
ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ
১। কবিতা, গল্প ইত্যাদি লেখার জন্য আমারা কোন সফটওয়্যার ব্যবহার করি¬? (জ্ঞান)
ক) স্প্রেডশিট প্রোগ্রাম
খ) পাওযারপয়েন্ট প্রোগ্রাম
গ) ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম
ঘ) ভিজুয়াল বেসিক প্রোগ্রাম
২। পরীক্ষার ফলাফল প্রস্তুত করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক) স্প্রেডশিট প্রোগ্রাম
খ) পাওয়ারপয়েন্ট প্রোগ্রাম
গ) ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম
ঘ) ভিজুয়াল বেসিক প্রোগ্রাম
৩। ব্যবসায়িক হিসাব নিকাশের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক) স্প্রেডশিট প্রোগ্রাম
খ) পাওয়ারপয়েন্ট প্রোগ্রাম
গ) ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম
ঘ) ভিজুয়াল বেসিক প্রোগ্রাম
৪। কোন যন্ত্রে অফিস সফটওয়্যার ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক) ফ্যাক্স
খ) সুইচ
গ) ক্যালকুলেটর
ঘ) স্মার্ট ফোন
৫। কল্পনার জগৎকে বাস্তবে নিয়ে আসার উপকরণ কোনটি? (জ্ঞান)
ক) খেলাধুলা করা
খ) লেখালেখি করা
গ) লেখাপড়া করা
ঘ) হিসাব করা
৬। নির্ভুলভাবে লেখালেখির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয় ? (জ্ঞান)
ক) স্প্রেডশিট প্রোগ্রাম
খ) পাওয়ারপয়েন্ট প্রোগ্রাম
গ) ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম
ঘ) ভিজুয়াল বেসিক প্রোগ্রাম
৭। নিচের কোনটি ওয়ার্ডপ্রসেসিং প্রোগ্রামের বৈশিষ্ট্য? (জ্ঞান)
ক) নির্ভুলভাবে লেখালেখি করা যায়
খ) লেখালেখির সময় ভুলের পরিমাণ বেশি হয়
গ) ভুল সংশোধন করা যায় না
ঘ) ভুল সনাক্ত করা যায় না
৮। লেখালেখির সময় কোন সফটওয়্যারে ভুল সংশোধনের সুযোগ পাওয়া যায়? (জ্ঞান)
ক) এডোব রিডার
খ) ভিডিও প্লেয়ার
গ) ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম
ঘ) ভয়েস রেকর্ডার
৯। নিচের কোনটি ওয়ার্ডপ্রসেসিং প্রোগ্রামের বৈশিষ্ট্য? (জ্ঞান)
ক) নির্ভুলভাবে লেখালেখি করা যায় না
খ) লেখালেখির সময় ভুলের পরিমাণ কম হয়
গ) ভুল সনাক্ত করা যায় না
ঘ) যেকোনো ভুল সংশোধন করা যায়
১০। যেকোনো লেখাকে নান্দনিকভাবে উপস্থাপনের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক) স্প্রেডশিট প্রোগ্রাম
খ) ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম
গ) পাওয়ারপয়েন্ট প্রোগ্রাম
ঘ) ভিজুয়াল বেসিক প্রোগ্রাম
১১। নিচের কোনটি ওয়ার্ডপ্রসেসিং প্রোগ্রামের বৈশিষ্ট্য? (জ্ঞান)
ক) নির্ভুলভাবে লেখালেখি করা যায় না
খ) লেখাকে নান্দনিকভাবে উপস্থাপন করা যায়
গ) ভুল সনাক্ত করা যায় না
ঘ) ভুল সংশোধনের সুযোগ নেই
১২। ওয়ার্ডপ্রসেসিং প্রোগ্রামে ছবি,গ্রাফ ও চার্ট কেনো ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক) লেখাকে বিকৃত করার জন্য
খ) লেখার নান্দনিকতা কমানোর জন্য
গ) লেখাকে আকর্ষণীয় করার জন্য
ঘ) লেখা মুছে ফেলার জন্য
১৩। গবেষণাপত্রে বিষয়বস্তুর সারণি তৈরির জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক) স্প্রেডশিট প্রোগ্রাম
খ) ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম
গ) পাওয়ারপয়েন্ট প্রোগ্রাম
ঘ) ভিজুয়াল বেসিক প্রোগ্রাম
১৪। কোন সফটওয়্যারে স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধনের ব্যবস্থা আছে? (জ্ঞান)
ক) মাল্টিমিডিয়া প্লেয়ার
খ) ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম
গ) অফিস আউটলুক প্রোগ্রাম
ঘ) ভিজুয়াল বেসিক প্রোগ্রাম
১৫। নিচের কোনটি ওয়ার্ডপ্রসেসিং প্রোগ্রামের বৈশিষ্ট্য ? (জ্ঞান)
ক) নির্ভুলভাবে লেখালেখি করা যায় না
খ) লেখাকে বিকৃতভাবে উপস্থাপন করা হয়
গ) স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধন করা যায়
ঘ) শুধুমাত্র একটি ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়
১৬। ওয়ার্ড-২০০৭ এ Home ট্যাব ব্যবহার করা হয় কেন? (জ্ঞান)
ক) নির্ভুলভাবে লেখালেখি করার জন্য
খ) ডকুমেন্টে দুই লাইনের ব্যবধান নির্ণয় করার জন্য
গ) স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধন করার জন্য
ঘ) ডকুমেন্টে টেবিল সংযোজনের জন্য
১৭। ওয়ার্ড-২০০৭ এ insert ট্যাব ব্যবহার করা হয় কেন? (জ্ঞান)
ক) নির্ভুলভাবে লেখালেখি করার জন্য
খ) ডকুমেন্টকে বিকৃতভাবে উপস্থাপন করার জন্য
গ) স্বয়ংক্রিয়ভাবে বানান সংশোধন করার জন্য
ঘ) ডকুমেন্টে টেবিল সংযোজনের জন্য
১৮। ওয়ার্ড-২০০৭ এ ক্লিপআর্ট কোন গ্রুপের অন্তর্গত? (জ্ঞান)
ক) প্যারাগ্রাফ
খ) ইলাস্ট্রেশন
গ) মার্জিন
ঘ) টেক্সটগ্রুপ
১৯। ওয়ার্ড-২০০৭ এ স্মার্ট আর্ট কোন গ্রুপের অন্তর্গত? (জ্ঞান)
ক) প্যারাগ্রাফ
খ) মার্জিন
গ) ইলাস্ট্রেশন
ঘ) টেক্সটগ্রুপ
২০। ওয়ার্ড-২০০৭ এ শেইপ (আকৃতি) কোন গ্রুপের অন্তর্গত?
ক) ইলাস্ট্রেশন
খ) মার্জিন
গ) প্যারাগ্রাফ
ঘ) টেক্সটগ্রুপ
২১। ওয়ার্ড-২০০৭ এ নিচের কোনটি Home ট্যাবের অন্তর্গত?
ক) বুলেট আইকন
খ) পেজ নম্বর
গ) স্মার্ট আর্ট
ঘ) মার্জিন আইকন
Written by,
- Mizanur Rahman (Mizan)
- Lecturer in ICT, Shaheed Bir Uttam Lt. Anwar Girls’ College , Dhaka Cantonment
- Founder & Author at www.edupointbd.com
- Software Engineer at mands IT
- Former Lecturer in ICT, Cambrian College, Dhaka
- Contact: 01724351470
উত্তর কই?
vai red colour kora gulai answer
Yes
aro koyta dile valo hoito
Ato olpo questions kno??
R o kykta dile Valo hoito
😊