NOR গেটের সকল ইনপুট একই হলে গেটটি মৌলিক গেট হিসেবে কাজ করে -ব্যাখ্যা কর।

“NOR গেটের সকল ইনপুট একই হলে গেটটি মৌলিক গেট হিসেবে কাজ করে”-ব্যাখ্যা কর।

[ঢা. দি. য. সি. বো. – ২০১৮]

 

NOR গেটে কমপক্ষে ২টি ইনপুট থাকে। দুটি ইনপুটই A হলে আউটপুট ফাংশন হবে-

NOT gate implementation with NOR

উপরিউক্ত NOR গেটের দুটি ইনপুটই A এবং আউটপুট A এর পূরক; যা মৌলিক গেট NOT এর মতো কাজ করছে। সুতরাং বলা যায়, NOR গেটের সকল ইনপুট একই হলে গেটটি মৌলিক গেট অর্থাৎ NOT গেট হিসেবে কাজ করে।

 

আরো পড়ুন ::  NAND ও NOR গেটের সার্বজনীনতা প্রমাণ।

 

এই প্রশ্নসমূহের উত্তর হুবহু মুখস্ত করবে না। নমুনা প্রশ্ন ও উত্তর দেয়া হয়েছে যাতে বুঝতে পারো কীভাবে প্রশ্ন হয় এবং কীভাবে উত্তর করতে হবে।

 

আরো পড়ুন ::  অনুধাবনমূলক প্রশ্নের উত্তর কীভাবে লিখবে?

 

ভিডিও লেকচার পেতে YouTube চ্যানেলটিতে Subscribe করো। 

HSC ICT তৃতীয় অধ্যায়ের নোট পেতে ক্লিক করো।

ICT সম্পর্কিত যেকোন প্রশ্নের উত্তর জানতে Facebook গ্রুপে যুক্ত হও।

 

একই ধরণের নমুনা প্রশ্নসমূহ: 

  • NAND গেট দিয়ে OR গেট বাস্তবায়ন কর। [দি. বো.- ২০১৯]
  • NAND গেট দিয়ে AND গেট বাস্তবায়ন কর।
  • NAND গেট দিয়ে NOTগেট বাস্তবায়ন কর।
  • NAND গেট দিয়ে XOR গেট বাস্তবায়ন কর।
  • NAND গেট দিয়ে XNOR গেট বাস্তবায়ন কর।
  • NOR গেট দিয়ে OR গেট বাস্তবায়ন কর।
  • NOR গেট দিয়ে AND গেট বাস্তবায়ন কর।
  • NOR গেট দিয়ে NOT গেট বাস্তবায়ন কর।
  • NOR গেট দিয়ে XOR গেট বাস্তবায়ন কর।
  • NOR গেট দিয়ে XNOR গেট বাস্তবায়ন কর।
  • NAND গেট একটি সার্বজনীন গেট – ব্যাখ্যা কর।
  • NOR গেট একটি সার্বজনীন গেট – ব্যাখ্যা কর।
  • পাঁচ ইনপুটের AND গেট বাস্তবায়নে কয়টি NAND গেট প্রয়োজন? ব্যখ্যা কর। [সি. বো.- ২০১৯]
  • পাঁচ ইনপুটের OR গেট বাস্তবায়নে কয়টি NOR গেট প্রয়োজন? ব্যখ্যা কর।
  • কোন কোন গেইটকে সর্বজনীন গেইট বলা হয় এবং কেন?

 

এই অধ্যায়ের সকল অনুধাবনমূলক প্রশ্ন-উত্তর দেখতে ক্লিক করো

 


Written by,

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *