SSC সিলেবাস অনুযায়ী প্রণীত
প্রথম অধ্যায়: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং আমাদের বাংলাদেশ

একুশ শতক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
১। একুশ শতকের পৃথিবীর অর্থনীতি কী ধরনের? (জ্ঞান)
ক) যান্ত্রিক খ) জ্ঞান ভিত্তিক
গ) প্রাকৃতিক ঘ) ব্যক্তিকেন্দ্রিক
২। কোন সময়কার সম্পদ হচ্ছে জ্ঞান? (জ্ঞান)
ক) অষ্টাদশ শতাব্দি খ) উনবিংশ শতাব্দি
গ) বিংশ শতাব্দি ঘ) একবিংশ শতাব্দি
৩। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিচের কোনটিকে ত্বরাান্তিত করে?
ক) Globalization খ) Citizenship
গ) Industrialization ঘ) skill
৪। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিচের কোনটিকে ত্বরাান্তিত করে?
ক) Citizenship খ) Mechanism
গ) Industrialization ঘ) International...
Read More
দ্বিতীয় অধ্যায়: কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা

কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব
১। বিনামূল্যে ইন্টারনেট থেকে ডাউনলোড করা যায় কোনটি?
ক) ম্যালওয়্যার
খ) স্পাইওয়্যার
গ) ভাইরাস
ঘ) এন্টিভাইরাস
২। কিসের মাধ্যমে বিনামূল্যে এন্টিভাইরাস সফটওয়্যার ডাউনলোড করা যায়? (জ্ঞান)
ক) ফ্যাক্স
খ) ইথারনেট
গ) ইন্টারনেট
ঘ) ইন্ট্রানেট
৩। কোনটি ছাড়া কম্পিউটার ব্যবহার অত্যন্ত ঝুঁকিপূর্ণ? (জ্ঞান)
ক) পুরাতন এন্টিভাইরাস
খ) হালনাগাদ এন্টিভাইরাস
গ) ইন্টারনেট
ঘ) ইন্ট্রানেট
৪। এন্টিভাইরাস নিয়মিত কী করা উচিত? (জ্ঞান)
ক) মুছে ফেলা
খ) হালনাগাদ করা
গ) ক্লিন করা
ঘ) ধ্বংস করা
৫। এন্টিভাইরাস কী? (জ্ঞান)
ক) সফ...
Read More
তৃতীয় অধ্যায়: আমার শিক্ষায় ইন্টারনেট

ডিজিটাল কনটেন্ট
১। কোনো তথ্য যদি ডিজিটাল উপাত্ত আকারে প্রকাশিত হয় তখন তাকে কী বলে? (জ্ঞান)
ক) ডিজিটাল কন্টেন্ট
খ) এনালগ কন্টেন্ট
গ) ইমেইল
ঘ) এনিমেশন
২। ডিজিটাল কনটেন্ট কীভাবে প্রকাশিত হয়? (জ্ঞান)
ক) ডিজিটাল তথ্য
খ) এনালগ তথ্য
গ) ডিজিটাল উপাত্ত
ঘ) ডিজিটাল এনিমেশন
৩। ডিজিটাল কনটেন্ট কীভাবে প্রেরিত-গৃহীত হয়? (জ্ঞান)
ক) ডিজিটাল উপাত্ত আকারে
খ) এনালগ তথ্য আকারে
গ) ডিজিটাল তথ্য আকারে
ঘ) এনিমেশন পদ্ধতিতে
৪। ডিজিটাল কনটেন্ট কোন পদ্ধতিতে কম্পিউটারে সংরক্ষিত হতে পারে? (জ্ঞান)
ক) হাইব্রিড পদ্ধতিতে
খ) এনালগ পদ্ধতিতে
গ) ইমেইল আকারে
ঘ) চিত্র আকারে
...
Read More
চতুর্থ অধ্যায়: আমার লেখালেখি ও হিসাব

ওয়ার্ড প্রসেসরে আমার লেখার কাজ
১। কবিতা, গল্প ইত্যাদি লেখার জন্য আমারা কোন সফটওয়্যার ব্যবহার করি¬? (জ্ঞান)
ক) স্প্রেডশিট প্রোগ্রাম
খ) পাওযারপয়েন্ট প্রোগ্রাম
গ) ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম
ঘ) ভিজুয়াল বেসিক প্রোগ্রাম
২। পরীক্ষার ফলাফল প্রস্তুত করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক) স্প্রেডশিট প্রোগ্রাম
খ) পাওয়ারপয়েন্ট প্রোগ্রাম
গ) ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম
ঘ) ভিজুয়াল বেসিক প্রোগ্রাম
৩। ব্যবসায়িক হিসাব নিকাশের জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? (জ্ঞান)
ক) স্প্রেডশিট প্রোগ্রাম
খ) পাওয়ারপয়েন্ট প্রোগ্রাম
গ) ওয়ার্ড প্রসেসর প্রোগ্রাম
ঘ) ভিজুয়াল বেসি...
Read More
পঞ্চম অধ্যায়: মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স

১। মাল্টিমিডিয়া সফটওয়্যার হলো—
ক. মাইক্রোসফট অ্যাকসেস
খ. মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট
গ. মাইক্রোসফট এক্সেল
ঘ. মাইক্রোসফট ওয়ার্ড
২। মাল্টিমিডিয়া প্রকাশ-মাধ্যম কয়টি?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
৩। মাল্টিমিডিয়ার অংশ—
ক. শব্দ
খ. বর্ণ
গ. চিত্র
ঘ. সবগুলো
৪। মাল্টিমিডিয়ার ব্যবহার হয় কোনটিতে?
ক. বাজারের হিসাব করতে
খ. বিদ্যালয়ের ফলাফল প্রস্তুতিতে
গ. টিভিতে খেলা দেখতে
ঘ. অ্যানিমেশন চলচ্চিত্র তৈরিতে
৫। মাল্টিমিডিয়ার প্রয়োগ—
i. বর্ণ বা টেক্সটের প্রকাশকে আকর্ষণীয় করে তুলেছে
ii. হিসাবের কাজকে সহজ করেছে
iii. মুদ্রণ ও প্রকাশনার কাজকে সহজ করেছে
নিচের কোনটি ...
Read More
ষষ্ঠ অধ্যায়: ডেটাবেজ এর ব্যবহার

১। বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়?
ক. ডেটাবেইস সফটওয়্যার
খ. স্প্রেডশিট সফটওয়্যার
গ. প্রেজেন্টেশন সফটওয়্যার
ঘ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার
২। Field Name-এর আকার নির্ধারণের জন্য কোনটি ব্যবহার করতে হবে?
ক. Create
খ. Field name
গ. Field Size
ঘ. Design View
৩। ডেটবেজ প্রোগ্রাম ব্যবহার করে-
i. শিল্প প্রতিষ্ঠানের বার্ষিক হিসাব ও উৎপাদনের তথ্য সহজে সংরক্ষণ করা যায়
ii. কাঙ্ক্ষিত তথ্য দ্রুত উপস্থাপন করা যায়
iii. প্রয়োজনীয় রেকর্ড সমূহ সহজে পাওয়া যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের অ...
Read More
SSC ICT প্রথম অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ MCQ সমূহ
১। লন্ডন বিজ্ঞান জাদুঘর যান্ত্রিকভাবে গণনা করতে সক্ষম ইঞ্জিন কত সালে তৈরি করে?
ক) ১৮৩৩
খ) ১৮৪২
গ) ১৯৫৩
ঘ) ১৯৯১
২। কোন আবিষ্কারকের আবিষ্কারের ফলে আজকের পৃথিবীতে ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হচ্ছে?
ক) চার্লস ব্যাবেজ
খ) অ্যাডা লাভলেস
গ) জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল
ঘ) জগদীশ চন্দ্র বসু
৩। ফেসবুকের নির্মাতা কে?
ক) স্টিভ জবস
খ) বিল গেটস
গ) মার্ক জাকারবার্গ
ঘ) টিম বার্নার্স লি
৪। সরকারি কাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের ফলে-
i) স্বল্পসময়ে সরকারি সেবা পাওয়া যাবে
ii) সরকারি সেবার মান উন্নত হবে
iii) ছুটির দিনেও অনেক সরকারি সেবা পাওয়া যাবে
নিচের কোনটি...
Read More
SSC ICT দ্বিতীয় অধ্যায়ের সকল গুরুত্বপূর্ণ MCQ সমূহ
১। টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে ?
ক) কম্পিউটার স্লো হয়ে যায়
খ) কম্পিউটারের গতি বেড়ে যায়
গ) এন্টিভাইরাস কাজ করে না
ঘ) ইন্টারনেটে প্রবেশ করা যায় না
২। সিডি, ডিভিডি বা পেনড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি প্রথমে চালু হয়?
ক) Restart
খ) Auto run
গ) Read me
ঘ) Setup
৩। কোনটি আধুনিক পৃথিবীর সমপদ?
ক) ইন্টারনেট
খ) উপাত্ত
গ) কমিপউটার
ঘ) তথ্য
৪। সফটওয়্যার ইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে?
i) হার্ডওয়্যার সেটিকে সাপোর্ট করে কি না
ii) অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ করা হয়েছে কি না
iii) অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কি না
নিচের কোনট...
Read More