ষষ্ঠ অধ্যায়: ডেটাবেজ এর ব্যবহার

SSC ICT MCQ

১। বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়?

ক. ডেটাবেইস সফটওয়্যার

খ. স্প্রেডশিট সফটওয়্যার

গ. প্রেজেন্টেশন সফটওয়্যার

ঘ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার


২। Field Name-এর আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করতে হবে?

ক. Create

খ. Field name

গ. Field Size

ঘ. Design View


৩। ডেটবেজ প্রোগ্রাম ব্যবহার করে-

i. শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব ও উৎপাদনের তথ্য সহজে সংরক্ষণ করা যায়

ii. কাঙ্ক্ষিত তথ্য দ্রুত উপস্থাপন করা যায়

iii. প্রয়োজনীয় রেকর্ড সমূহ সহজে পাওয়া যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii        ঘ. i, ii ও iii


নিচের অনুচ্ছেদটি পড় এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও।

মালেকা বেগম বাংলাদেশের একটি গার্মেন্টস ফ্যাক্টরি মালিক। তিনি তাঁর গার্মেন্টসের সুষ্ঠু পরিচালনার জন্য কম্পিউটার ব্যবহার করতে চান।

৪। মালেকা বেগমের জন্য কোন সফটওয়্যারটি সর্বাপেক্ষা উপযোগী ?

ক. ডেটাবেইস সফটওয়্যার

খ. স্প্রেডশিট সফটওয়্যার

গ. প্রেজেন্টেশন সফটওয়্যার

ঘ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার


৫। উক্ত সফটওয়্যার ব্যবহার করে মালেকা বেগম-

i. গার্মেন্টসের  সকল তথ্য হালনাগাদ রাখতে পারবে

ii. সহজেই নতুন তথ্য যোগ করতে পারবে

iii. অফিস ব্যবস্থাপনায় ব্যয় হ্রাস করতে পারবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii         খ. i ও iii

গ. ii ও iii        ঘ. i, ii ও iii


অধ্যায় ভিত্তিক অতিরিক্ত গুরুত্বপূর্ণ কিছু MCQ প্রশ্ন ও সমাধান

১। কম্পিউটারের ভাষায় উপাত্ত কী?

ক. কাঁচামাল

খ. প্রোগ্রাম

গ. শব্দ

ঘ. বাক্য


২। ডেটাবেজের ক্ষুদ্রতম একক কোনটি?

ক. বিট

খ. বাইট

গ. রেকর্ড

ঘ. ফিল্ড


৩। কম্পিউটার যা নিয়ে কাজ করে তার সর্বনিম্ন একক—

ক. উপাত্ত

খ. ফিল্ড

গ. রেকর্ড

ঘ. ফাইল


৪। ডেটাবেজের সবচেয়ে ক্ষুদ্রতম অংশ—

ক. ডাটা

খ. ফিল্ড

গ. তথ্য

ঘ. রেকর্ড


৫। Data শব্দটি কোন শব্দের বহুবচন?

ক. Datas

খ. Dataes

গ. Datums

ঘ. Datum


৬। নিচের কোন ধারাটি সঠিক অনুক্রম?

ক. ডেটাবেজ < রেকর্ড < ফাইল < ফিল্ড

খ. রেকর্ড < ফিল্ড < ফাইল < ডেটাবেজ

গ. ফিল্ড < রেকর্ড < ফাইল < ডেটাবেজ

ঘ. ফাইল < রেকর্ড < ফিল্ড < ডেটাবেজ


৭। সহজ কথায় ডেটাবেজ বলতে বুঝি?

ক. তথ্য ইনপুট

খ. তথ্য আউটপুট

গ. তথ্য প্রদর্শন

ঘ. তথ্য বিন্যাস


৮। ডেটাবেজ ম্যানেজমেন্ট বলতে কী বোঝায়?

ক. ডেটাবেজ বিভিন্নভাবে সাজানো

খ. ডেটাবেজকে নামকরণ করা

গ. ডাটা এন্ট্রি

ঘ. নতুন ডাটা অন্তর্ভুক্ত


৯। সাধারণ ডেটাবেজে কয়টি ফাইল থাকে?

ক. ১টি

খ. ২টি

গ. ৩টি

ঘ. ৪টি


১০। রিলেশনাল ডেটাবেজে সর্বনিম্ন ফাইলের সংখ্যা—

ক. ২টি

খ. ৩টি

গ. ৪টি

ঘ. ৬টি


১১। কোনটি ডেটাবেজ প্রোগ্রাম—

ক. QBasic

খ. Excel

গ. Word Perfect

ঘ. Foxpro


১২। মাইক্রো কম্পিউটারের আদর্শ ডেটাবেজ সফটওয়ার হচ্ছে—

ক. এক্সেল

খ. এক্সেস

গ. ডিবেজ

ঘ. ওরাকল


১৩। মেইনফ্রেম কম্পিউটারের সবচেয়ে জনপ্রিয় ও বহুল ব্যবহূত ডেটাবেজ প্রোগ্রাম কোনটি?

ক. ওরাকল

খ. ডিবেজ

গ. ফাইল মেকার প্রো

ঘ. ফক্সপ্রো


১৪। ডেটাবেজ প্রোগ্রাম হলো—

i. MS-Access

ii. Oracle

iii. MS-Foxpro

নিচের কোনটি সঠিক?

ক. i         খ. iii

গ. iiও iii      ঘ. i, ii ও iii


১৫। তথ্য ব্যবস্থাপনায় ব্যবহার করা হয়—

ক. ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম

খ. স্প্র্রেডসিট প্রোগ্রাম

গ. ডেটাবেজ প্রোগ্রাম

ঘ. বেসিক প্রোগ্রাম


১৬। ডেটাবেজ প্রোগ্রামে সর্টিংয়ের মাধ্যমে কী করা হয়?

ক. তথ্য ইনপুট দেওয়া হয়

খ. তথ্য মুছে ফেলা হয়

গ. তথ্য বাছাই করা হয়

ঘ. তথ্য প্রদর্শন করা হয়


১৭. ডেটাবেজের ফিল্ড কিসের বৈশিষ্ট্য নির্দেশ করে?

ক. ডাটা

খ. রিপোর্ট

গ. মাউস

ঘ. ফাইল


১৮. ডেটাবেজের হেডিংগুলো কী নামে পরিচিত?

ক. প্রাইমারি কী

খ. সেকেন্ডারি কী

গ. রেকর্ড

ঘ. ফিল্ড


১৯। রেকর্ড হলো—

ক. ফিল্ডের সমষ্টি

খ. তথ্যের সমষ্টি

গ. ফাইলের সমষ্টি

ঘ. ডেটাবেজের সমষ্টি


২০। রেকর্ড হলো কিছু—এর সমষ্টি।

ক. ফিল্ড

খ. ফাইল

গ. ডেটাবেজ

ঘ. অক্ষর


২১। ডেটাবেজের রেকর্ড সংখ্যা কত?

ক. ২টি

খ. ৪টি

গ. ৮টি

ঘ. অসংখ্য


২২। একটি রেকর্ডে ফিল্ড থাকতে পারে—

ক. ১টি

খ. ২টি

গ. ৪টি

ঘ. একের অধিক


২৩। ফাইল কিসের সমষ্টি?

ক. রেকর্ডের সমষ্টি

খ. ফিল্ডের সমষ্টি

গ. উপাত্তের সমষ্টি

ঘ. তথ্যের সমষ্টি


২৪। কোন একটি এনটিটির অ্যাট্রিবিউটগুলোর সমষ্টিকে বলে—

ক. ডাটা

খ. রেকর্ড

গ. ফাইল

ঘ. রিপোর্ট


২৫। বর্ণ বা সংখ্যার অনুক্রম হিসাবে তথ্য বাছাইকে বলে—

ক. Arrange

খ. Search

গ. Sort

ঘ. Distribution


২৬। এক্সেস ডাটাবেজ প্রোগ্রামে কত প্রকার ডাটা টাইপ রয়েছে?

ক. ৫ প্রকার

খ. ৭ প্রকার

গ. ৯ প্রকার

ঘ. ১০ প্রকার


২৭। Address কোন ধরনের ডাটা টাইপ—

ক. Number

খ. Currency

গ. Text

ঘ. Date


২৮। ১০ জানুয়ারি কোন ধরনের ডাটা?

ক. Date/Time

খ. Currency

গ. Number

ঘ. Object


২৯। Currency ধরনের ডাটা কী সম্পর্কে হয়ে থাকে?

ক. সংখ্যা বদলানো সম্পর্কে

খ. সময় ও তারিখ সম্পর্কে

গ. অক্ষর সম্পর্কে

ঘ. মুদ্রা সম্পর্কে


৩০। ডেটাবেজের ডাটা টাইপ—

i. Text

ii. Logical

iii. Object

নিচের কোনটি সঠিক?

ক. i           খ. iii

গ. iiও iii     ঘ. i, ii ও iii


৩১। ডেটাবেজে লজিক্যাল ফিল্ডের Width কত?

ক. ১

খ. ২

গ. ৩

ঘ. ৪


৩২। যে ডাটা এন্ট্রির ক্ষেত্রে Yes/No ব্যবহার করলেই চলে তাকে কী ধরনের ডাটা বলে?

ক. লজিক্যাল

খ. মেমো

গ. টেক্সট

ঘ. গাণিতিক।


৩৩। ডেটাবেজে অবরোহী পদ্ধতি হচ্ছে

i. ছোট ক্রম থেকে বড় ক্রমের দিকে যাওয়া

ii. বড় ক্রম থেকে ছোট ক্রমের দিকে যাওয়া

iii. ছোট ক্রম ও বড় ক্রমের সংমিশ্রণ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i , ii ও iii


৩৪। বিপুল পরিমান তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়?

ক) ডেটাবেজ সফটওয়্যার

খ) স্প্রেডশিট সফটওয়্যার

গ) প্রেজেন্টেশন সফটওয়্যার

ঘ) ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার


৩৫। ডেটাবেজ টেবিলে নতুন ফিল্ড যোগ করার জন্য কী করতে হবে?

ক) File আইকনে ক্লিক করতে হবে

খ) View আইকনে ক্লিক করতে হবে

গ) Tab বোতামে প্রেস করতে হবে

ঘ) Open বোতামে ক্লিক করতে হবে


৩৬। কিসের উপর ভিত্তি করে ডেটাবেজে দুই বা ততোধিক টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায়?

ক) রেকর্ড

খ) টেবিল

গ) সেল

ঘ) ফিল্ড


৩৭। কোনটি গাণিতিক ফিল্ড?

ক) Number

খ) Currency

গ) Date/Time

ঘ) Text


৩৮। ডেটাবেজে শর্তযুক্ত তথ্য অনুসন্ধান করার জন্য কোন আইকন ক্লিক করতে হয়? 

ক) Fine আইকোন

খ) Replace আইকোন

গ) Search আইকোন

ঘ) Filter আইকোন


৩৯। ডেটাবেজ ফাইল তৈরির পর প্রাথমিকাভাবে কোন কাজটি করতে হয়?

ক) কুয়েরি করা

খ) সংরক্ষণ

গ) ফর্ম তৈরি

ঘ) রিলেশন তৈরি


৪০। ডেটাবেজের প্রত্যেকটি কলামের কী থাকে?

ক) শিরোনাম

খ) ফাইল

গ) ফোল্ডার

ঘ) নথি


৪১। কেনটি ডেটাবেজ প্রোগ্রাম?

ক) মডিউল

খ) ম্যাক্রো

গ) ফক্সপ্রো

ঘ) ডিবেজ


৪২। কুয়েরি ফাইল কোথায় থাকে?

ক) ডেটাবেজে

খ) রিপোর্টে

গ) টেবিল

ঘ) পাওয়ার পয়েন্টে


৪৩। সব সময় ফাইল বন্ধ করার আগে কী করতে হয়?

ক) এডিট

খ) কারেকশন

গ) সেভ

ঘ) চেক


৪৪। ডেটাবেজে দুই বা ততোধিক টেবিল নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে –

i. রিলেশন তৈরি করা যায়

ii. ডেটা আদান প্রদান করা যায়

iii. রিপোর্ট তৈরি করা যায় নিচের

কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i , ii ও iii


৪৫। কোনটি Database ফাইলের এক্সটেশন?

ক) XLS

খ) DOCX

গ) DBASE

ঘ) AI


৪৬। ডেটাবেজে একই সারিতে কয়েকটি ফিল্ড মিলে কী গঠিত হয়?

ক) সেল

খ) ফিল্ড

গ) টেবিল

ঘ) রেকর্ড


৪৭। মডিউল ফাইল নিচের কোন প্রোগ্রামে পাওয়া যায়?

ক) ওয়ার্ড প্রসেসর

খ) এক্সেল

গ) ফটোশপ

ঘ) ডেটাবেজ


৪৮। কোন উইন্ডোতে ডেটা এন্ট্রি করতে হয়?

ক) Field

খ) Record

গ) Data Table

ঘ) Table View


৪৯। এখানে কোনটি অবরোহী বিন্যাস্ত সজ্জিত?

ক) Age

খ) Number

গ) Roll

ঘ) Code


৫০। ডেটাবেজ টেবিলের ডাটাকে বিন্যাস্ত করা যায়-

i. কলামের মাধ্যমে

ii. বর্ণনাক্রমিকভাবে

iii. সংখ্যানুক্রমিকভাবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i , ii ও iii


৫১. ডেটাবেজে শর্তের ভিত্তিতে বিন্যাস করা রেকর্ড বিন্যাস পূর্ব অবস্থায় ফিরে যাবে কোনটির ব্যবহারে?

ক) Remove Filter

খ) Filter by selection

গ) Apply Filter

ঘ) Toggle Filter


৫২. কোন ডেটাটেবিলের ফিল্ড যদি সর্বনিম্ন ২০০০ থেকে সর্বোচ্চ ১১৫০০ টাকা বেতন এন্ট্রি করা হয় তবে ইনপুট ভেলিডেশনে কোন শর্তটি জুড়ে দিতে হবে?

ক) =>200 and <= 11500

খ) >=2000 and>= 11500

গ) >=2000 and <=11500

ঘ) <=2000 and<=11500


৫৩. Microsoft Office Access খুলতে হলে-

i. Start বোতামে ক্লিক করতে হয়

ii. All Programs এ যেতে হয়

iii. Microsoft Office যেতে হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i , ii ও iii


৫৪। বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়?

ক) ডেটাবেজ সফটওয়্যর

খ) স্প্রেডশিট সফটওয়্যার

গ) প্রেজেন্টশন সফটওয়্যার

ঘ) ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার


৫৫। বানান সংশোধনের জন্য –

i. বানানের ঘরে ইনসার্সন পয়েন্টার রাখতে হবে

ii. সাধারণ নিয়মে সংশোধন করতে হয়

iii. একটি বানান শুদ্ধ করলে সকল বানান শুদ্ধ হবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i , ii ও iii


৫৬। রিপোর্ট আইকনটি কোন মেনুর অধীনস্থ?

ক) Create

খ) Home

গ) File

ঘ) Design


৫৭। কোন ডাটার সাহায্যে গাণিতিক কাজ করা যায় না?

ক) তারিখ

খ) সময়

গ) বর্ণভিত্তিক

ঘ) নম্বর


৫৮। রিবনের Run আইকনটি কোন মেনুর অন্তর্ভুক্ত?

ক) Create

খ) Datasheet View

গ) Home

ঘ) Design


৫৯। একই কাজ বারবার করতে হয় এমন সব কাজের সমষ্টিকে কোনটির মাধ্যমে Single Action এ রূপান্তর করা যায়?

ক) ইনডেক্স

খ) ম্যাক্রো

গ) লিংক

ঘ) রিপোর্ট


৬০। ডেটাবেজে Dose not Equal অপশনটি কোন আইকনে থাকে?

ক) Edit

খ) Selection

গ) Design

ঘ) Filter


৬১। কুয়েরি ফিল্ড ধারকে টেবিলের সবগুলো হেডিং অন্তভুক্ত করতে Show table ডায়ালগ বক্সের কোন বোতামে ক্লিক করতে হবে?

ক) Add

খ) plus

গ) Cancel

ঘ) Ok


৬২। ৩০ থেকে ৬০ বছরের বয়স্কদের রেকর্ড প্রদর্শনে Between Numbers বক্সের Smallest ঘরে কত টাইপ করতে হবে?

ক) ৩০

খ) ৬০

গ) ৯০

ঘ) ১৮০০


৬৩। Criteria সারির ঘরে টাইপকরা নামগুলোর পাশে স্বয়ংক্রিয়ভাবে কি যুক্ত হয়?

ক) কোলন চিহ্ন

খ) কমা চিহ্ন

গ) সেমিকোলন চিহ্ন

ঘ) উদ্ধৃতি চিহ্ন


৬৪। ফিল্ড উইন্ডোতে কি টাইপ করা হয়?

ক) Text

খ) Currency

গ) SL. No

ঘ) Data Type


৬৫। ডেটাবেজের কোন উইন্ডোতে বর্তমান ফিল্ডগুলোর নাম দেখা যাবে?

ক) File Window

খ) Tools Window

গ) Page Layout Window

ঘ) Design View Window


৬৬। ডেটাবেজ থেকে প্রয়োজনীয় রেকর্ডসমূহ নিয়ে তৈরি করা হয়-

i. কুয়েরি

ii. রিপোর্ট

iii. মেইলিং লেবেল

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii    খ) i ও iii

গ) ii ও iii   ঘ) i , ii ও iii


৬৭। বিপুল পরিমাণ তথ্য সংরক্ষণে কোনটির ব্যবহার সুবিধাজনক?

ক) ফাইল

খ) ডেটাবেজ

গ) ম্যাক্রো

ঘ) এক্সেল


৬৮। ডেটাবেজের অন্তর্গত রিপোর্ট সংযোজন করা যায়-

i. গ্রাফ

ii. ছবি

iii. শব্দ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i , ii ও iii


৬৯। Home menu Assending আইকনে Click করলে ডেটাসমূহ কীভাবে বিন্যাস্ত হবে?

ক) বড় থেকে ছোট ক্রমের দিকে

খ) 1……….10…………..50 অনুসারে

গ) ছোট থেকে বড় ক্রমের দিকে

ঘ) Even থেকে Odd নাম্বারের দিকে


৭০। ডেটাবেজ ফাইলের নাম দেওয়ার জন্য কোন ঘরে নাম টাইপ করতে হয়?

ক) Blank Database

খ) All Program

গ) File Name

ঘ) Microsoft Office


৭১। ইনপু্ট ভেলিডেশন দেয়ার পর শর্তের বাইরে কোন ডেটা দিলে-

i. এন্ট্রি হবে না

ii. এন্ট্রি হবে

iii. ভুলবার্তা প্রদর্শিত হবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i , ii ও iii


৭২। তথ্য উপস্থাপনের সাথে সম্পর্কিত কোনটি?

ক) From

খ) Table

গ) Query

ঘ) Report


৭৩। ডেটাবেজ হচ্ছে-

i. প্রতিবেদন

ii. সংগৃহীত উপাত্তের ভান্ডার

iii. অসংখ্য উপাত্তের সুসজ্জিত তালিকা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii     খ) i ও iii

গ) ii ও iii    ঘ) i , ii ও iii


৭৪। একটি ডেটাকে অন্য ডেটা দ্বারা প্রতিস্থাপন করাকে কী বলে?

ক) Replace

খ) Refresh

গ) Find

ঘ) Rewrite


৭৫. পাশাপাশি কয়েকটি কলামের সমন্বয়ে কী গঠিত হয়?

ক) সারি

খ) সেল

গ) টেবিল

ঘ) ফিল্ড


৭৬। গ্রিডলাইনের ধরন পরিবর্তন করার জন্য টুলবক্সের কোন ড্রপডাউনে ক্লিক করতে হবে?

ক) Width

খ) Palate

গ) Style

ঘ) Grid lines


৭৭। Find আইকন ডেটাবেজের কোন মেনুর অন্তর্ভুক্ত?

ক) View

খ) Home

গ) Tools

ঘ) Insert


৭৮। ডেটাবেজ মূলত কী?

ক) তথ্য

খ) উপাত্ত

গ) ওয়ার্ড প্রসেসিং

ঘ) অসংখ্য উপাত্তের সুসজ্জিত এলাকা


৭৯। ইনডেক্স ফাইল মূল ডেটা ফাইলের কীরূপে পরিবর্তন করে?

ক) আংশিক পরিবর্তন করে

খ) সম্পূর্ণ নতুন ফাইল তৈরি করে

গ) কোনোরূপ পরিবর্তন করে না

ঘ) সম্পূর্ণরূপে পরিবর্তন করে


৮০। গাণিতিক কাজ করা যায়-

i. নম্বর ডেটার মাধ্যম

ii. বর্ণভিত্তিক ডেটার সাহায্যে

iii. তারিখ/সময় ডেটার সাহায্যে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i , ii ও iii


৮১। ডেটাবেজকে বর্ণানুক্রমিক বা সংখ্যাক্রমিকভাবে বিন্যাস্ত করা যায়-

i. ফিল্ডের ভিত্তিতে

ii. কলামের ভিত্তিতে

iii. রেকর্ড এর ভিত্তিতে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii       খ) i ও iii

গ) ii ও iii      ঘ) i , ii ও iii


৮২। নিচের কোনটি মাইক্রোসফট এক্সেসের প্রোগ্রামিং ফাইল ?

ক) Module

খ) Table

গ) Macro

ঘ) Query


৮৩। ডেটা এন্ট্রির ক্ষেত্রে ফন্টের আকার-

i. শুরুতেই নির্ধারণ করতে হয়

ii. যে কোন সময় নির্ধারণ করা যায়

iii. শুরুতে নির্ধারণ করা ভালো

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i , ii ও iii


৮৪। কুয়েরি পদ্ধতিতে তথ্য আহরনে-

i. Create মেনুর ব্যবহার করা হয়

ii. ফিল্ডসমূহকে কুয়েরিতে অন্তভুক্ত করা হয়

iii. সিলেক্টশন আইকনের ব্যবহার করা হয়

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii     খ) i ও iii

গ) ii ও iii    ঘ) i , ii ও iii


৮৫। ডেটাবেজ হলো-

i. উপাত্তের সুসজ্জিত এলাকা

ii. একটি সফটওয়্যার

iii. দ্রুত এবং অনায়াসে উপাত্ত শনাক্ত করার পদ্ধতি বিশেষ

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i , ii ও iii


৮৬। ডেটাবেজের মাধ্যমে করা যায়-

i. তথ্য সংরক্ষন

ii. তথ্য নিয়ন্ত্রণ

iii. তথ্য ব্যবস্থাপনা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii     খ) i ও iii

গ) ii ও iii    ঘ) i , ii ও iii


৮৭। ডেটাবেজে নামভিত্তিক তথ্য অনুসন্ধান করতে find what এডিট বারে-

i. পদবী টাইপ করা যেতে পারে

ii. নাম টাইপ করা যেতে পারে

iii. নামের অংশবিশেষ টাইপ করা যেতে পারে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii     খ) i ও iii

গ) ii ও iii    ঘ) i , ii ও iii


৮৮। নিচের কোনটি অবরোহী পদ্ধতী?

ক) A,B,C……………Z

খ) 100, 99………….1

গ) 1, 2 ………….7, 5

ঘ) D, C …………….A


৮৯। ডেটা এন্ট্রির শুরুতে কোনটি নির্ধারণ করে নেয়া যেতে পারে?

ক) ফন্ট

খ) ডেটা টাইপ

গ) ফিল্ড

ঘ) ফিল্ড সাইজ


৯০। কিসের মাধ্যমে ডেটাবেজে অজস্র ডেটাকে সুসংগঠিত করে রাখা যায়?

ক) ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম

খ) টেবিল

গ) সারি

ঘ) সি প্রোগ্রাম


৯১। ডেটাবেজে ডেটার বিন্যাস দুটি উপায়ে করা যায়। তা হলো-

i. রেকর্ড বিন্যাস

ii. অবরোহী বিন্যাস

iii. আরোহী বিন্যাস

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii     খ) i ও iii

গ) ii ও iii    ঘ) i , ii ও iii


৯২। ডেটাবেজ টেবিল তৈরি করতে হলে-

i. Design View অপশনে যেতে হবে

ii. ডেটা টাইপ নির্ধারণ করতে হবে

iii. ফর্মস ডিজাইন করতে হবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i , ii ও iii


৯৩। ম্যাক্রো তৈরি করা হলে-

i. সকল কাজে Single Action এ রূপান্তরিত হয়

ii. সময়ের সাশ্রয় হয়

iii. মাইক্রোসফট কর্পোরেশনের একটি পণ্য

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i , ii ও iii


৯৪। যাদের বয়স ৩০-৬০ তাদের রেকর্ড প্রদর্শনের জন্য –

i. Between Numbers ডায়ালগ বক্স আনতে হবে

ii. ডায়ালগ বক্সের Smallest ঘরে ৩০ বসাতে হবে

iii. ডায়লগ বক্সের Largest ঘরে ৬০ বসাতে হবে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii     খ) i ও iii

গ) ii ও iii    ঘ) i , ii ও iii


৯৫। ডেটাবেজ থেকে তথ্য খোঁজ করার জন্য কোনটি ব্যবহার করা হয়?

ক) ইনডেক্স

খ) কোয়েরী

গ) মডিউল

ঘ) ম্যাক্রো


৯৬। কোনটি ডেটাবেজ সফটওয়্যার?

ক) এমএস ওয়ার্ড

খ) লিনাক্স

গ) এমএসএক্সেস

ঘ) ওয়ার্ড প্রসেসর


৯৭। Home মেনুর কোন আইকোন ক্লিক করলে Find and Replace আসবে?

ক) New

খ) Open

গ) Find

ঘ) More Option


৯৮। ফক্সবেইজ কী?

ক) ম্যালওয়্যার

খ) একটি ডেটাবেজ প্রোগ্রাম

গ) অথরওয়্যার

ঘ) অপারেটিং সিস্টেম


৯৯। ডেটাবেজ ফিল্ড কী?

ক) খেলার মাঠ

খ) কলাম

গ) সেল

ঘ) কলামের শিরোনাম


১০০। বন্ধ করে রাখা ফাইল খোলার জন্য কোন বোতামে মাউস ক্লিক করতে হবে?

ক) Open

খ) View

গ) New

ঘ) Design View


১০১। ক্রমিক নম্বর, বয়স প্রভূতি ফিল্ডের ডাটা বিন্যাস্তকরণকে কী বলে?

ক) অবরোহী বিন্যাস

খ) আরোহী বিন্যাস

গ) সংখ্যানুক্রমিক বিন্যাস

ঘ) বর্ণানুক্রমিক বিন্যাস


১০২। গ্রিডলাইন যুক্ত করা যায়-

i. রেকর্ডগুলোর উপরে

ii. রেকর্ডগুলোর পাশে

iii. রেকর্ডগুলোর নিচে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii     খ) i ও iii

গ) ii ও iii    ঘ) i , ii ও iii


১০৩। এক্সেস ডেটাবেজে ডেটা ইনপুট করার জন্য কোন উইন্ডো ব্যবহৃর করা হয়?

ক) Field Size

খ) Design View

গ) Data Sheet View

ঘ) Data Field View


১০৪। সংখ্যানুক্রমিক পদ্ধতিতে বিন্যাস্ত হয়-

i. জন্মতারিখ ফিল্ডের ডেটা

ii. বয়স ফিল্ডের ডাটা

iii. পরীক্ষার নম্বরের ফিল্ডের ডেটা

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii      খ) i ও iii

গ) ii ও iii     ঘ) i , ii ও iii


১০৫। সর্বশেষ নাম দেখার পর পর্দায় কী প্রদর্শিত হবে?

ক) ফিনিশ

খ) টেবিল

গ) বার্তা

ঘ) হোম মেনু

 


Written by,

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *