₂ এর সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা কত?

ক) 1B.37     


17. ইউনিকোড কত বিটের?

ক) ৪         


18. (B5D)₁₆ এর সমকক্ষ দশমিক সংখ্যা কোনটি?


19. অষ্টাল সংখ্যা পদ্ধতিতে 277 এর পরবর্তী সংখ্যা কোনটি?

ক) 100       


20. কোন পরিপূরক পদ্ধতিটি কম্পিউটারে বা ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত হয়?

ক) ১ এর পরিপূরক


21. (1011.11)₂ + (1101.10)₂ = ?

ক) 10111.10


22. (A)₁₆+(10)₂+(7)₈ এর মান হতে পারে-

i.(13)16     ii.(23)8     iii.(10011)2

নিচের কোনটি সঠিক?


23. (3D1)₁₆ এর সমকক্ষ ৮-ভিত্তিক সংখ্যা কোনটি?

ক) 1715     


24. BCD এর পূর্ণরুপ-


25. যে বৈশিষ্ট্যসমূহের উপর ভিত্তি করে বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটারে ব্যবহৃত হয়-

i. On, Off

ii. High, Low

iii. Positive, Negative

নিচের কোনটি সঠিক?


26. ২ এর পরিপূরক নির্ণয়ের সুত্র কোনটি?


27. ASCII কত বিটের কোড?


28. (271)₈ এর সমকক্ষ হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি?

ক) B5     


29. ইউনিকোডের সাহায্যে কতগুলো চিহ্নকে অদ্বিতীয়ভাবে কোডভুক্ত করা যায়?


30. বাইনারিতে একটি বইয়ের দাম 1001011 টাকা হলে ডেসিমেলে কত?

আরো পড়ুন ::  MCQ বুলিয়ান এলজেবরা, লজিক গেট, এনকোডার-ডিকোডার ও অ্যাডার

ক) 70     


31. ১১১ সংখ্যাটি হতে পারে-

i. বাইনারি

ii. ডেসিমেল

iii. হেক্সাডেসিমেল

নিচের কোনটি সঠিক?


32. ৫৪৯ সংখ্যাটি হতে পারে-

i. অষ্টাল

ii. ডেসিমেল

iii. হেক্সাডেসিমেল

নিচের কোনটি সঠিক?


33. (110110)₂ এর সমকক্ষ মান-

i. (66)₈

ii. (54)₁₀

iii. (36)₁₆

নিচের কোনটি সঠিক?


34. 1,8, F ক্রমটির পরবর্তী মান কত?

ক) A       


35. কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে?

ক) বাইনারি


36. (37.125)₁₀ এর বাইনারি মান কত?


37. 2 এর পরিপূরক পদ্ধতিতে রেজিস্টারে সংরক্ষিত 11110001 এর ডেসিমেল মান কত?

ক) -14     


38. কোনটি ৮ বিটের কোড?

i. ASCII

ii. EBCDIC

iii. BCD code

নিচের কোনটি সঠিক?


39. A68B সংখ্যাটি কোন ধরনের সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত?


40. (127)₈ এর সমকক্ষ বাইনারি সংখ্যা কোনটি?


41. (10)₁₆ এর পূর্বের মান কত?

ক) 9       


42. দশমিক সংখ্যা 91 এর অক্টাল রুপ কোনটি?

ক) 133     


43. ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?

ক) ৬         


44. (77)₈ সংখ্যাটির সমতুল্য ডেসিমেল মান কত?

ক) ৫৬       


45. (275)₁₀ এর সমতুল্য BCD কোড কোনটি ?


46. ASCII-8 কোডের সাহায্যে কতগুলো চিহ্নকে অদ্বিতীয়ভাবে কোডভুক্ত করা যায়?

আরো পড়ুন ::  MCQ বুলিয়ান এলজেবরা, লজিক গেট, এনকোডার-ডিকোডার ও অ্যাডার


47. (476)₈ সংখ্যার 4 অংকটির স্থানীয় মান কত?

ক) 8       


48. EFF এর পরের সংখ্যা কোনটি?

ক)100       


49. (43962)₁₀ সংখ্যাটির সমতুল্য হেক্সাডেসিমেল মান কত?

ক) ABBA         


50. নিচের কোন সংখ্যা পদ্ধতিটি নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি?

ক) বাইনারি


51. বাইনারি সংখ্যা 01010 এর ২-এর পরিপূরক কোনটি? 


52. ডিজিটাল ডিভাইসে (-10)₁₀ এর বাইনারি মান হলো- 

i. 10001010

ii. 11110101

iii. 11110110

নিচের কোনটি সঠিক?


53. (45)₆ = ( ? )₇


54. (10)₂+(10)₈+(10)₁₀+(10)₁₆ এর ডেসিমেল নির্দেশক কোনটি? 


55.


56. নিচের কোনটি বড়? 


57.

i. 001101001010

ii. 001101000111

iii. 011001111010

নিচের কোনটি সঠিক?


58.


59. –


60. মেসেঞ্জারে ব্যবহৃত Emoji কোন কোডের মাধ্যেমে উপস্থাপন করা হয়? 

 


উপরের প্রশ্নসমূহের উত্তর 

MCQ Answer


Written by,

Spread the love

One thought on “সংখ্যা পদ্ধতি, চিহ্নযুক্ত সংখ্যা ও কোড সম্পর্কিত MCQ সমূহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *