MCQ স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইট, IP Address ও URL

ওয়েব ডিজাইন

১। Google.com কী?

ক) Engine        খ) Search Engine

গ) Protocol       ঘ) IP Address

 

২। ওয়েবসাইটের লে-আউটকে কী বলা হয়?

ক) টেমপ্লেট       খ) টেক্সট

গ) ফরমেটিং      ঘ) ট্যাগ

 

৩। ওয়েব ব্রাউজার

i. Internet Explorer    ii. Google Chrome      iii. Mozilla Firefox

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii        খ) i ও iii

গ) ii ও iii       ঘ) i, ii ও iii

 

৪। ওয়েবপেজের কনটেন্ট হিসাবে থাকে-

i. টেক্সট    ii. ভিডিও      iii. অ্যানিমেশন

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii        খ) i ও iii

গ) ii ও iii       ঘ) i, ii ও iii

 

৫। কোন ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে যে পেইজটি প্রদর্শিত হয় তাকে কী বলে?

ক) হোম পেইজ          খ) সাব-পেইজ

গ) লিঙ্কিং পেইজ         ঘ) মূলধারার পেইজ

 

নিচের উদ্দীপকটি পড় এবং ৬ নং প্রশ্নের উত্তর দাও:

জসিম একটি ওয়েবসাইট তৈরি করে তার ব্যক্তিগত সকল তথ্য বিন্যস্ত করলেন। ছবি ও ভিডিও যুক্ত করার জন্য নতুন অপর একটি ওয়েবপেইজ তৈরি করলেন।

৬। জসিমের কাজকে বলা হয়-

ক) ওয়েব হোস্টিং    খ) ওয়েব লিংক

গ) ওয়েব ইনফো     ঘ) ওয়েব ডিজাইন

 

৭। ওয়েব সম্পর্কে প্রাথমিক ধারণা কে দেন?

ক) বিল গেটস                 খ) টিম বার্নারস লী

গ) ম্যাক অ্যান্ডারসন       ঘ) এরিক বিনা

 

৮। যে কম্পিউটারে ওয়েবপেইজ হোস্ট করা হয় তাকে কী বলে?

ক) ক্লায়েন্ট কম্পিউটার

খ) সার্ভার কম্পিউটার

গ) সুপার কম্পিউটার

ঘ) মেইনফ্রেম কম্পিউটার

 

৯। নিচের কোনটি CSS এর পূর্ণরূপ?

ক) Computer Sheets Style

খ) Cascading Style Sheet

গ) Cascading Sheets Style

ঘ) Calculating Style Sheets

 

১০। ডাইনামিক ওয়েবসাইট তৈরির করার জন্য প্রয়োজন-

i. HTML     ii. MySQL    iii. PHP

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii             খ) i ও iii

গ) ii ও iii           ঘ) i, ii ও iii

আরো পড়ুন ::  HTML MCQ লিস্ট, চিত্র, হাইপারলিংক ও টেবিল সম্পর্কিত

 


১।খ , ২।ক, ৩।ঘ, ৪।ঘ, ৫।ক, ৬।ঘ, ৭।খ, ৮।খ, ৯।খ, ১০।ঘ


ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো। 

HSC ICT চতুর্থ অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।

ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।

 

১১। গঠন বৈচিত্রের ওপর ভিত্তি করে ওয়েবসাইট কয় প্রকার?

ক) ২      খ) ৩

গ) ৪       ঘ) ৫

 

১২। ডেটাবেজের সাথে সংযোগ থাকে কোন ওয়েবসাইটের?

ক) স্ট্যাটিক         খ) ডাইনামিক

গ) গ্লোবাল           ঘ) নরমাল

 

১৩। ডাইনামিক ওয়েবসাইট হল-

i. ইন্টারেক্টিভ ওয়েবসাইট

ii. দ্রুত ও দক্ষতার সহিত কন্টেন্ট আপডেট করা যায়।

iii. সহজেই ওয়েবপেইজের লে-আউট পরিবর্তন করা যায়।

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii             খ) i ও iii

গ) ii ও iii           ঘ) i, ii ও iii

 

১৪। ডাইনামিক ওয়েবপেইজের এক্সটেনশন হল-

i. .html      ii. .php     iii. .asp

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii             খ) i ও iii

গ) ii ও iii           ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি পড় এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাওঃ

রকিব এমন একটি ওয়েবসাইট তৈরি করল, যেখানে যেকোন ব্যবহারকারী কমেন্ট করতে পারে এবং তার রিপ্লাই দিতে পারে। অপরদিকে নিরব এমন একটি ওয়েবসাইট তৈরি করে, যেখানে কমেন্ট করা যায় না।

১৫। রকিবের ওয়েবসাইটটি তৈরিতে ব্যবহৃত হয়-

i. .html      ii. .php     iii. .asp

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii             খ) i ও iii

গ) ii ও iii           ঘ) i, ii ও iii

 

১৬। নিরবের ওয়েবসাইটে ব্যবহৃত হয়েছে-

i. .html      ii. .php     iii. .css

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii             খ) i ও iii

গ) ii ও iii           ঘ) i, ii ও iii

 

১৭। সারা বিশ্বের ডোমেইন নেইম যে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করে সেটি হলো ?

ক) ICANN       খ) ICCNN

গ) CCNA         ঘ) ISDN

 

১৮। http এর পূর্ণরূপ কি?

আরো পড়ুন ::  HTML MCQ লিস্ট, চিত্র, হাইপারলিংক ও টেবিল সম্পর্কিত

ক) Hyper Text Tranmit Protocol

খ) Hyper Time Tranmit Protocol

গ) Hyper Text Transfer Protocol

ঘ) Hyper Term Transfer Protocol

 

১৯। URL এর পূর্ণরূপ হলো?

ক) Uniform Resource Locator

খ) Uniform Resource Line

গ) Unicode Resource Locator

ঘ) Unique Resource Line

 

২০। http://www.bulbulcse.com এখানে bulbulcse দ্বারা কী বোঝানো হয়েছে?

ক) প্রোটোকল                 খ) ফাইল

গ) ডোমেইন নেইম         ঘ) ডিরেক্টরি

 


১১।ক, ১২।খ, ১৩।ক, ১৪।গ, ১৫।ঘ, ১৬।খ, ১৭।ক, ১৮।গ, ১৯।ক, ২০।গ 


 

২১। E-mail  ঠিকানায় @ চিহ্নের পরের অংশটি হলো-

ক) User Name  খ) Domain Name

গ) Host Name    ঘ) Protocol

 

২২। সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান হয় কোনটির মাধ্যমে?

ক) IP Address     খ) Search Engine

গ) html                ঘ) http

 

২৩। প্রতিটি ওয়েব অ্যাড্রেসের শুরুতে থাকে-

ক) www      খ) http

গ) html      ঘ) FTP

 

২৪। IP Address কত বিটের হয়?

ক) ৮      খ) ১৬

গ) ৩২    ঘ) ৬৪

 

২৫। URL-এর অংশগুলো হলো-

i. প্রোটকল      ii. হোস্টনেইম

iii. ডাইরেক্টরি বা ফাইল নেইম

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও ii       ঘ) i, ii ও iii

 

২৬। কান্ট্রি ডোমেইন-

i. ac      ii. au     iii. jm

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও ii         ঘ) i, ii ও iii

 

২৭। https://www.facebook.com এখানে s কী নির্দেশ করে?

ক) Server          খ) Security

গ) Services        ঘ) Save

 

২৮। http://www.yahoo.com এর সর্বশেষ অংশটির নাম কী?

ক) প্রোটোকল        খ) ডোমেইন নেইম

গ) ফাইল নেইম      ঘ) ডোমেইন প্রকৃতি

 

২৯। অলাভজনক প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত টপলেভেল ডোমেইন কোনটি?

ক) .gov           খ) .mil

গ) .org            ঘ) .com

আরো পড়ুন ::  HTML MCQ লিস্ট, চিত্র, হাইপারলিংক ও টেবিল সম্পর্কিত

 

৩০। ওয়েবপেইজের অ্যাড্রেস কে কি বলে?

ক) URL     খ) HTTP

গ) HTML      ঘ) WWW

 


২১।গ, ২২।ঘ, ২৩।খ, ২৪।গ, ২৫।ঘ, ২৬।ক, ২৭।খ, ২৮।ঘ, ২৯।গ, ৩০।ক


 

৩১। DNS এর পূর্ণরূপ কোনটি?

ক) Domain Name Server

খ) Domain Name System

গ) Domain Number System

ঘ) Domain Number of Server

 

৩২। ডোমেইন নেইম হলো –

ক) ওয়েব সাইটের একটি স্বতন্ত্র নাম

খ) সার্ভারের নাম

গ) ওয়েব ফাইলের নাম

ঘ) ফোল্ডারের নাম

 

৩৩। www এর পূর্ণরুপ কী?

ক) World Wide Web

খ) Word Wide Web

গ) Wireless Wide Web

ঘ) Wide Wireless Web

 

৩৪। ওয়েবপেইজ বেশি হলে কোন ধরনের স্ট্রাকচার বেশি ব্যবহৃত হয়?

ক) লিনিয়ার           খ) হায়ারার্কি

গ) নেটওয়ার্ক         ঘ) কম্বিনেশন

 

৩৫। ওয়েবসাইটে যে ধরনের স্ট্রাকচার বা কাঠামোগুলো বেশি ব্যবহৃত হয়-

i. লিনিয়ার স্ট্রাকচার

ii. হায়ারার্কি স্ট্রাকচার

iii. নেটওয়ার্ক স্ট্রাকচার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii            খ) i ও iii

গ) ii ও iii          ঘ) i, ii ও iii

 

৩৬। ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামো কী?

ক) হোমপেজ নির্ভর ওয়েবসাইট

খ) প্রতিটি পেইজের সাথে লিংক

গ) ওয়েবভিত্তিক যোগাযোগ

ঘ) দুটি পেইজের মধ্যে লিংক

 

নিচের উদ্দীপকটি পড় এবং ৩৭ নং প্রশ্নের উত্তর দাও:

দিদার ও তার বন্দুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করল, যেখানে ওয়েবপেইজসমূহ বহুস্তরে বিন্যস্ত। পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করল।

৩৭। ওয়েবসাইটটির স্ট্রাকচার কোনটি?

ক) লিনিয়ার           খ) ট্রি

গ) হাইব্রিড            ঘ) নেটওয়ার্ক

 

৩৮। শিক্ষামূলক বিষয়বস্তু যেমন বই, ম্যানুয়াল ইত্যাদি ওয়েবপেইজে উপস্থাপনের জন্য কোন স্ট্রাকচার ব্যবহৃত হয়?

ক) লিনিয়ার           খ) ট্রি

গ) হাইব্রিড            ঘ) নেটওয়ার্ক


৩১।খ, ৩২।ক, ৩৩।ক, ৩৪।খ, ৩৫।গ, ৩৬।ক, ৩৭।খ, ৩৮।ক


Written by,

Spread the love

One thought on “MCQ স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইট, IP Address ও URL

  1. ডাইনামিক ওয়েবসাইট কত বাইটেরর হবে
    ক,৩২
    খ,৪
    গ,৮
    ঘ,১০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *