HSC ICT Chapter 4 MCQ বোর্ড প্রশ্ন সমাধান ওয়েব ডিজাইন পরিচিতি

ওয়েব ডিজাইন

এই পাঠ শেষে যা যা শিখতে পারবে-

১। ওয়েব সম্পর্কিত MCQ এর উত্তর করতে পারবে।

২। স্ট্যাটিক ও ডায়নামিক ওয়েবসাইট সম্পর্কিত MCQ এর উত্তর করতে পারবে।

৩। URL সম্পর্কিত MCQ এর উত্তর করতে পারবে।

৪। ওয়েবসাইট কাঠামো সম্পর্কিত MCQ এর উত্তর করতে পারবে।

HSC ICT Chapter 4 এর ২০২৩, ২০১৯, ২০১৮, ২০১৭ ও ২০১৬ সালের বোর্ড প্রশ্ন সহ গুরুত্বপূর্ণ MCQ সমাধান। এই প্রশ্নগুলো বুঝে সমাধান করলে ভালো একটি প্রস্তুতি হবে বলে আশা করছি।

 

ওয়েব সম্পর্কে প্রাথমিক ধারণা কে দেন?

ক) বিল গেটস

খ) টিম বার্নারস লি

গ) ম্যাক অ্যান্ডারসন

ঘ) এরিক বিনা

 

টিম বার্নারস লি (Tim Berners-Lee) ওয়েব(WWW- World Wide Web) এর ধারণা দেন।
তিনি তখন সুইজারল্যান্ডের CERN নামক একটি গবেষণাগারে কর্মরত ছিলেন।

 

CERN কোথায় অবস্থিত?

[ঢা. বোর্ড ২০২৩] 

ক) ইতালি 

খ) আমেরিকা 

গ) ইংল্যান্ড 

ঘ) সুইজারল্যান্ড

 

www এর পূর্ণরুপ কী?

ক) World Wide Web

খ) Word Wide Web

গ) Wireless Wide Web

ঘ) Wide Wireless Web

 

ARPANET-Advanced Research Projects Administration Network
www-World Wide Web
CSS-Cascading Style Sheet 
URL-Uniform Resource Locator
http-Hyper Text Transfer Protocol
DNS-Domain Name System 
ISP-Internet Service Provider 
PHP-PHP: Hypertext Preprocessor
ASP-Active Server Page
JSP-Java Servlet Pages
HTTP–Hyper Text Transfer Protocol
HTTPS- Hyper Text Transfer Protocol Secure
FTP–File Transfer Protocol
IP–Internet Protocol
TCP-Transmission Control Protocol
ICANN-Internet Corporation for Assigned Names and Numbers

 

Google.com কী?

[য. বোর্ড ২০১৬]

ক) Engine

খ) Search Engine

গ) Protocol

ঘ) IP Address

 

বর্তমানে,সর্বাধিক জনপ্রিয় এবং সুপরিচিত সার্চ ইঞ্জিন হলো Google। 
অন্যান্য জনপ্রিয় সার্চ ইঞ্জিনগুলোর মধ্যে রয়েছে AOL, Ask.com, Baidu, Bing, Yahoo এবং বাংলাদেশী পিপীলিকা ইত্যাদি। 

সার্চ ইঞ্জিন হলো

[ময়মনসিংহ. বোর্ড ২০২৩]  

i. google

ii. mozilla

iii. yahoo

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii        খ) i ও iii

গ) ii ও iii       ঘ) i, ii ও iii

 

ওয়েবসাইটের লে-আউটকে কী বলা হয়?

ক) টেমপ্লেট

খ) টেক্সট

গ) ফরমেটিং

ঘ) ট্যাগ

 

ওয়েব ব্রাউজার

[কু. বোর্ড ২০১৭] 

i. গুগল ক্রোম

ii. সাফারি

iii. ইউটিউব

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii        খ) i ও iii

গ) ii ও iii       ঘ) i, ii ও iii


 

ওয়েব ব্রাউজিং সফটওয়্যার হলো-

i. Internet Explorer

ii. Open

iii. Mozila Firfox

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii             খ) i ও iii

গ) ii ও iii            ঘ) i, ii ও iii

 

ব্রাউজার- Internet Explorer, Microsoft Edge, Google Chrome, Mozilla Firefox, Apple Safari, Opera, Netscape Navigator, Mosaic ইত্যাদি।

 

কোনটি ওয়েব ব্রাউজার?

ক) Firefox

খ) Microsoft outlook

গ) Yahoo

ঘ) Google Gmail


HTML Editor কোনটি?

ক) Notepad

খ) Firefox

গ) Internet Explorer

ঘ) MS Word

 

এডিটর- Notepad, Notepad++, Sublime Text, Adobe Dreamweaver ইত্যাদি।

 

হোমপেজ দেখার জন্য আব্যশক-

[চ. বোর্ড ২০১৬] 

i. ওয়েব ব্রাউজার

ii. সার্চ ইঞ্জিন

iii. ইন্টারনেট

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii           খ) i ও iii

গ) ii ও iii          ঘ) i, ii ও iii

 

ওয়েবপেজের কনটেন্ট হিসাবে থাকে-

[মা. বোর্ড ২০১৯] 

i. টেক্সট

ii. অডিও

iii. ভিডিও

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii        খ) i ও iii

গ) ii ও iii       ঘ) i, ii ও iii

 

কোন ওয়েবসাইটে প্রবেশ করলে প্রথমে যে পেইজটি প্রদর্শিত হয় তাকে কী বলে?

ক) হোম পেইজ

আরো পড়ুন ::  HSC ICT Chapter 4 MCQ বোর্ড প্রশ্ন সমাধান HTML

খ) সাব-পেইজ

গ) লিঙ্কিং পেইজ

ঘ) মূলধারার পেইজ

 

যে কম্পিউটারে ওয়েবপেইজ হোস্ট করা হয় তাকে কী বলে?

ক) ক্লায়েন্ট কম্পিউটার

খ) সার্ভার কম্পিউটার

গ) সুপার কম্পিউটার

ঘ) মেইনফ্রেম কম্পিউটার

 

সার্ভার কম্পিউটার হল এক ধরনের কম্পিউটার সিস্টেম যা একটি নেটওয়ার্কের মধ্যে ক্লায়েন্ট কম্পিউটারে পরিষেবা দেয়। 
ইন্টারনেটে আমরা যে কনটেন্ট দেখি তা কোন না কোন সার্ভার কম্পিউটারে সংরক্ষিত রয়েছে।
ওয়েবসাইটগুলো তৈরি করার পর তা ইন্টারনেটে পাবিলিশ করতে সার্ভারে আপলোড করতে হয়। 

 

ওয়েবসাইট হোস্টিং করে কোথায় রাখা হয়?

[ময়মনসিংহ. বোর্ড ২০২৩]  

ক) র‍্যামে 

খ) হোমপেজে 

গ) হার্ডডিস্কে

ঘ) সার্ভারে 

 

নিচের কোনটি CSS এর পূর্ণরূপ?

ক) Computer Sheets Style

খ) Cascading Style Sheet

গ) Cascading Sheets Style

ঘ) Calculating Style Sheets

ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো। 

HSC ICT চতুর্থ অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।

ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।

 

গঠন বৈচিত্রের ওপর ভিত্তি করে ওয়েবসাইট কয় প্রকার?

ক)

খ) ৩

গ) ৪

ঘ) ৫

 

স্ট্যাটিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য কোনটি? 

[ব. বোর্ড ২০১৯] 

ক) ওয়েবপেজ গুলোর কনটেন্ট অনির্দিষ্ট থাকে 

খ) ব্রাউজারে দ্রুত লোড হয় 

গ) ডেটাবেজ ব্যবহার করা যায় 

ঘ) ইনপুট দেয়ার ব্যবস্থা থাকে 

 

ডাইনামিক ওয়েবসাইট তৈরির করার জন্য প্রয়োজন-

i. HTML

ii. MySQL

iii. PHP

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii             খ) i ও iii

গ) ii ও iii           ঘ) i, ii ও iii

 

ডাইনামিক ওয়েবসাইট তৈরি করার জন্য HTML,CSS এর সাথে স্ক্রিপ্টিং ভাষা যেমন- PHP, ASP.Net, JSP ইত্যাদি এবং ডেটাবেজ যেমন- MySQL বা SQL বা Oracle ইত্যাদি ব্যবহার করা হয়।

 

ডেটাবেজের সাথে সংযোগ থাকে কোন ওয়েবসাইটের?

ক) স্ট্যাটিক

খ) ডাইনামিক

গ) গ্লোবাল

ঘ) নরমাল

 

ডাইনামিক ওয়েবসাইট হল-

i. ইন্টারেক্টিভ ওয়েবসাইট

ii. দ্রুত ও দক্ষতার সাথে কন্টেন্ট আপডেট করা যায়

iii. সহজেই ওয়েবপেইজের লে-আউট পরিবর্তন করা যায়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii             খ) i ও iii

গ) ii ও iii           ঘ) i, ii ও iii

 

ডাইনামিক ওয়েবপেইজের এক্সটেনশন হল-

i. .html

ii. .php

iii. .asp

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii             খ) i ও iii

গ) ii ও iii           ঘ) i, ii ও iii

 

ডাইনামিক ওয়েবপেইজের এক্সটেনশন .php বা .asp বা .jsp হয়।
স্ট্যাটিক ওয়েবপেইজের এক্সটেনশন .html বা .htm হয়।

 

URL এর পূর্ণরূপ হলো?

ক) Uniform Resource Locator

খ) Uniform Resource Line

গ) Unicode Resource Locator

ঘ) Unique Resource Line

 

URL হলো ওয়েবপেজের- 

[দি. বোর্ড ২০১৯]

ক) লিংক

খ) এড্রেস

গ) হোমপেজ

ঘ) সার্ভার

 

ওয়েবপেইজের অ্যাড্রেস কে কী বলে?

[সি. বোর্ড ২০১৭]

ক) URL

খ) HTTP

গ) HTML

ঘ) WWW

 

ওয়েবসাইটের একক ঠিকানা- 

[ঢা. বোর্ড ২০১৯, কু. বোর্ড ২০২৩]

ক) IP Address 

খ) URL

গ) HTTP

ঘ) HTML 

 

URL-এর অংশগুলো হলো-

[রা. বোর্ড ২০১৭]

i. প্রোটকল

ii. হোস্টনেইম

iii. ডাইরেক্টরি বা ফাইল নেইম

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও ii       ঘ) i, ii ও iii

 

ওয়েব অ্যাড্রেস বা URL এর বিভিন্ন অংশ- 

 

URL এর বিভিন্ন অংশ

 

সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান হয় কোনটির মাধ্যমে?

ক) IP Address

খ) Search Engine

গ) html

ঘ) http

 

কম্পিউটার নেটওয়ার্কে ডেটা গ্রহণ ও প্রদানের নিয়মকে কী বলে?

[য. বোর্ড ২০২৩] 

ক) IP Address

আরো পড়ুন ::  HSC ICT Chapter 4 MCQ বোর্ড প্রশ্ন সমাধান HTML

খ) URL

গ) Browser

ঘ) Protocol

 

প্রতিটি ওয়েব অ্যাড্রেসের শুরুতে থাকে-

ক) www

খ) http

গ) html

ঘ) FTP

 

http এর পূর্ণরূপ কি?

[কু. বোর্ড ২০১৬]

ক) Hyper Text Tranmit Protocol

খ) Hyper Time Tranmit Protocol

গ) Hyper Text Transfer Protocol

ঘ) Hyper Term Transfer Protocol

 

E-mail  ঠিকানায় @ চিহ্নের পরের অংশটি হলো-

ক) User Name

খ) Domain Name

গ) Host Name

ঘ) Protocol

 

https://www.facebook.com এখানে s কী নির্দেশ করে?

ক) Server

খ) Security

গ) Services

ঘ) Save

 

http://www.abc.com এড্রেসটিতে ব্যবহৃত বিভিন্ন অংশ- 

[য. বোর্ড ২০২৩]

i. Protocol

ii. Domain Name

iii. Directory path

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও ii         ঘ) i, ii ও iii

 

ডোমেইন নাম হলো –

[য. বোর্ড ২০১৭, কু. বোর্ড ২০২৩]

ক) ওয়েব সাইটের একটি স্বতন্ত্র নাম

খ) সার্ভারের নাম

গ) ওয়েব ফাইলের নাম

ঘ) ফোল্ডারের নাম

 

http://www.bulbulcse.com এখানে bulbulcse দ্বারা কী বোঝানো হয়েছে?

ক) প্রোটোকল

খ) ফাইল

গ) ডোমেইন নেইম

ঘ) ডিরেক্টরি

 

কান্ট্রি ডোমেইন-

i. ac

ii. au

iii. jm

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও ii         ঘ) i, ii ও iii

 

Country Domain

 

http://www.yahoo.com এর সর্বশেষ অংশটির নাম কী?

[ঢা. বোর্ড ২০১৬]

ক) প্রোটোকল

খ) ডোমেইন নেইম

গ) ফাইল নেইম

ঘ) ডোমেইন প্রকৃতি

 

http://www.moedu.gov/home/tag এখানে টপ লেভেল ডোমেইন কোনটি?

[দি. বোর্ড ২০১৯]

ক) www.moedu.gov

খ) www

গ) www.moedu

ঘ) gov

 

অলাভজনক প্রতিষ্ঠানের জন্য ব্যবহৃত টপলেভেল ডোমেইন কোনটি?

ক) .gov

খ) .mil

গ) .org

ঘ) .com

 

জেনেরিক ডোমেইন

 

শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপলেভেল ডোমেইন কোনটি?

[ব. বোর্ড ২০১৯]

ক) .gov

খ) .com

গ) .edu

ঘ) .org

 

.edu দ্বারা কোন ধরণের ডোমেইনকে বোঝায়? 

ক) সামরিক 

খ) শিক্ষামূলক 

গ) ব্যবসায়িক 

ঘ) সাংগঠনিক 

 

সারা বিশ্বের ডোমেইন নেইম নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান?

[রা. বোর্ড ২০১৯] 

ক) ICANN

খ) ICCNN

গ) CCNA

ঘ) ISDN

 

IP Address কত বিটের হয়?

ক) ৮

খ) ১৬

গ) ৩২

ঘ) ৬৪

 

IPV4

IPV6

Internet Protocol Version-4 Internet Protocol Version-6
IPV4 এ প্রতিটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট চারটি অংশ বা অকটেট থাকে এবং প্রতি অংশে ৮ বিট অর্থাৎ মোট ৩২ বিট প্রয়োজন। IPV6 এ প্রতিটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট আটটি অংশ থাকে এবং প্রতি অংশে ১৬ বিট অর্থাৎ মোট ১২৮ বিট প্রয়োজন।
Decimal ফরম্যাটে লেখা হয়। Hexadecimal ফরম্যাটে লেখা হয়।
IPV4 এ মোট ২৩২ সংখ্যক অদ্বিতীয় অ্যাড্রেস পাওয়া যায়। IPV6 দ্বারা মোট ২১২৮ সংখ্যক অদ্বিতীয় অ্যাড্রেস তৈরি করা সম্ভব।

 

আইপি অ্যাড্রেস (IPV4) কত বিটের?

[চ. বোর্ড ২০১৯]  

ক) ৮

খ) ১৬

গ) ৩২

ঘ) ৬৪

 

একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য মোট কতটি বিটের প্রয়োজন?

[সি. বোর্ড ২০১৯, চ. বোর্ড ২০১৬]  

ক) ৮

খ) ১৬

গ) ৩২

ঘ) ৬৪

 

HSC ICT Chapter 4 এর সকল ভিডিও

 

DNS এর পূর্ণরূপ কোনটি?

ক) Domain Name Server

খ) Domain Name System

গ) Domain Number System

ঘ) Domain Number of Server

 

ISP এর পূর্ণরূপ কোনটি?

[দি. বোর্ড ২০১৭]  

ক) Internet Super Power

খ) Internet Server Provider 

গ) Internet Server Program

ঘ) Internet Service Provider

 

ওয়েবপেইজ বেশি হলে কোন ধরনের স্ট্রাকচার বেশি ব্যবহৃত হয়?

ক) লিনিয়ার

খ) হায়ারার্কি

আরো পড়ুন ::  HSC ICT Chapter 4 MCQ বোর্ড প্রশ্ন সমাধান HTML

গ) নেটওয়ার্ক

ঘ) কম্বিনেশন

 

কোন ওয়েবসাইট কাঠামোতে যেকোন পেজ থেকে সরাসরি হোম পেজে যাওয়া যায়? 

[রা. বোর্ড ২০১৯]

ক) লিনিয়ার

খ) হায়ারার্কি

গ) নেটওয়ার্ক

ঘ) কম্বিনেশন 

 

শিক্ষামূলক বিষয়বস্তু যেমন বই, ম্যানুয়াল ইত্যাদি ওয়েবপেইজে উপস্থাপনের জন্য কোন স্ট্রাকচার ব্যবহৃত হয়?

ক) লিনিয়ার

খ) ট্রি

গ) হাইব্রিড

ঘ) নেটওয়ার্ক

 

ওয়েবসাইটে যে ধরনের স্ট্রাকচার বা কাঠামোগুলো বেশি ব্যবহৃত হয়-

i. লিনিয়ার স্ট্রাকচার

ii. হায়ারার্কি স্ট্রাকচার

iii. নেটওয়ার্ক স্ট্রাকচার

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii            খ) i ও iii

গ) ii ও iii          ঘ) i, ii ও iii

 

ওয়েবসাইটের হায়ারার্কিক্যাল কাঠামো কী?

[রা. বোর্ড ২০১৬]

ক) হোমপেজ নির্ভর ওয়েবসাইট

খ) প্রতিটি পেইজের সাথে লিংক

গ) ওয়েবভিত্তিক যোগাযোগ

ঘ) দুটি পেইজের মধ্যে লিংক

 

নিচের উদ্দীপকটি পড় এবং ১ ও ২ নং প্রশ্নের উত্তর দাও:

দিদার ও তার বন্দুরা মিলে একটি ওয়েবসাইট তৈরি করল, যেখানে ওয়েবপেইজসমূহ বহুস্তরে বিন্যস্ত। পরবর্তীতে ওয়েবসাইটটিকে ইন্টারনেটে প্রদর্শনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করল।

১। ওয়েবসাইটটির স্ট্রাকচার কোনটি? 

[সকল বোর্ড ২০১৮] 

ক) লিনিয়ার

খ) ট্রি

গ) হাইব্রিড

ঘ) নেটওয়ার্ক

 

২। গৃহীত পদক্ষেপসমূহ হচ্ছে- 

[সকল বোর্ড ২০১৮] 

i. ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা

ii. ওয়েবপেজসমূহ সমান করা

iii. ওয়েবসাইট হোস্টিং করা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii            খ) i ও iii

গ) ii ও iii           ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:

জসিম একটি ওয়েবসাইট তৈরি করে তার ব্যক্তিগত সকল তথ্য বিন্যস্ত করলেন। ছবি ও ভিডিও যুক্ত করার জন্য নতুন অপর একটি ওয়েবপেইজ তৈরি করলেন।

৩। জসিমের কাজকে বলা হয়- 

ক) ওয়েব হোস্টিং

খ) ওয়েব লিংক

গ) ওয়েব ইনফো

ঘ) ওয়েব ডিজাইন

 

৪। জসিমের কাজকে বলা হয়- 

ক) ওয়েব হোস্টিং

খ) ওয়েব লিংক

গ) ওয়েব ইনফো

ঘ) ওয়েব ডিজাইন

 

নিচের উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাওঃ

রকিব এমন একটি ওয়েবসাইট তৈরি করল, যেখানে যেকোন ব্যবহারকারী কমেন্ট করতে পারে এবং তার রিপ্লাই দিতে পারে। অপরদিকে নিরব এমন একটি ওয়েবসাইট তৈরি করে, যেখানে কমেন্ট করা যায় না।

৫। রকিবের ওয়েবসাইটটি তৈরিতে ব্যবহৃত হয়-

i. html

ii. php

iii. asp

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii             খ) i ও iii

গ) ii ও iii           ঘ) i, ii ও iii

 

৬। নিরবের ওয়েবসাইটে ব্যবহৃত হয়েছে-

i. html

ii. php

iii. css

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii             খ) i ও iii

গ) ii ও iii           ঘ) i, ii ও iii

 

নিচের উদ্দীপকটি পড় এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাওঃ

তমালের তৈরিকৃত ওয়েবপেজটি লোডিং করার পরও ডেটার মান পরিবর্তন করতে পারছে না। এ সমস্যা সমাধানের জন্য তার শিক্ষক তাকে কয়েকটি ভাষা ব্যবহারের পরামর্শ দিলেন।

৭। তমালের তৈরিকৃত ওয়েবপেজটি কোন ধরণের? 

[ঢা. বোর্ড ২০১৯]

ক) ডায়নামিক 

খ) স্ট্যাটিক 

গ) লোকাল 

ঘ) রিমোট 

 

৮। ওয়েবপেজের সমস্যা সমাধানের উপযোগী ভাষা হলো- 

[ঢা. বোর্ড ২০১৯]

i. ASP

ii. PHP

iii. JSP

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii            খ) i ও iii

গ) ii ও iii           ঘ) i, ii ও iii


Written by,

Spread the love

One thought on “HSC ICT Chapter 4 MCQ বোর্ড প্রশ্ন সমাধান ওয়েব ডিজাইন পরিচিতি

  1. ডাইনামিক ওয়েবসাইট কত বাইটেরর হবে
    ক,৩২
    খ,৪
    গ,৮
    ঘ,১০

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *