
ভিত্তি এর ওপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার?
[য. বোর্ড ২০১৭]
ক) ২
কোন সংখ্যা পদ্ধতিতে সর্বমোট যতগুলো অংক ব্যবহার করা হয় তাকে কী বলে?
[য. বোর্ড ২০২৩]
ক) কোড
খ) বেস
গ) বিট
ঘ) সাইন বিট
৮ ভিত্তিক সংখ্যা হলো-
[চ. বোর্ড ২০২৩]
i. ০
ii. ৭
iii. ৮
নিচের কোনটি সঠিক?
1011 সংখ্যায় কয়টি বিট আছে?
[মা. বোর্ড ২০১৯]
ক) ২
মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কী?
ক) বিট
(476)₈ সংখ্যার 4 অংকটির স্থানীয় মান কত?
ক) 8
নিচের কোন সংখ্যা পদ্ধতিটি নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি?
ক) বাইনারি
কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতির প্রচলন কোন সভ্যতায় শুরু হয়?
[ব. বোর্ড ২০২৩]
ক) মায়ান
খ) ভারতীয়
গ) রোমান
ঘ) ব্যবলিয়ান
নন-পজিশনাল সংখ্যা কোনটি?
[রা. বোর্ড ২০২৩]
ক) 5
পজিশনাল সংখ্যার মান নির্ণয় করতে প্রয়োজন-
i. সংখ্যাটির বেজ
ii. অংকের নিজ্বস মান
iii. অংকের স্থানীয় মান
নিচের কোনটি সঠিক?
৩১০.৭৬ সংখ্যাটি হতে পারে-
i. অষ্টাল
ii. ডেসিমেল
iii. হেক্সাডেসিমেল
নিচের কোনটি সঠিক?
(A2BC.D5)₁₆ সংখ্যার 2 অংকটির স্থানীয় মান কত?
ক) 16
বাইনারি সংখ্যার ক্ষেত্রে প্রযোজ্য-
i. ডিজিটাল সংকেত হিসাবে ব্যবহৃত হয়
ii. কম্পিউটারের বোধগম্য
iii. কম্পিউটারের সকল হিসাব নিকাশের ভিত্তি
নিচের কোনটি সঠিক?
যে বৈশিষ্ট্যসমূহের উপর ভিত্তি করে বাইনারি সংখ্যা পদ্ধতি কম্পিউটারে ব্যবহৃত হয়-
i. On, Off
ii. High, Low
iii. Yes, No
নিচের কোনটি সঠিক?
A68B সংখ্যাটি কোন ধরনের সংখ্যা পদ্ধতির অন্তর্ভুক্ত?
2BAD.8C কোন ধরনের সংখ্যা ?
[দি. বোর্ড ২০১৯]
১১১ সংখ্যাটি হতে পারে-
[ব. বোর্ড ২০১৭]
i. বাইনারি
ii. অক্টাল
iii. ডেসিমেল
নিচের কোনটি সঠিক?
246 সংখ্যাটি হতে পারে-
[মা. বোর্ড ২০১৭]
i. অষ্টাল
ii. ডেসিমেল
iii. হেক্সাডেসিমেল
নিচের কোনটি সঠিক?
৭৬২ সংখ্যাটি হতে পারে-
[কু. বোর্ড ২০১৬]
i. অষ্টাল
ii. ডেসিমেল
iii. হেক্সাডেসিমেল
নিচের কোনটি সঠিক?
সংখ্যা পদ্ধতির সকল টপিকের ভিডিও টিউটোরিয়াল পেতে নিচের প্লেলিস্টটি দেখো-
ডেসিমেল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?
[য. বোর্ড ২০১৬]
ক) ৬
অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ বা ভিত্তি কত?
[য. বোর্ড ২০১৬, দি. বোর্ড ২০১৬, দি. বোর্ড ২০১৭]
ক) ৬
বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?
[য. বোর্ড ২০১৬]
ক) 2
হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে মোট কয়টি চিহ্ন বা অংক রয়েছে?
ক) ৬
খ) ৮
কম্পিউটার সাধারণত কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করে কাজ করে?
ক) বাইনারি
7B কে বাইনারিতে প্রকাশ করলে সংখ্যাটি হবে-
[মা. বোর্ড ২০১৭]
(12)₁₀ এর সমকক্ষ বাইনারি কোনটি?
[চ. বোর্ড ২০১৬]
(46)₁₀ সংখ্যাটির ৫-ভিত্তিক মান কত?
(11011.110111)₂ এর সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা কত?
[সি. বোর্ড ২০১৯]
ক) 1B.37
(1110.11)₂ এর সমকক্ষ হেক্সাডেসিমাল সংখ্যা কোনটি?
[ঢা. বোর্ড ২০১৯, ঢা. বোর্ড ২০১৭]
ক) E.A
(B5D)₁₆ এর সমকক্ষ দশমিক সংখ্যা কোনটি?
(BFE)₁₆ সমতুল্য অক্টাল মান কত?
[দি. বোর্ড ২০১৬]
(3D1)₁₆ এর সমকক্ষ ৮-ভিত্তিক সংখ্যা কোনটি?
ক) 1715
(43962)₁₀ সংখ্যাটির সমতুল্য হেক্সাডেসিমেল মান কত?
ক) ABBA
(29)₁₀ সংখ্যাটির বাইনারি মান কত?
[ব. বোর্ড ২০১৯]
ক) 11100
(45)₆ = ( ? )₇
ক
গ
ক
নিচের কোনটি বড়?
ক
(110110)₂ এর সমকক্ষ মান-
[সকল. বোর্ড ২০১৮]
i. (66)₈
ii. (54)₁₀
iii. (36)₁₆
নিচের কোনটি সঠিক?
(1010)₂ এর সমতুল্য মান-
[কু. বোর্ড ২০১৭]
i. (12)₈
ii. (10)₁₀
iii. (14)₁₆
নিচের কোনটি সঠিক?
(AB)16 এর সমতুল্য –
[ম. বোর্ড ২০২৩]
i. (10101011)2
ii. (253)8
iii. (73)10
নিচের কোনটি সঠিক?
(110110)2 এর সমতুল্য –
[কু. বোর্ড ২০২৩]
i. (66)8
ii. (54)10
iii. (36)16
নিচের কোনটি সঠিক?
(1001110)2 এর সমতুল্য –
[সি. বোর্ড ২০২৩]
i. (78)10
ii. (114)8
iii. (4E)16
নিচের কোনটি সঠিক?
(41)8 এর সমতুল্য –
[ব. বোর্ড ২০২৩]
i. (100001)2
ii. (20)16
iii. (33)10
নিচের কোনটি সঠিক?
(271)₈ এর সমকক্ষ হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি?
ক) B5
(37.125)₁₀ এর বাইনারি মান কত?
[কু. বোর্ড ২০১৭]
(127)₈ এর সমকক্ষ বাইনারি সংখ্যা কোনটি?
দশমিক সংখ্যা 91 এর অক্টাল রুপ কোনটি?
ক) 133
(77)₈ সংখ্যাটির সমতুল্য ডেসিমেল মান কত?
ক) ৫৬
বাইনারিতে একটি বইয়ের দাম 1001011 টাকা হলে ডেসিমেলে কত?
ক) 70
সংখ্যা পদ্ধতির সকল টপিকের ভিডিও টিউটোরিয়াল পেতে নিচের প্লেলিস্টটি দেখো-
(10)₂ এর পূর্বের সংখ্যা কোনটি?
নিচের হেক্সাডেসিমেল ক্রমটিতে ‘?’ চিন্তিত অংশে কোনটি হবে?
8, 9, A, B, C, D, E, F, ?
1, 8, F ক্রমটির পরবর্তী মান কত?
[চ. বোর্ড ২০১৭]
ক) A
1, 8, F ক্রমটির চতুর্থ পদ কত?
ক) A
4, 8, C অনুক্রমটির পরের মান কত?
[সকল. বোর্ড ২০১৮]
ক) D
(5A)₁₆ এর পরের সংখ্যাটি কত?
[ঢা. বোর্ড ২০২৩]
ক) (6A)₁₆
4, 8, C অনুক্রমটির ৫ম পদ কত?
ক) D
8, A, C, E অনুক্রমটির ষষ্ঠ পদ কত?
ক)
[চ. বোর্ড ২০১৭]
[ম. বোর্ড ২০২৩]
(1011.11)₂ + (1101.10)₂ = (?)₂
ক) 10111.10
(1000.11100)2 – (101.01001)2 = ?
[ম. বোর্ড ২০২৩]
ক) 0011.10011
(1010.1101)2 + (101.101)2 = ?
[দি. বোর্ড ২০২৩]
ক) (10000.0111)2
ক্লাসে একজন শিক্ষক (1011.11)₂ ও (1101.10)₂ এর যোগফল নির্ণয় করতে বললেন। একজন শিক্ষার্থী (11011.11)₂ লিখল। সে কত বেশি লিখল?
[চ. বোর্ড ২০১৯]
ক) 10.10
(A+B+C)₁₆ এর সমতুল্য মান কোনটি?
[কু. বোর্ড ২০১৯]
ক) (33)8
(A)₁₆ + (10)₂ + (7)₈ এর মান হতে পারে-
[চ. বোর্ড ২০১৯]
i. (13)16
ii. (23)8
iii. (10011)2
নিচের কোনটি সঠিক?
(AB)₁₆ – (110)₂ + (17)₈ এর মান হতে পারে-
i. (B4)16
ii. (264)8
iii. (101101101)2
নিচের কোনটি সঠিক?
(100)₈ এর পূর্বের সংখ্যা কোনটি?
ABC এর পূর্বের ও পরের সংখ্যার যোগফল কোনটি?
ক) ১৫৭৭
BC এর পূর্বের ও পরের সংখ্যা দুটির গড় মান হতে পারে-
i. (178)16
ii. (188)10
iii. (274)8
নিচের কোনটি সঠিক?
EFF এর পরের সংখ্যা কোনটি?
[সি. বোর্ড ২০১৯]
ক)100
(17)₈ এর পরের সংখ্যা কোনটি?
[ঢা. বোর্ড ২০১৯]
ক) 14
(10)₂+(10)₈+(10)₁₀+(10)₁₆ এর ডেসিমেল নির্দেশক কোনটি?
ক
দুটি সংখ্যার পার্থক্য (1F)16 । ১ম সংখ্যাটি (58)10 হলে ২য় সংখ্যাটি কত?
[য. বোর্ড ২০২৩]
ক) (11011)2
খ) (11111)2
গ) (110010)2
ঘ) (11010)2
(10)₁₆ এর পূর্বের মান কত?
[দি. বোর্ড ২০১৯]
ক) 1
অষ্টাল সংখ্যা পদ্ধতিতে 277 এর পরবর্তী সংখ্যা কোনটি?
[কু. বোর্ড ২০১৬]
ক) 100
সংখ্যা পদ্ধতির সকল টপিকের ভিডিও টিউটোরিয়াল পেতে নিচের প্লেলিস্টটি দেখো-
দশমিক সংখ্যা +12 এর ২ এর পরিপূরক কত?
[রা. বোর্ড ২০১৭]
ক) 00001100
২ এর পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়?
[কু. বোর্ড ২০২৩]
ক) যোগ করে
খ) বিয়োগ করে
গ) ভাগ করে
ঘ) গুণ করে
-5 এর ২ এর পরিপূরক মান কত?
[ঢা. বোর্ড ২০১৬]
ক) 1101
(25)₁₀ এর ১ এর পরিপূরক মান কোনটি?
[রা. বোর্ড ২০২৩]
ক) ০০০১১০০১
খ) ১১১০০১১০
গ) ১১১০০১১১
ঘ) ১১০০০১১০
কোন পরিপূরক পদ্ধতিটি কম্পিউটারে বা ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত হয়?
ক) ১ এর পরিপূরক
২ এর পরিপূরক নির্ণয়ের সুত্র কোনটি?
2 এর পরিপূরক পদ্ধতিতে রেজিস্টারে সংরক্ষিত 11110001 এর ডেসিমেল মান কত?
ক) -14
বাইনারি সংখ্যা 01010 এর ২-এর পরিপূরক কোনটি?
ক
দশমিক সংখ্যা 13 এর 2’S Complement কত?
[সি. বোর্ড ২০২৩]
ক) 00001100
খ) 11110101
গ) 11110011
ঘ) 11110100
ডিজিটাল ডিভাইসে (-10)₁₀ এর বাইনারি মান হলো-
i. 10001010
ii. 11110101
iii. 11110110
নিচের কোনটি সঠিক?
-(42)₁₀ সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত গঠন হলো-
[ব. বোর্ড ২০১৬]
i. প্রকৃত মান গঠন
ii.
iii.
নিচের কোনটি সঠিক?
–
ক
(-293)
[য. বোর্ড ২০২৩]
ক) ৮
খ) ১৬
গ) ৩২
ঘ) ৬৪
♦ ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো।
♦ HSC ICT তৃতীয় অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।
♦ ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।
BCD এর পূর্ণরুপ-
BCD কত বিটের?
[ব. বোর্ড ২০১৬]
ক) ৪
(78)₁₀ এর সমতুল্য BCD কোড কোনটি ?
[রা. বোর্ড ২০১৬]
(72)₁₀ এর BCD কোড কোনটি ?
[ব. বোর্ড ২০১৬]
(275)₁₀ এর সমতুল্য BCD কোড কোনটি ?
i. 001101001010
ii. 001101000111
iii. 011001111010
নিচের কোনটি সঠিক?
ক
আলফানিউমেরিক ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়-
[রা. বোর্ড ২০১৬]
i. ASCII
ii. EBCDIC
iii. Unicode
নিচের কোনটি সঠিক?
ASCII কত বিটের কোড?
কোনটি ৮ বিটের কোড?
[য. বোর্ড ২০১৯]
i. ASCII
ii. EBCDIC
iii. BCD code
নিচের কোনটি সঠিক?
সকল মাইক্রো কম্পিউটারে ইংরেজি বর্ণকে অন্তর্ভুক্ত করা যায় –
[চ. বোর্ড ২০১৭]
i. ASCII দ্বারা
ii. EBCDIC দ্বারা
iii. Unicode দ্বারা
নিচের কোনটি সঠিক?
ASCII-8 কোডের মাধ্যমে কতটি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়?
[কু. বোর্ড ২০১৭]
ASCII-8 কোডে সংখ্যাসূচক বিট কতটি?
[রা. বোর্ড ২০১৬]
ASCII কোডে যান্ত্রিক নিয়ন্ত্রণের জন্য কতটি কোড ব্যবহৃত হয়?
[দি. বোর্ড ২০২৩]
ক) ৮
খ) ১৬
গ) ৩২
ঘ) ৬৪
অ্যাসকিতে প্রতীক নির্দেশক কোড কয়টি?
[চ. বোর্ড ২০২৩]
ক) ১৬
খ) ৩২
গ) ৬৪
ঘ) ৯৬
প্যারিটি বিটযুক্ত কোড কত বিটের?
[ঢা. বোর্ড ২০১৭]
মেসেঞ্জারে ব্যবহৃত Emoji কোন কোডের মাধ্যেমে উপস্থাপন করা হয়?
ক
বাংলা বর্ণমালা কোন কোডভূক্ত?
[রা. বোর্ড ২০১৬]
ক
ইউনিকোডের সাহায্যে কতগুলো চিহ্নকে অদ্বিতীয়ভাবে কোডভুক্ত করা যায়?
[সকল. বোর্ড ২০১৮]
ইউনিকোড কত বিটের?
[রা. বোর্ড ২০১৬]
ক) ৪
বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহৃত হয়?
[সি. বোর্ড ২০১৭]
নিচের কোনটি ১৬ বিটের কোড?
[রা. বোর্ড ২০১৯]
সংখ্যা পদ্ধতির সকল টপিকের ভিডিও টিউটোরিয়াল পেতে নিচের প্লেলিস্টটি দেখো-
নিচের উদ্দীপকটি পড় এবং ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও:
কম্পিউটার শিক্ষক জনাব সফিক স্যার বোর্ডে (77)₈ সংখ্যা লিখলেন।
১। উদ্দীপকে উল্লিখিত সংখ্যাটির দশমিক সংখ্যা হলো-
[য. বোর্ড ২০১৭]
ক
২। উদ্দীপকের সংখ্যাটির পরবর্তী সংখ্যা কোনটি?
[য. বোর্ড ২০১৭]
ক
নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
‘Q’ নির্বাচনী পরীক্ষায় ICT বিষয়ে
৩। উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির হেক্সাডেসিমেল সংখ্যা হলো-
[ব. বোর্ড ২০১৯]
ক
৪। উদ্দীপকে বর্ণিত সংখ্যাটির আগের সংখ্যা কত?
[ব. বোর্ড ২০১৯]
ক
নিচের উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও:
শিক্ষক ছাত্রকে রোল নং জিজ্ঞাসা করলেন । ছাত্রটি বাইনারি পদ্ধতিতে রোল নং ১১০১ বলল।
৫। উদ্দীপকে উল্লিখিত সংখ্যার সাথে (1001)₂ এর যোগফল কত?
[কু. বোর্ড ২০১৬]
ক
৬। উদ্দীপকের রোল নং এর সমকক্ষ সংখ্যা হলো-
[কু. বোর্ড ২০১৬]
i. (13)₁₀
ii. (11)16
iii. (15)8
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:
মি. আতিক কামালকে বলল, “তোমার বয়স কত?” কামাল বলল যে তার বয়স
৭। কামালের বয়সের সমকক্ষ সংখ্যা হলো-
[দি. বোর্ড ২০১৭]
ক
৮। দশ বছর পর কামালের বয়স বাইনারিতে কত?
[দি. বোর্ড ২০১৭]
ক
নিচের উদ্দীপকটি পড় এবং ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:
ক্লাসে শিক্ষক আতিককে তার বয়স জিজ্ঞেস করেন। আতিক বলল, তার বয়স
৯। আতিকের বয়সের সমকক্ষ সংখ্যা হলো-
[ঢা. বোর্ড ২০২৩]
ক
১০। দশ বছর পর আতিকের বয়স হেক্সাডেসিমেলে কত হবে?
[ঢা. বোর্ড ২০২৩]
ক
নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও:
১১। উদ্দীপকের সংখ্যাটির সমকক্ষ দশমিক সংখ্যা কত?
[কু. বোর্ড ২০২৩]
ক) ৬১
খ) ৭১
গ) ৮১
ঘ) ৯১
১২। উদ্দীপকে করিমের রোলের সাথে (৫)১০ যোগ করলে সংখ্যাটি কত হবে?
[কু. বোর্ড ২০২৩]
ক) (২৮)৮
খ) (৬৬)১০
গ) (১০০০০১১)২
ঘ) (২৪)১৬
নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও:
একজন ফল বিক্রেতা (5A)₁₆ টাকার আপেল ও (50)₈ টাকার কমলা বিক্রয় করে সর্বমোট (20)₈ টাকা লাভ করে।
১৩। দশমিক পদ্ধতি বিক্রেতার লাভের পরিমাণ কত?
[চ. বোর্ড ২০২৩]
ক) ১০
খ) ১৬
গ) ২০
ঘ) ২২
১৪। বিক্রেতার মোট বিক্রয়মূল্য অক্টাল পদ্ধতিতে কত?
[চ. বোর্ড ২০২৩]
ক) ২৮
খ) ১১০
গ) ১৩০
ঘ) ২০২
27 এর উত্তর “খ” হবে..
Vaiya akhane ki all subject mcq pawa jai naki
Ami student
আমার অনেক ভালো।লাগলো আপনাদের এই আইসিটি অধ্যায় গুলো আসা করি অন্য বিষয় সম্পর্কে ও জানতে পারবো
Akhne ki five unit pawa jabe?